নেতা বহিস্কার
চাঁদাবাজির অভিযোগে গাজীপুরে যুবদল নেতা বহিস্কার
ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজির ভিডিও ফুটেজে ভাইরাল হওয়ার পর গাজীপুরের শ্রীপুর উপজেলা যুবদলের এক নেতাকে বহিষ্কার করা হয়েছে।
একটি ভিডিওতে দেখা যায় বিএনপির যুব সংগঠন শ্রীপুর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির আহ্বায়ক জাহাঙ্গীর আলম শনিবার (২২ ফেব্রুয়ারি) গাজীপুরের এমসি বাজারে চাঁদাবাজি করছেন। যা তীব্র সমালোচনার জন্ম দেয়। এর পরই তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়।
তিনি ছাত্রদলের তেলিহাটি ইউনিয়ন শাখার সাবেক সদস্য সম্পাদক এবং ইউনিয়নের মুলাইদ গ্রামের নুরু বেপারীর ছেলে।
আরও পড়ুন: চাঁদাবাজির অভিযোগে কোম্পানীগঞ্জ থানার ১৩ পুলিশ সদস্য ক্লোজড
গাজীপুর জেলা যুবদলের আহ্বায়ক আতাউর রহমান মোল্লা জানান, শনিবার রাতে যুবদলের নির্বাহী কমিটি তাকে সাময়িক বরখাস্ত করেছে এবং তার দল এ ধরনের কর্মকাণ্ডকে কখনোই সমর্থন করে না।
ভিডিও ফুটেজে তাকে বলতে শোনা যায়, 'এখন থেকে আমি যতদিন বেঁচে আছি ততদিন এমসিবাজার আমার নিয়ন্ত্রণে থাকবে। এখন থেকে আমার লোকেরা খাজনা (চাঁদাবাজি) সংগ্রহ করতে শুরু করবে। কেউ বাধা দিলে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে। কেউ বাজার ইজারা দিয়েছে কিনা তাতে আমার কিছু যায় আসে না। এখন থেকে আমার লোকজন টাকা আদায় করবে।’
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ব্যবসায়ী জানান, শনিবার দুপুরে মাথায় লাল ফিতা বেঁধে ও গামছা দিয়ে মুখ ঢেকে জাহাঙ্গীর ও তার ৫০ থেকে ৬০ জন সহযোগী বাজারে ঢুকে চাপাতি উঁচিয়ে ব্যবসায়ীদের কাছে টাকা দাবি করে।
আরও পড়ুন: ফেনীতে চাঁদাবাজির অভিযোগে দুই পুলিশ সদস্য প্রত্যাহার
অনেক ব্যবসায়ী আতঙ্কে বাজার ছেড়ে পালিয়ে গেছেন এবং কেউ কেউ চাহিদা অনুযায়ী টাকা পরিশোধ করেছেন বলে জানান তারা।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল জানান, ব্যবসায়ীদের টাকা দিতে বাধ্য করা হয়েছে। তাদের গ্রেপ্তারে তাদের একাধিক টিম কাজ করছে।
৬৮ দিন আগে