হবিগঞ্জের বাহুবল
নিহত মা পড়ে আছেন বিছানায়, নিচে গড়াগাড়ি দিয়ে কাঁদছে সন্তান
হবিগঞ্জের বাহুবল উপজেলা জামায়াতে ইসলামীর এক নেতার স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়অরি) সন্ধ্যায় উপজেলার পশ্চিম জয়পুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় মিরপুর পাইলট স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষিকা ও মহিলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভানেত্রী মিনারা বেগম(৩৮) ছুরিকাঘাতে নিহত হয়েছেন। তার স্বামী আবদুল আহাদ বাহুবল উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি। বর্তমানে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি।আরও পড়ুন: হবিগঞ্জে ট্রাকচাপায় ২ মোটরসাইকেলের আরোহী নিহত এলাকাবাসী ও দলীয় সূত্র জানায়, ওই এলাকায় তারা একটি ভাড়া বাসায় বসবাস করতেন। সন্ধ্যায় নিহতের স্বামী বাসায় ফিরে মিনারাকে ছুরিকাঘাতে মৃত অবস্থায় বিছানায় পড়ে থাকতে দেখেন। নিচে ৭ মাসের শিশু সন্তান গড়াগড়ি দিয়ে কাঁদছে।
এ ব্যাপারে বাহুবল থানার ওসির সাথে মোবাইলে বারবার যোগাযোগের চেষ্টা করা হলে তিনি রিসিভ করেননি। জামায়াতে ইসলামী হবিগঞ্জ শাখার আমীর কাজী মুখলিছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
৬৯ দিন আগে