অসৎ গোষ্ঠী
অসৎ গোষ্ঠীর উসকানিতে কক্সবাজার বিমান ঘাঁটিতে হামলা: আইএসপিআর
অসৎ উদ্দেশ্যপ্রণোদিত গোষ্ঠীর উসকানিতে দুর্বৃত্তরা বিমান বাহিনীর সদস্যদের দিকে ইট ও পাথর নিক্ষেপ করেছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর)।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।
এতে বলা হয়, বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজারে একটি তল্লাশি চৌকিতে বাকবিতণ্ডার পর স্থানীয় একদল বাসিন্দা ঘাঁটিতে হামলা চালালে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিয়াম স্কুলের কাছে বিমান বাহিনীর একটি চেকপয়েন্টে স্থানীয় এক ব্যক্তিকে থামানো হয় এবং তার মোটরসাইকেলের যথাযথ কাগজপত্র না থাকায় তাকে বিমান বাহিনীর প্রভোস্ট জিজ্ঞাসাবাদের জন্য ঘাঁটির ভেতরে নিয়ে যায়।
এর কিছুক্ষণ পরই সমিতি পাড়ার প্রায় ২০০ বা তারও বেশি বাসিন্দা ঘাঁটির কাছে জড়ো হলে বিমান বাহিনীর সদস্যদের সঙ্গে সংঘর্ষ বাধে।
বিবৃতিতে বলা হয়, হামলায় একজন কর্মকর্তাসহ বিমান বাহিনীর চার সদস্য আহত হয়েছেন। এ সময় শিহাব কবির নাহিদ নামে স্থানীয় এক যুবককে বিমান বাহিনীর গাড়িতে করে হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ স্থাপনাটি রক্ষার জন্য বিমান বাহিনীর সদস্যরা স্ট্যান্ডার্ড 'রুলস অব এনগেজমেন্ট' অনুযায়ী ফাঁকা গুলি ছোড়েন। তবে আইএসপিআর স্পষ্টভাবে জানিয়েছে, বিক্ষোভকারীদের বিরুদ্ধে কোনো তাজা গোলাবারুদ ব্যবহার করা হয়নি।
বিমান বাহিনীর সদস্যরা নাহিদকে গুলি করেছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত অভিযোগের বিষয়টিও 'সম্পূর্ণ মিথ্যা' বলে দাবি করেছে আইএসপিআর।
আরও পড়ুন: কক্সবাজার বিমান ঘাঁটিতে অতর্কিত হামলা: আইএসপিআর
আইএসপিআর জোর দিয়ে বলেছে, বুলেটের খোসাগুলোর বহুল প্রচারিত চিত্রগুলো বিশ্লেষণ করে প্রমাণিত হয়েছে যে সেগুলো ফাঁকাগুলির, যা প্রাণঘাতী নয় এবং কেবল শব্দ তৈরি করে। বাংলাদেশ বিমান বাহিনী মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।
আইএসপিআর আরও জানিয়েছে, কিছু অনলাইন নিউজ পোর্টাল ও সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে ঘাঁটির আনুষ্ঠানিক নাম 'বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি শেখ হাসিনা' ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।
এতে বলা হয়, ২০২১ সালের ২ ডিসেম্বর সরকারি গেজেটের মাধ্যমে এই ঘাঁটির নাম আনুষ্ঠানিকভাবে 'বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজার' রাখা হয় এবং নাম অপরিবর্তিত রয়েছে।
৩৩ দিন আগে