নারী শ্রমিক
আত্মহত্যার ঘটনাটি বিভ্রান্তিমূলকভাবে ছড়ানো হয়েছে: প্যানারোমা কর্তৃপক্ষ
গাজীপুরে প্যানারোমা অ্যাপারেলস লিমিটেড কারখানায় এক নারী শ্রমিক পারিবারিক অশান্তির জেরে আত্মহত্যার ঘটনাটি বিভ্রান্তিমূলকভাবে ছড়িয়ে সড়ক অবরোধ ও অগ্নিসংযোগ করা হয়েছে বলে দাবি করেছে কর্তৃপক্ষ।
মঙ্গলবার (৪ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানিয়েছে প্যানারোমা অ্যাপারেলস লিমিটেড কর্তৃপক্ষ।
বিবৃতিতে ওই নারী শ্রমিকের মৃত্যুতে শোক প্রকাশ করে তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে কর্তৃপক্ষ। পাশাপাশি ঘটনার সঠিক তদন্তে তাদের পূর্ণ সমর্থন রয়েছে বলে জানানো হয়েছে। এছাড়া প্রয়োজনীয় ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীকে সম্পূর্ণ সহযোগিতা করতে কর্তৃপক্ষ প্রস্তুত রয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।
তবে ছুটি মঞ্জুর না করার কারণে ওই আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে বিবৃতিতে দাবি করেছে প্যানারোমা কর্তৃপক্ষ। শুধু তা-ই নয়, ঘটনাটির তদন্ত চলমান রয়েছে উল্লেখ করে বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।
আরও পড়ুন: গাজীপুরে ছুটি না পেয়ে অসুস্থ শ্রমিকের মৃত্যুর অভিযোগ, যানবাহনে আগুন
প্রসঙ্গত, গত রবিবার (২ মার্চ) আফছানা আক্তার (২৯) নামে প্যানারোমা অ্যাপারেলস লিমিটেডের সুইং শাখার এক জুনিয়র অপারেটর বেলা দেড়টার দিকে ওই কারখানার ছাদ থেকে পড়ে নিহত হন। এ ঘটনায় নিহতের মা নাজমা বাদী হয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানায় আফছানার স্বামী হৃদয় খান ওরফে মল্লিক মিয়াকে (৩০) আসামি করে মামলা করেন।
মল্লিক মিয়া বিভিন্ন সময় আফছানাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন বলে মামলায় উল্লেখ করা হয়।
নিহত আফছানা ২ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। শারীরিক দূর্বলতার কারণে তিনি চাকরি না করার কথা জানালে তার স্বামীর সঙ্গে অশান্তি শুরু হয়। এরপর তাকে মারধর করা হয় বলেও মামলার বিবরণীতে উল্লেখ করে বলা হয়েছে, স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরেই কারখানার ছাদ থেকে লাফ দিয়ে ওই নারী (আফছানা) আত্মহত্যা করেছেন।
পুলিশ জানায়, বাসন থানা পুলিশকে খবর দেওয়ার পর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করার পর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এদিকে, ঘটনার পরদিন গতকাল (সোমবার) সকালে আফছানার মৃত্যুকে কেন্দ্র করে প্যানোরামা অ্যাপারেলসের দিকে অভিযোগের আঙুল তুলে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন কারখানার শ্রমিকরা। তাদের অভিযোগ ছিল, আফছানা আক্তার অসুস্থ হয়ে কারখানা থেকে ছুটি না পেয়ে আত্মহত্যা করেছেন।
বিক্ষোভের একপর্যায়ে কয়েকটি মোটরসাইকেল, একটি প্রাইভেটকার ও কারখানার ওয়েস্টেজ মালামালের গুদামে আগুন ধরিয়ে দেয় আন্দোলনকারীরা। পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভান এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি স্বাভাবিক করেন।
৪০ দিন আগে