শেওড়াপাড়া কাঁচাবাজার
মধ্যরাতে শেওড়াপাড়া কাঁচাবাজারে আগুন, অধিকাংশ দোকান ভস্মীভূত
রাজধানীর মিরপুরের শেওড়াপাড়া কাঁচাবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এ ঘটনায় ওই বাজারের অধিকাংশ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। পরে ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টা ৪২ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
এ বিষয়ে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার রাকিবুল ইসলাম জানান, শেওড়াপাড়া মেট্রো স্টেশনের পাশে বেগম রোকেয়া সরণির ওই মার্কেটের একটি দোকানে আগুনের সূত্রপাত হয়।
তিনি বলেন, ‘খবর পেয়ে প্রথমে ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও ৪টি এবং এরপর আরও একটি ইউনিট যোগ দেয়। মোট ৮টি ইউনিটের ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।’
ভোর ৫টা ৫০ মিনিটে আগুন পুরোপুরি নিভিয়ে ফেলা হয় বলে জানান তিনি। তবে আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির নির্দিষ্ট পরিমাণ এখনও জানা যায়নি।
মার্কেটের অধিকাংশ দোকান পুড়ে যাওয়ায় বিপুল আর্থিক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
স্থানীয় বাসিন্দা হারুনুর রশিদ জানান, ‘মাঝরাতে ঘর ধোঁয়ায় ভরে গেলে আমাদের সবার ঘুম ভেঙে যায়। পরে বের হয়ে দেখি মার্কেটে দাউ দাউ করে আগুন জ্বলছে।’
আগুনে একটি ছয়তলা ভবনের নিচতলায় অবস্থিত কয়েকটি দোকানও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান তিনি।
৩১ দিন আগে