ক্যাবল অপারেটর
চট্টগ্রামে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ক্যাবল অপারেটর নিহত
চট্টগ্রাম মহানগরীর চকবাজার এলাকায় ব্যবসায়িক বিরোধের জেরে ছুরিকাঘাতে সৌরভ খান সোহাগ (২৩) নামে এক ক্যাবল অপরেটর (ডিস লাইন) নিহত হয়েছেন।মঙ্গলবার (১২ জুলাই) বেলা ১২টার দিকে মৌসুমি আবাসিক মোড়ে শিশু কবরস্থান লাল গেইটের সামনে রাস্তার ওপর এ ঘটনা ঘটে।নিহত সৌরভ চকবাজার থানা এলাকার ফরিদ ম্যানশন ডিসি রোডের একরাম জমিদারের ভাড়া বাসায় বসবাস করতেন।তিনি কোতোয়ালি থানা এলাকার দেওয়ান বাজার মাসুদা ঝর্না এলাকার নুরুল ইসলাম সওদাগর বাড়ির হারুনুর রশিদের ছেলে।
আরও পড়ুন: চট্টগ্রামে অটোরিকশায় বাসের ধাক্কায় নিহত ৭, আহত ৬পরিবারের দাবি সৌরভ খান সোহাগ একজন ক্যাবল অপারেটর। ব্যবসায়িক বিরোধের জের ধরে দুপুরে একই এলাকার সাকিব ও শফিক তাকে ছুরিকাঘাতে গুরুতর আহত করে। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তিনি মারা যান।নিহতের বাবা হারুনুর রশিদ জানান, ‘আমার ছেলে সহজ সরল, শফিক তার স্ত্রীসহ ছেলে সাকিবকে নিয়ে এলোপাথারি ছুরিকাঘাত করে আমার ছেলেকে হত্যা করে।’বিষযটি নিশ্চিত করেছেন চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস জাহান। তিনি বলেন, ছুরিকাঘাতে একজনের মৃত্যু হয়েছে শুনেছি। বিস্তারিত পরে জানাতে পারবো।সিএমপির পাঁচলাইশ থানা পুলিশের ওসি (তদন্ত) সাদিকুর রহমান বলেন, বেলা সাড়ে ১২টার দিকে চমেক জরুরি বিভাগে চকবাজার থেকে আহত অবস্থায় এক যুবককে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্বজনরা জানিয়েছে, পূর্ব শত্রুতার জের ধরে মৌসুমি আবাসিক মোড়ে দু’পক্ষের সংঘর্ষ হয়। সেখানে ছুরিকাঘাতে সৌরভ খান সোহাগ আহত হন। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: চট্টগ্রামে ইয়াবা উদ্ধার, পুলিশ কনস্টেবলসহ গ্রেপ্তার ৪
২ বছর আগে
ক্যাবল অপারেটরদের কারণে বছরে ১০-১২ হাজার কোটি টাকা ক্ষতি: মন্ত্রী
ক্যাবল অপারেটর জিজিটালাইজড না হওয়ায় সরকার প্রতিবছর ১০ থেকে ১২ হাজার কোটি টাকা রাজস্ব হারাচ্ছে বলে রবিবার জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
৪ বছর আগে