দোয়া অনুষ্ঠান
জাতীয় শহীদ সেনা দিবসে দোয়া মাহফিল করবে বিএনপি
বিডিআর বিদ্রোহে নিহতদের স্মরণে জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে ঢাকাসহ সারা দেশে দোয়া মাহফিলে আয়োজন করবে বিএনপি।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।
তিনি বলেন, ‘প্রতি বছর ২৫ ফেব্রুয়ারি বিএনপি শহীদদের গভীর শ্রদ্ধায় স্মরণ করে। এ বছর সরকার জাতীয় শহীদ সেনা দিবস পালনের ঘোষণা দিয়েছে। এই দিবসটি জাতীয়ভাবে পালনের সরকারি ঘোষণাকে বিএনপি সমর্থন করে।’
কর্মসূচির মধ্যে রয়েছে সকালে বনানী সেনা কবরস্থানে শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিল এবং বিকাল সাড়ে ৩টায় রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা।
সারা দেশে জেলা ও মেট্রোপলিটন এলাকায় অনুরূপ কর্মসূচি পালন করা হবে বলেও জানান রিজভী।
বিএনপির এই নেতা বলেন, 'বিডিআর বিদ্রোহ নিয়ে সেনা তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়নি, কিন্তু সে সময়ের প্রতিবেদন থেকে পরিষ্কারভাবে ইঙ্গিত পাওয়া যায় যে, ক্ষমতাসীনরা এবং তাদের আন্তর্জাতিক প্রভুরা এই নৃশংস হত্যাযজ্ঞের সঙ্গে জড়িত থাকতে পারেন। অনেক প্রমাণ ধ্বংস করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশকে পঙ্গু করতে এবং দেশে গড়ে ওঠা শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করতে নানা ষড়যন্ত্র করা হয়েছে। সেই ষড়যন্ত্রের অংশ হিসেবেই ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি এই গণহত্যা চালানো হয়।’
সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, কেন্দ্রীয় নেতা শিরিন সুলতানা, হেলেন জেরিন খান, মুনির হোসেন, আমিরুল ইসলাম খান আলীম প্রমুখ উপস্থিত ছিলেন।
রবিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। এতে উল্লেখ করা হয়, প্রতিবছর ২৫ ফেব্রুয়ারি জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে পালিত হবে, তবে তাতে সরকারি ছুটি থাকবে না। দিনটি ‘ক্যাটাগরি সি’ ছুটির দিন হিসাবে শ্রেণিবদ্ধ করা হবে। পরিপত্রে এ সিদ্ধান্ত যথাযথভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে অনুরোধ করা হয়।
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ফলে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জন নিহত হন। ঘটনাটি আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপকভাবে আলোচিত হয়েছিল।
আরও পড়ুন: জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া এখন প্রধান কাজ: তারেক
২৭ দিন আগে