২৫ দোকান
চাঁদপুরে মার্কেটে অগ্নিকাণ্ড: ২৫ দোকান ভস্মীভূত, আহত ২০
চাঁদপুরের হাইমচর উপজেলার ভিংগুলিয়া এলাকায় একটি মার্কেটে অগ্নিকাণ্ডে ২৫টি দোকান পুড়ে গেছে। এ সময় আগুন নেভানোর চেষ্টায় অন্তত ২০ জন আহত হয়েছেন।
সোমবার (৩ মার্চ) দিবাগত রাতে ভিংগুলিয়া এলাকায় কে ভি এন হাই স্কুলের সামনের মার্কেটে এই অগ্নিকাণ্ড ঘটে। এত সময় মুদি দোকান, রেস্তোরাঁ, সেলুন ও কাঠের দোকান পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ওমর ফারুক ইউএনবিকে বলেন, ‘দোকানে রোজা ও ঈদকে সামনে রেখে প্রায় ৩০ লাখ টাকার মালামাল ছিল। টাকা পয়সাও ছিলো। আগুনে সবই শেষ। অন্য ব্যবসায়ীদেরও একই অবস্থা।’
তিনি বলেন, ‘মার্কেটের দোকানগুলো টিনশেডের তৈরি, তাই আগুন দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়ে।’
এ ঘটনায় প্রায় ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন এই ব্যবসায়ী।
আরও পড়ুন: মতলব বাজারে অগ্নিকাণ্ডে ১৫ দোকান ভস্মীভূত, আহত ১৫
হাইমচর ফায়ার স্টেশন অফিসার রতন শেখের নেতৃত্বে হাইমচর ফায়ার স্টেশনের ফাইটাররা দ্রুত ঘটনা স্থলে পৌঁছে দেড় ঘণ্টার চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়।
রতন শেখ ইউএনবিকে বলেন, ‘আগুনের সুত্রপাত কীভাবে, তা এখনও জানা যায়নি। তবে ফারুকসহ অন্য ব্যবসায়ীদের ধারণা, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে।
৪৪ দিন আগে