ভালোবাসার অন্যান্য দৃষ্টান্ত
ধারালো রাম দার সামনে স্বামীর ঢাল হয়ে দাঁড়ালেন স্ত্রী
রাজধানীর উত্তরাতে এক দম্পতির ওপর ধারালো রামদা নিয়ে হামলা করে দুই ব্যক্তি। সে সময় স্বামীকে বাঁচাতে ধারালো অস্ত্রের সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে যান স্ত্রী। সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর উত্তরা ৭ নম্বর সেক্টরে এমন ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সেই হামলার ভিডিও।
এতে দেখা যায়, স্বামীকে বাঁচাতে ঢাল হয়ে ছিলেন স্ত্রী। যদিও এই হামলায় স্বামী-স্ত্রী উভয়ই আহত হয়েছেন। তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।তবে এখানে স্ত্রী দেখিয়েছেন ভালোবাসার অন্যান্য দৃষ্টান্ত। সামাজিক যোগাযোগমাধ্যমে তার এই ঢাল হয়ে থাকার ঘটনা প্রশংসিত হচ্ছে। ধারালো অস্ত্রের সামনেও স্বামীকে বাঁচাতে পিছপা হননি তিনি।
আরও পড়ুন: উত্তরায় চাপাতি দিয়ে দম্পতির ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ২
ঘটনার বিষয়ে উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) এ বি সিদ্দিক জানান, বেপরোয়া গতির একটি মোটরসাইকেল একটি রিকশাকে ধাক্কা দেয়। এ ঘটনায় প্রথমে রিকশাচালক প্রতিবাদ করেন। পাশের আরেকটি মোটরসাইকেলে ছিলেন হামলার শিকার দম্পতি। তারাও এ ঘটনার প্রতিবাদ জানান।
তিনি বলেন, পরবর্তীতে ধাক্কা দেওয়া মোটরসাইকেলের দুই আরোহী আরও কয়েকজনকে ডেকে আনেন। পরে ওই দম্পতির ওপর দুজন ধারালো অস্ত্র দিয়ে হামলা করেন। হামলাকারীরা স্থানীয় অপরাধী চক্রের সদস্য।
এ ছাড়াও উত্তরা পশ্চিম থানার ওসি হাফিজুর রহমান জানান, এই ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। তারা হলেন মোবারক হোসেন (২৫) ও রবি রায় (২২)। হামলাকারীরা কিশোর গ্যাংয়ের সদস্য বলে উল্লেখ করেন তিনি।
হামলাকারীরাদের সন্ত্রাসী বলে অভিহিত করে তিনি বলেন, তদন্তের পর ঘটনার বিষয়ে বিস্তারিত জানানো হবে। জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
২৮৯ দিন আগে