কুয়েটে
কুয়েটে শিক্ষার্থীদের ওপর বহিরাগতের হামলার প্রতিবাদে কুবিতে বিক্ষোভ মিছিল
খুলনা, ১৯ ফেব্রুয়ারি (ইউএনবি)- খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে খুলনা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে সাড়ে ১১টার দিকে বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা বের হয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে হাদি চত্বরে জড়ো হয়। সেখানে খুলনা বিশ্ববিদ্যালয়ের শহীদ মীর মুগ্ধ তোরণে (প্রধান ফটক) এসে সমাবেশ করে।
আরও পড়ুন: মাদক সেবনের অভিযোগে খুলনা বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্থী বহিষ্কার
শিক্ষার্থীদের মিছিলে পুরো বিশ্ববিদ্যালয় চত্বর প্রকম্পিত হয়ে ওঠে। সেসময় শিক্ষার্থীরা ‘কুয়েটে যখন রক্ত ঝরে আবরার তোমায় মনে পড়ে’ আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, সন্ত্রাসীদের চামড়া, তুলে নেব আমরা, সন্ত্রাসীদের হাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও, সন্ত্রাসীদের গদিতে আগুন জ্বালো একসাথে, ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দিব না, ‘সন্ত্রাসীদের ঠিকানা, বাংলাদেশে হবে না’, ’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
মিছিলে শিক্ষার্থীদের ওপর হামলার তীব্রনিন্দা ও জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।
৩৯ দিন আগে