অচলাবস্থা
শাটডাউনের তৃতীয় দিনে অচল শেবাচিম ক্যাম্পাস
বরিশালে শের-ই-বাংলা মেডিকেল কলেজে (শেবাচিম) তৃতীয় দিনের মতো চলছে শিক্ষার্থীদের ডাকা কমপ্লিট শাটডাউন কর্মসূচি। এতে ক্যাম্পাসে অচলাবস্থা বিরাজ করছে।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা কলেজের সামনে বান্দ রোডে বিক্ষোভ ও মানববন্ধন করেছে।
এর আগে, শিক্ষক সংকট দূরের দাবিতে গত সোমবার (১৭ ফেব্রুয়ারি) কমপ্লিট শাটডাউন কর্মসূচির ঘোষণা দেন শেবাচিম কলেজের শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের চলমান এই কর্মসূচিতে বন্ধ রয়েছে কলেজের প্রশাসনিক ও ছাত্র শাখার কার্যক্রম। এছাড়াও কলেজের প্রধান দুটি গেট তালাবদ্ধ রয়েছে এবং গেট দুটিতে ‘শাটডাউন’ লেখা ব্যানার টানিয়ে দেওয়া হয়েছে।
আরও পড়ুন: তিতুমীরের শিক্ষার্থীদের আন্দোলন এক সপ্তাহের জন্য স্থগিত
কলেজের কর্মকর্তা-কর্মচারীরা কর্মস্থলে এলেও নিয়মিত কোনো কার্যক্রমই পরিচালনা করতে পারেননি। পাশাপাশি শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক কার্যক্রমে অংশ নিতেও দেখা যায়নি। এতে ব্যাহত হচ্ছে কলেজটির স্বাভাবিক কার্যক্রম।
এদিকে, আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, কলেজে চলমান শিক্ষক সংকট নিরসনে তাদের দাবি মেনে না নেওয়া অবধি আন্দোলন চলমান থাকবে।
তবে কলেজ প্রশাসন বলছে, তারা বিষয়টি মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দফতরকে জানিয়েছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উদ্যোগ না নিলে মেডিকেল কলেজের শূন্যপদে শিক্ষক পদায়ন সম্ভব নয়।
শেবাচিম কলেজের প্রশাসনিক শাখা জানায়, কলেজে শিক্ষকদের ৩৩৪টি পদের মধ্যে ১৪৬টি পদে শিক্ষক রয়েছেন। বাকি ১৮৮টি পদ শূন্য রয়েছে।
বর্তমানে কলেজে প্রয়োজনের তুলনায় শিক্ষক কম থাকায় প্রাতিষ্ঠানিক কার্যক্রমে ব্যহত হচ্ছে। কয়েকটি বিভাগে শিক্ষক সংকট প্রকট আকার ধারণ করেছে। এতে শিক্ষার্থীরা মানসম্মত ক্লাস ও প্রশিক্ষণ থেকে বঞ্চিত হচ্ছেন। এ প্রভাব চিকিৎসা ব্যবস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের এই দাবি যৌক্তিক এবং তাদের দাবিগুলো নিয়ে মন্ত্রণালয়ে কথা বলা হয়েছে। দ্রুতই সমস্যা সমাধানের চেষ্টা চলছে বলে নিশ্চিত করেন কলেজের অধ্যক্ষ ফয়জুল বাশার।
৩৫ দিন আগে