শীর্ষ সামরিক কর্মকর্তা
শীর্ষ সামরিক কর্মকর্তাকে বরখাস্ত করলেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের এক শীর্ষ সামরিক কর্মকর্তাকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন যুদ্ধবিমানের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান ও চার তারকাবিশিষ্ট পাইলট সি কিউ ব্রাউনকে বরখাস্ত করে এক নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদরদপ্তর পেন্টাগনে যে অস্থিরতা চলছে, তার সর্বশেষ ঘটনা এটি।
শুক্রবার ( ২১ ফেব্রুয়ারি) এক ঘোষণার মাধ্যমে জেনারেল ব্রাউনকে অপসারণ করে বিমানবাহিনীর তিন তারকাবিশিষ্ট অবসরপ্রাপ্ত জেনারেল ড্যান কেইনকে তার স্থলাভিষিক্ত করা হয়েছে।
অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) খবর বলছে, এই সিদ্ধান্ত পেন্টাগনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করবে বলে ধারণা করা হচ্ছে। কারণ যাকে অপসারণ করা হয়েছে, যুক্তরাষ্ট্রের ইতিহাসে জয়েন্ট চিফস অব স্টাফের দায়িত্ব পালন করা দ্বিতীয় কৃষ্ণাঙ্গ ব্যক্তি তিনি। বাইডেন প্রশাসনের সময়ে এ পদে নিয়োজিত হয় ব্রাউন।
একজন সম্মানিত ও দায়িত্বশীল পাইলটকে অপসারণের এ সিদ্ধান্তকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের চলমান বৈচিত্র্য, সমতা ও অন্তর্ভুক্তিমূলক কর্মসূচিতে (ডিইআই) নিয়োজিত সামরিক কর্মকর্তাদের বরখাস্ত করার প্রকল্পের অংশ বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে ভয়াবহ বন্যা ও ঝড়ে ৯ জনের মৃত্যু
স্থানীয় সময় শুক্রবার নিজের মালিকানাধীন সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্টে জেনারেল চার্লস কিউ ব্রাউনকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে ৪০ বছরে সেবা দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন ট্রাম্প। এ সময়কে ব্রাউনকে তিনি একজন ভদ্রলোক ও অসাধারণ নেতা হিসেবে অভিহিত করে তাকে ও তার পরিবারকে শুভকামনা জানান।
ট্রাম্প লেখেন, ‘আমি প্রতিরক্ষামন্ত্রী হেগসেথকে আরও পাঁচজন উচ্চপদস্থ কর্মকর্তার মনোনয়ন চূড়ান্ত করতে নির্দেশনা দিয়েছি। যেগুলো খুব দ্রুতই ঘোষণা করা হবে।’
যুক্তরাষ্ট্রে আলোচিত কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের পুলিশি হত্যার পর ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনে প্রকাশ্য সমর্থন দেওয়ায় ব্রাউন সামরিক বাহিনীতে লক্ষ্যবস্তু হয়। সামাজিক ন্যায়বিচার, বর্ণবাদ ও বৈষম্যবিরোধী আন্দোলনে সামারিক বাহিনীর কর্মকর্তাদের অংশগ্রহণের বিরোধীতাকারী ট্রাম্প প্রশাসন।
পেন্টাগন আগামী সপ্তাহ থেকে ৫ হাজার ৪০০ জন বেসামরিক প্রবেশনারি কর্মী ছাঁটাই করার পাশাপাশি আগামী বছর বাতিল করা যেতে পারে এমন ৫০ বিলিয়ন ডলার মূল্যের কর্মসূচি চিহ্নিত করার পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন।
শুক্রবার এক বিবৃতির মাধ্যমে জেনারেল ব্রাউনের পাশাপাশি নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল লিসা ফ্রাঙ্কচেট্টি ও বিমান বাহিনীর উপপ্রধান জেনারেল জেমস স্লিফকে বরখাস্তের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।
নৌবাহিনীর প্রধান লিসা ফ্রাঙ্কচেট্টি যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম জয়েন্ট চিফ অব স্টাফ এবং নৌবাহিনীর প্রথম নারী প্রধান ছিলেন।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে ডিমের আকাশছোঁয়া দাম
জানুয়ারি এ সংক্রান্ত একটি শুনানিতেই ব্রাউনকে অপসারণ করার ব্যাপারে শঙ্কা তৈরি হয়। তাকে বরখাস্ত করা প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হেগসেথ বলেন, ‘সব সিনিয়র কর্মকর্তাকে যোগ্যতা, যুদ্ধক্ষমতা ও আইনের আদেশ পালনে তাদের অঙ্গীকারের ভিত্তিতে মূল্যায়ন করা হবে।’ ব্রাউনের মনোযোগ ডিইআই-এ সামরিক দায়িত্বের চেয়ে বেশি বলে অভিযোগ করেছিলেন তিনি।
হেগসেথ এর আগেও ব্রাউনকে লক্ষ্যবস্তু করেছিলেন। নভেম্বরে এক অনুষ্ঠারে তিনি স্পষ্টভাবে বলেন, ‘সবার আগে আপনাকে জয়েন্ট চিফসের চেয়ারম্যানকে বরখাস্ত করতে হবে।’
এছাড়া তার এক বইয়ে কৃষ্ণাঙ্গ হওয়ার কারণেই ব্রাউন এই পদ পেয়েছিলেন কিনা সে বিষয়েও প্রশ্ন তুলেছিলেন হেগসেথ।
৪৮ দিন আগে