ইসকো
রিয়ালকে হারিয়ে বিপদ বাড়িয়ে দিল বেতিস
বার্সেলোনার সঙ্গে ব্যবধান বাড়িয়ে তিন পয়েন্টে এগিয়ে যাওয়ার লক্ষ্যে বেতিসের মাঠে খেলতে নেমেছিল রিয়াল মাদ্রিদ। তবে শুরতে এগিয়ে গিয়েও ধারহীন পারফরম্যান্সে ম্যাচটি হেরে তিন পয়েন্ট তো খুইয়েছেই, উল্টো বার্সেলোনা ও আতলেতিকো মাদ্রিদকে আগে চলে যাওয়ার সুযোগ করে দিয়েছে কার্লো আনচেলত্তির দল।
আন্দালুসিয়ার বেনিতো ভিয়ামারিন স্টেডিয়ামে শনিবার (১ মার্চ) লা লিগার ২৬তম রাউন্ডের ম্যাচটি রিয়াল বেতিসের বিপক্ষে ২-১ গোলে হেরে গেছে রিয়াল মাদ্রিদ।
এই হারে ফের তিনে নেমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে গতবারের শিরোপাজয়ীদের। হারের ফলে ২৬ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে এখনও বার্সেলোনার সঙ্গে পয়েন্ট সমতায় দুইয়ে আছে রিয়াল, তবে আগামীকাল নিজেদের ম্যাচটি জিতে তাদের চেয়ে তিন পয়েন্টে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে বার্সেলোনার। এছাড়া, ৫৩ পয়েন্ট নিয়ে তিনে থাকা আতলেতিকো মাদ্রিদের সামনেও সুযোগ এসেছে দুইয়ে ওঠার। নিজেদের ম্যাচটি জিতে তারাও নগর প্রতিদ্বন্দ্বীদের চেয়ে দুই পয়েন্ট এগিয়ে যেতে পারে।
নিজেদের ম্যাচে চারে থাকা আথলেতিক বিলবাউয়ের বিপক্ষে কিছুক্ষণের মধ্যেই মাঠে নামবে দিয়েগো সিমিওনের শিষ্যরা।
আরও পড়ুন:আট গোলের থ্রিলারে শেষ হাসি আতলেতিকো মাদ্রিদের
বেতিসের বিপক্ষে ম্যাচের শুরুতেই গোল করে দলকে এগিয়ে নেন ব্রাহিম দিয়াস। কিন্তু দুই অর্ধে দুই গোল খেয়ে পিছিয়ে পড়ে রিয়াল মাদ্রিদ, যা থেকে পরে আর ঘুরে দাাঁড়ানো সম্ভব হয়নি দলটির।
বেনিতো ভিয়ামারিনে এদিন সাবধানি শুরু করে দুদলই। যথেষ্ট সতর্কতার সঙ্গে গোলের সুযোগ তৈরির চেষ্টা করায় কিছুটা ধীরগতিতে শুরু হয় খেলা। তবে দশম মিনিটে চকিতে আক্রমণে উঠে গোল পেয়ে যায় রিয়াল মাদ্রিদ। অবশ্য এই গোলে অ্যাসিস্টের জন্য ফেরলঁ মদিঁর নাম থাকলেও মূল কারিগর ছিলেন তারই জাতীয় দলের সতীর্থ কিলিয়ান এমবাপ্পে।
সতীর্থের কাছ থেকে বল পেয়ে বেতিসের বক্সের কিছুটা ওপর থেকে প্রতিপক্ষের চ্যালেঞ্জ সামলে বক্সের মধ্যে বাঁ দিকে অসাধারণ এক পাস বাড়ান এমবাপ্পে। এরপর ছুটে গিয়ে বল ধরে গোলমুখে ক্রস দেন মদিঁ, আর ট্যাপ-ইনে বল ঠিকানায় পাঠিয়ে দেন বেলিংহ্যামের নিষেধাজ্ঞায় তার পজিশনে একাদশে সুযোগ পাওয়া দিয়াস।
৪৭ দিন আগে