পুঁজিবাজার নিয়ন্ত্রকসংস্থা
বিএসইসির কর্মকর্তাদের অকথ্য ভাষায় গালাগালি এবং লাঞ্ছনার অভিযোগ
পুঁজিবাজার নিয়ন্ত্রকসংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) উচ্চপদস্থ কর্মকর্তাদের অকথ্য ভাষায় গালাগালি এবং লাঞ্ছনার অভিযোগ উঠেছে খোদ প্রতিষ্ঠানটির অন্যান্য কর্মকর্তাদের বিরুদ্ধে।
বিএসইসির নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে ওএসডি এবং পরবর্তীতে অবসরে পাঠানোর সিদ্ধান্তের প্রতিবাদে প্রতিষ্ঠানটির একদল কর্মকর্তা সকাল থেকে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান, কমিশনার এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাদের দুপুর পর্যন্ত অবরুদ্ধ করে রাখে। তারা কমিশনের চেয়ারম্যান রাশেদ মাকসুদের পদত্যাগের পাশাপাশি সাইফুর রহমানকে স্বপদে বহালের দাবি জানান।
পরবর্তীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহয়তায় কর্মকর্তাদের বের করে আনা হয়। বুধবার সন্ধ্যায় (৫ মার্চ) বিএসইসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে ২৫ বছর চাকরি সমাপ্ত করায় বিধি মোতাবেক সাইফুর রহমানকে মঙ্গলবার (৪ মার্চ) অবসর প্রদান করা হয়। এই সিদ্ধান্ত মেনে না নিয়ে কিছু উশৃঙ্খল কর্মকর্তা বিএসইসির চেয়ারম্যান এবং কমিশনারদের বোর্ড রুমে চলমান সভায় জোরপূর্বক প্রবেশ করে তাদের অবরূদ্ধ করে। তারা কমিশন মূল ফটকে তালা দেয়, সিসি ক্যামেরা বন্ধ করে এবং বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে অরাজক এবং ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করে।
বিজ্ঞপ্তিতে বিএসইসির পক্ষ থেকে বলা হয়, আন্দোলনকারীরা অবরুদ্ধ কর্মকর্তাদের অকথ্য ভাষায় গালাগালি করে ও পেশি শক্তি প্রদর্শন করে। এছাড়া তারা চেয়ারম্যানের সদ্য যোগ দেয়া ব্যক্তিগত সচিবকে লাঞ্ছিত করে। চার ঘন্টা অবরুদ্ধ থাকার পর প্রথমে পুলিশ এবং পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
আরও পড়ুন: বিনিয়োগকারীদের বাজার বিমুখের ব্যাখ্যা দিল বিএসইসি
বিগত দিনের পুঁজিবাজাররের বিভিন্ন অনিয়ম অনুসন্ধানে বিএসইসি একটি তদন্ত কমিটি গঠন করে ১২ টি লিস্টেড কোম্পানির বিভিন্ন অনিয়ম তদন্ত করে। এ পর্যন্ত তদন্ত কমিটি ৭টি তদন্ত রিপোর্ট জমা দিয়েছে। এর ভিত্তিতে অভিযোগ গঠনের প্রক্রিয়া চলমান, যার আওতায় রয়েছে পুঁজিবাজারের বিভিন্ন প্রতিষ্ঠান এবং বিএসইসির কিছু কর্মকর্তা। এদের ইন্ধনেই এমন ঘটনার সূত্রপাত হয়েছে বলে বিএসইসির পক্ষ থেকে দাবি করা হয়।
বর্তমান কমিশন পুঁজিবাজারের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ায় বিএসইসির কিছু উশৃঙ্খল কর্মকর্তা এবং কর্মচারী এ অপ্রীতিকর ঘটনার সৃষ্টি করেছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
৩৩ দিন আগে