গাজা
গাজায় ইসরায়েলি অভিযানে ৩৩ জিম্মি নিহত: হামাস
সোমবার গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক অভিযানে ৩৩ জন ইসরায়েলি জিম্মির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে হামাস। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন আরও কয়েকজন।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর 'একগুঁয়েমি ও অব্যাহত আগ্রাসন বন্দিদের মৃত্যুর সংখ্যা বাড়িয়ে তুলছে' বলে মন্তব্য করেছে হামাস।
নেতানিয়াহুর উদ্দেশে হামাস এক বক্তব্যে বলে, 'উন্মত্ত যুদ্ধ' অব্যাহত থাকলে 'আপনি আপনার বন্দিদের চিরতরে হারাতে পারেন। খুব দেরি হওয়ার আগেই ব্যবস্থা নিন।’
হামাসের সামরিক শাখা আল-কাসসাম ব্রিগেড শনিবার গাজায় এক ইসরায়েলি বন্দিকে আটক রাখার একটি ভিডিও প্রকাশ করে। ওই নাগরিকের মার্কিন নাগরিকত্বও রয়েছে। এর দু'দিন পরে হামাসের এই ভিডিও এসেছিল।
আরও পড়ুন: উত্তর গাজায় ১৫ ইসরায়েলি সেনাকে হত্যার দাবি হামাসের
এডান আলেকজান্ডার বলেন, তাকে ৪২০ দিনেরও বেশি সময় ধরে বন্দি করে রাখা হয়েছিল। ইসরায়েলি সরকার ও যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি গাজার বাকি বন্দিদের মুক্তি নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
একজন ইসরায়েলি-আমেরিকান সৈন্য আগে গাজায় জিম্মি ছিল বলে মনে করা হতো। সোমবার ইসরায়েলি সেনাবাহিনী ঘোষণা দেয়, এখন তাকে মৃত মনে করা হচ্ছে।
এক বিবৃতিতে সেনাবাহিনী ওই সেনাকে ক্যাপ্টেন ওমর ম্যাক্সিম নিউট্রা (২১) বলে শনাক্ত করেছে। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের অতর্কিত হামলায় নিহত হয় তিনি। এতে আরও বলা হয়, তার মরদেহ গাজায় হামাস আটকে রেখেছে।
ইসরায়েলি সেনাবাহিনী জানায়, নিউইয়র্কে জন্মগ্রহণকারী নিউট্রা ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীতে তালিকাভুক্ত হন এবং ৭৭তম ব্যাটালিয়নে ট্যাংক প্লাটুন কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন।
২০২৩ সালের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েল সীমান্তে হামাস আক্রমণ করে। সে সময় প্রায় ১,২০০ মানুষ নিহত এবং প্রায় ২৫০ জনকে জিম্মি করা হয়েছিল। এর প্রতিশোধ নিতে ইসরায়েল গাজায় হামাসের ওপর আক্রমণ চালায়।
গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪৪ হাজার ৪৬৬ জনে দাঁড়িয়েছে বলে সোমবার এক বিবৃতিতে জানিয়েছে গাজাভিত্তিক স্বাস্থ্য কর্তৃপক্ষ।
হামাস পরিচালিত গাজা সরকারের গণমাধ্যম কার্যালয় জানায়, গত ৫ অক্টোবর গাজার উত্তরাঞ্চলে ইসরায়েল সামরিক অভিযান জোরদার করার পর থেকে এ পর্যন্ত ৩ হাজার ৭০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত বা নিখোঁজ হয়েছেন।
আরও পড়ুন: নেদারল্যান্ডসে ইসরায়েলি ফুটবল সমর্থকদের ওপর হামলা
১ সপ্তাহ আগে
গাজায় যুদ্ধবিরতি প্রস্তাবে ভেটো দিল যুক্তরাষ্ট্র
গাজায় ইসরায়েল-হামাসের চলমান যুদ্ধ বন্ধে অবিলম্বে যুদ্ধবিরতির দাবিতে জাতিসংঘের একটি প্রস্তাবে ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। আমেরিকা বলেছে, বুধবারের (২০ নভেম্বর) উত্থাপিত প্রস্তাবটিতে হামাসের হাতে এখনও আটক ইসরায়েলি জিম্মিদের তাৎক্ষণিক মুক্তির বিষয়টি নেই।
এদিকে লেবাননে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি চুক্তিতে অগ্রগতির লক্ষণ দেখা যাচ্ছে। তবে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, তার দেশ যুদ্ধ বন্ধের যেকোনো চুক্তিতে হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক পদক্ষেপের অধিকার চায়।
লেবাননের সরকার সম্ভবত এ ধরনের যেকোনো দাবিকে তার দেশের সার্বভৌমত্বের লঙ্ঘন হিসেবে দেখবে।, যা ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সেপ্টেম্বর থেকে এক বছরেরও বেশি সময় ধরে চলা সর্বাত্মক যুদ্ধের অবসানের প্রচেষ্টাকে জটিল করে তুলবে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, লেবাননে ইসরায়েলি বিমান হামলা ও স্থল যুদ্ধে সাড়ে তিন হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। আর আহত হয়েছেন আরও অন্তত ১৫ হাজার মানুষ। যুদ্ধের কারণে প্রায় ১২ লাখ মানুষ বা লেবাননের মোট জনসংখ্যার এক-চতুর্থাংশ বাস্তুচ্যুত হয়েছেন।
অন্যদিকে রকেট, ড্রোন ও ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলের ৮৭ সেনা ও ৫০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের অভিযানের পরদিন থেকেই ইসরায়েলে গোলাবর্ষণ শুরু করে হিজবুল্লাহ।
গাজা উপত্যকায় ইসরাইলের প্রতিশোধমূলক যুদ্ধে প্রায় ৪৪ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ। ৭ অক্টোবরের হামাসের ওই হামলায় ইসরায়েলে প্রায় ১২০০ মানুষ নিহত হয়, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক এবং আরও ২৫০ জনকে অপহরণ করা হয়। গাজার অভ্যন্তরে প্রায় ১০০ জন ইসরায়েলি জিম্মি রয়েছে। যাদের অন্তত এক তৃতীয়াংশ নিহত বলে ধারণা করা হচ্ছে।
আরও পড়ুন: গাজায় ত্রাণের ট্রাক লুট, ২০ জনকে হত্যা করেছে হামাস
৩ সপ্তাহ আগে
গাজায় সাহায্য ও ইউক্রেন যুদ্ধ সমাধানের আহ্বান জি২০ সম্মেলনে
দারিদ্র্য ও ক্ষুধা মোকাবিলার জন্য বৈশ্বিক চুক্তি, যুদ্ধ-বিধ্বস্ত গাজা অঞ্চলে আরও সহায়তা দান এবং মধ্যপ্রাচ্য ও ইউক্রেনে যুদ্ধের অবসানের আহ্বান জানিয়েছেন বিশ্বের ২০টি প্রধান অর্থনীতির দেশের নেতারা।
সোমবার এ বিষয়ে একটি যৌথ ঘোষণা জারি করেন তারা। তবে, এই ঘোষণাকে সাধারণ দিক-নির্দেশনা বলা যায়, এসব লক্ষ্য অর্জনের জন্য নির্দিষ্ট কৌশল বা বিস্তারিত কোনো পরিকল্পনা উপস্থাপন করা হয়নি এতে।
যৌথ বিবৃতিতে জোট সদস্যরা সমর্থন করলেও সম্পূর্ণ ঐকমত্য অর্জন করা যায়নি। এতে ভবিষ্যতে বিলিওনিয়ারদের ওপর একটি বৈশ্বিক কর আরোপ এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্যের বাইরেও সদস্য সংখ্যা বৃদ্ধির জন্য সংস্কারের আহ্বান জানানো হয়েছে।
তিন দিনের এ বৈঠকে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা সমবেত নেতাদের নিয়ে কোনো সমঝোতায় পৌঁছাতে পারবেন কি না-তা নিয়ে বিশেষজ্ঞরা সন্দেহ প্রকাশ করেন।
প্রাথমিক খসড়ায় কিছু ভাষার বিষয়ে চ্যালেঞ্জ জানায় আর্জেন্টিনা এবং এটিই একমাত্র দেশ যা সম্পূর্ণ ঘোষণায় সমর্থন করেনি।
স্বাধীন রাজনৈতিক পরামর্শক ও ব্রাজিলের সাবেক মন্ত্রী টমাস ট্রমা বলেন, 'যদিও এটি সাধারণ, তবে ব্রাজিলের জন্য এটি ইতিবাচক চমক। এমন সময়ে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে, এ মুহূর্তে কোনো ঘোষণা দেওয়া হবে বলেই আশঙ্কা ছিল। এত সতর্কতা সত্ত্বেও এটা লুলার জন্য ইতিবাচক।’
যুদ্ধের নিন্দা, শান্তির ডাক, কোনো দোষারোপ নয়
ইসরায়েলে ৭ অক্টোবর হামাসের হামলার এক বছরের বেশি সময় পরে এ ঘোষণাপত্রে ‘গাজার বিপর্যয়কর মানবিক পরিস্থিতি এবং লেবাননে উত্তেজনা বৃদ্ধির’ কথা উল্লেখ করা হয়েছে। মানবিক সহায়তা সম্প্রসারণ এবং বেসামরিক নাগরিকদের আরও ভালোভাবে রক্ষা করার জরুরি প্রয়োজনের উপর জোর দেওয়া হয়েছে।
এতে বলা হয়, 'ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি আমরা সমর্থন দিচ্ছি। দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের দৃষ্টিভঙ্গির প্রতি আমাদের অঙ্গীকার অবিচল। অর্থাৎ ইসরায়েল ও ফিলিস্তিনি রাষ্ট্র শান্তিতে পাশাপাশি বসবাস করবে।’
এতে ইসরাইলের দুর্ভোগ বা হামাসের হাতে জিম্মি থাকা ১০০ জনের কথা উল্লেখ করা হয়নি। ইসরায়েল জি-২০ এর সদস্য নয়। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের অভিযানের পর যুদ্ধে গাজায় এ পর্যন্ত ৪৩ হাজারেরও বেশি ফিলিস্তিনি এবং লেবাননে সাড়ে তিন হাজারেরও বেশি লোক নিহত হয়েছে।
ইসরায়েলের দুর্দশার উল্লেখ যে বাদ পড়েছে, তা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের প্রতি ধারাবাহিক সমর্থনের বিপরীতে চলে বলে মনে হয়েছিল। এটি এমন একটি বিষয় যা বাইডেন সর্বদা প্রকাশ্যে উল্লেখ করেন, এমনকি যখন তিনি ফিলিস্তিনিদের ওপর অবহেলার বিষয়েও কথা বলেন। জি২০ নেতাদের সঙ্গে বৈঠকে, ঘোষণা চূড়ান্ত করার আগে, বাইডেন বলেন হামাসই এই যুদ্ধের একমাত্র দায়ী এবং তিনি অন্যান্য নেতাদের কাছে হামাসের ওপর চাপ বাড়ানোর আহ্বান জানান; যেন তারা একটি যুদ্ধবিরতির চুক্তি মেনে নেয়।
ইউক্রেনকে আরও গভীরভাবে রাশিয়ার ভেতরে আঘাত হানতে মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা শিথিল করার বিষয়ে বাইডেনের সিদ্ধান্তও এই বৈঠকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
সম্মেলনে বাইডেন বলেন, ‘যুক্তরাষ্ট্র দৃঢ়ভাবে ইউক্রেনের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতাকে সমর্থন করে। আমার মতে, এই টেবিলের চারপাশে বসা সবারই এভাবে সমর্থন করা উচিত।’
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৈঠকে উপস্থিত হননি। তার পররাষ্ট্র মন্ত্রী সেরগেই লাভরভকে পাঠিয়েছেন। আন্তর্জাতিক অপরাধ আদালত তাকে গ্রেপ্তার করতে সদস্য রাষ্ট্রগুলোকে বাধ্য করার পর থেকে পুতিন এসব সম্মেলন এড়িয়ে চলছেন।
জি২০ ঘোষণাপত্রে ইউক্রেনে মানবিক বিপর্যয়ের উল্লেখ করা হয়েছে এবং শান্তির আহ্বান জানানো হয়েছে। তবে সেখানে রাশিয়ার নাম উল্লেখ করা হয়নি।
রিও ডি জেনেইরোর স্টেট ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক পাওলো ভেলাসকো বলেন, ‘ঘোষণাটি দোষীদের প্রতি আঙুল তোলার বিষয়টি এড়িয়ে গেছে। অর্থাৎ, এতে ইসরায়েল বা রাশিয়ার সমালোচনামূলক কোনো উল্লেখ নেই। তবে উভয় ক্ষেত্রেই মানবিক সংকটের ওপর জোর দেওয়া হয়েছে।’
পুরো ঘোষণাপত্রটি স্পষ্টতার অভাবে ভুগছে বলেও মন্তব্য করেন ভেলাসকো।
তিনি বলেন, ‘এটি অনেকটাই ব্রাজিলের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। কিন্তু যদি আমরা এটি গভীরভাবে বিশ্লেষণ করি, তাহলে দেখতে পাব এটি মূলত ইচ্ছাপ্রকাশের একটি ঘোষণা। এটি বিভিন্ন বিষয়ে সদিচ্ছার প্রকাশ, তবে এতে খুব কমই সুনির্দিষ্ট, বাস্তবসম্মত পদক্ষেপ রয়েছে।’
বৈশ্বিক বিলিওনিয়ারদের ওপর কর আরোপের উদ্যোগ
ঘোষণায় বৈশ্বিক বিলিওনিয়ারদের ওপর সম্ভাব্য কর আরোপের কথা বলা হয়েছে, যা লুলা সমর্থন করেন। এই ধরনের কর বিশ্বের প্রায় ৩,০০০ ধনী ব্যক্তিকে প্রভাবিত করবে। এর মধ্যে প্রায় ১০০ জন লাতিন আমেরিকায় রয়েছেন।
আর্জেন্টিনার বিরোধিতা সত্ত্বেও এই ধারা অন্তর্ভুক্ত করা হয়েছে। তেমনিভাবে, একটি ধারা লিঙ্গ সমতার প্রসারেও উৎসর্গ করা হয়েছে বলে জানান নাম প্রকাশে অনিচ্ছুক ব্রাজিল এবং অন্য দেশের কর্মকর্তারা।
আর্জেন্টিনার আপত্তি সত্ত্বেও জি২০ ঘোষণায় স্বাক্ষর
আর্জেন্টিনা জি২০ ঘোষণায় স্বাক্ষর করলেও জাতিসংঘের ২০৩০ টেকসই উন্নয়ন এজেন্ডার উল্লেখ নিয়ে আপত্তি জানায়। দেশটির ডানপন্থি প্রেসিডেন্ট জাভিয়ের মিলেই এই এজেন্ডাকে ‘সমাজতান্ত্রিক প্রকৃতির একটি অতিরাষ্ট্রীয় প্রোগ্রাম’ বলে অভিহিত করেছেন। এছাড়া, সামাজিক মাধ্যমে ঘৃণাত্মক বক্তব্য নিয়ন্ত্রণের আহ্বান এবং ক্ষুধা মোকাবিলায় সরকারের ভূমিকা বাড়ানোর প্রস্তাবের বিরোধিতা করেছেন। তিনি এটিকে জাতীয় সার্বভৌমত্বে হস্তক্ষেপ বলে মনে করেন।
মিলেই প্রায়ই বহুপাক্ষিক আলোচনায়, বিশেষ করে তার প্রকাশ্য সমালোচক লুলার নেতৃত্বাধীন বৈঠকে ট্রাম্পের মতো বাধা সৃষ্টিকারীর ভূমিকা পালন করেন।
বৈশ্বিক ক্ষুধা মোকাবিলায় নির্দিষ্ট উদ্যোগ
ঘোষণাপত্রের বড় একটি অংশই ক্ষুধা নির্মূলের ওপর গুরুত্বারোপ করেছে। এটি লুলার অগ্রাধিকার।
ব্রাজিল সরকার বলেছে, ‘ক্ষুধা ও দারিদ্র্যের বিরুদ্ধে বৈশ্বিক জোট’ চালু করা জি২০ ঘোষণার মতোই গুরুত্বপূর্ণ। ব্রাজিলের মতে, এরই মধ্যে ৮২টি দেশ এই পরিকল্পনায় সই করেছে। এই উদ্যোগ রকফেলার ফাউন্ডেশন এবং বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের মতো সংগঠনগুলোর সমর্থন পেয়েছে।
রবিবার রিওর কোপাকাবানা সৈকতে একটি প্রতীকী প্রদর্শনীতে ৭৩৩টি খালি থালা সাজানো হয়েছিল। জাতিসংঘের তথ্য অনুযায়ী ২০২৩ সালে ক্ষুধার্ত ৭৩৩ মিলিয়ন মানুষের প্রতিনিধিত্ব করে এই প্রদর্শনী।
ব্রাজিলের জি২০ সম্মেলনে সভাপতিত্বের ভূমিকার প্রশংসা করেছেন দারিদ্র্যবিরোধী অলাভজনক সংস্থা অক্সফামের একজন পরিচালক ভিভিয়ানা সান্তিয়াগো। চরম বৈষম্য, ক্ষুধা ও জলবায়ু বিপর্যয়ের বিরুদ্ধে লড়াইয়ে মানুষের দাবির প্রতি সাড়া দিতে এবং বিশেষত ধনীদের উপর কর আরোপের বিষয়ে পদক্ষেপ গ্রহণে সন্তুষ্টি প্রকাশ করেছেন তিনি।
এক বিবৃতিতে তিনি বলেন, ‘ব্রাজিল আরও ন্যায়সঙ্গত এবং স্থিতিশীল বিশ্বের পথে আলো দেখিয়েছে। এই সংকটময় মুহূর্তে অন্যদেরও তাদের সঙ্গে যুক্ত হতে চ্যালেঞ্জ আহ্বান জানিয়েছে’
বহু প্রতীক্ষিত জাতিসংঘ সংস্কার
নেতারা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের "রূপান্তরমূলক সংস্কার" নিয়ে কাজ করার প্রতিশ্রুতি দেন। ‘২১ শতকের বাস্তবতা ও চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং আরও প্রতিনিধিত্বমূলক, অন্তর্ভুক্তিমূলক, দক্ষ, কার্যকর, গণতান্ত্রিক ও দায়বদ্ধ’ হতে প্রতিশ্রুতিবদ্ধ হন তারা।
ঘোষণাপত্রে বলা হয়, ‘আমরা এমন নিরাপত্তা পরিষদের সম্প্রসারিত কাঠামোর আহ্বান জানাই, যা আফ্রিকা, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এবং লাতিন আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলের মতো কম প্রতিনিধিত্বশীল এবং অপ্রতিনিধিত্বশীল অঞ্চল ও গোষ্ঠীগুলোর প্রতিনিধিত্ব উন্নত করবে।’
সেপ্টেম্বরে জাতিসংঘ শীর্ষ সম্মেলনের আগে যুক্তরাষ্ট্র ঘোষণা দেয়, তারা আফ্রিকার দুটি দেশের জন্য নতুন স্থায়ী আসনের সমর্থন করছে, তবে ভেটো ক্ষমতা ছাড়া। পাশাপাশি, প্রথমবারের মতো একটি ছোট দ্বীপ উন্নয়নশীল দেশের জন্য অস্থায়ী আসনের প্রস্তাব দেওয়া হয়েছে।
তবে গ্রুপ অব ফোর (ব্রাজিল, জার্মানি, ভারত ও জাপান) একে অপরের স্থায়ী আসনের দাবির পক্ষে সমর্থন জানাচ্ছে। অন্যদিকে, পাকিস্তান, ইতালি, তুরস্ক ও মেক্সিকোসহ এক ডজন দেশের বৃহত্তর ইউনাইটিং ফর কনসেনসাস গ্রুপ দীর্ঘ মেয়াদের অতিরিক্ত অস্থায়ী আসন চায়।
৩ সপ্তাহ আগে
গাজায় ইসরায়েলি হামলায় ৫০ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি হামলায় নারী ও শিশুসহ অন্তত ৫০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ হামলায় আরও অনেকে আহত হয়েছেন বলে জানিয়েছে গাজায় ফিলিস্তিনি সিভিল ডিফেন্স।
স্থানীয় সময় সোমবার (১৮ নভেম্বর) গাজা উপত্যকায় এ হামলা চালানো হয়।
সিভিল ডিফেন্সের এক বিবৃতিতে বলা হয়েছে, উত্তর গাজার বেইত লাহিয়া ও জাবালিয়া, মধ্য গাজার নুসেইরাত শিবির এবং দক্ষিণের খান ইউনিস ও রাফাহ শহরে বাস্তুচ্যুতদের আবাসিক বাড়িঘর ও আশ্রয়কেন্দ্র লক্ষ্য করে ইসরায়েলি বোমা হামলা চালানো হয়েছে।
এতে বলা হয়, ইসরায়েলি অব্যাহত হামলা ও আগ্রাসনের কারণে গাজার উত্তরাঞ্চলে তাদের কাজ বন্ধ রয়েছে। এর ফলে হাজার হাজার নাগরিক মানবিক সহায়তা, চিকিৎসা সেবা ও ত্রাণ থেকে বঞ্চিত হচ্ছে।
এদিকে, ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটির গণমাধ্যম কর্মকর্তা রায়েদ আল-নামাস গাজায় সাংবাদিকদের বলেছেন, চিকিৎসা সরবরাহ ও কর্মীর সংকটের কারণে উত্তরাঞ্চলের স্বাস্থ্য ব্যবস্থার অবনতি হচ্ছে।
আল-নামাস বলেন, একেবারে ন্যূনতম সেবা দেওয়া হচ্ছে। এছাড়া ১২ হাজার আহত লোককে উপত্যকার বাইরে চিকিৎসা প্রয়োজন।
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় সীমান্তে হামাসের হামলার প্রতিশোধ নিতে ইসরায়েল গাজা উপত্যকায় হামলা করে। ওই হামলায় প্রায় ১,২০০ জন নিহত এবং প্রায় ২৫০ জনকে জিম্মি করা হয়।
গাজাভিত্তিক স্বাস্থ্য কর্তৃপক্ষ সোমবার এক বিবৃতিতে জানিয়েছে, গাজায় চলমান ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪৩ হাজার ৯২২ জনে দাঁড়িয়েছে।
৩ সপ্তাহ আগে
ইউরোপের দেশ না হয়েও ইসরায়েল কেন উয়েফার প্রতিযোগিতায়
দক্ষিণ ইসরায়েলে গাজার শাসক দল হামাসের গত বছরের অক্টোবরের হামলার জেরে উপত্যকাটিতে অব্যাহত অগ্রাসনের কারণে বিশ্বজুড়ে সমর্থন হারায় ইসরায়েল। অবরুদ্ধ গাজায় এক বছরের বেশি সময় ধরে ইসরায়েলের যুদ্ধের প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও।
গাজায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সম্প্রতি ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বের বিভিন্ন দেশে ফিলিস্তিনপন্থিদের সোচ্চার হতে দেখা গেছে। গত ৬ সেপ্টেম্বর নিরাপত্তা শঙ্কায় নেশন্স লিগে ইসরায়েলের বিপক্ষে ম্যাচ আয়োজনে অস্বীকৃতি জানায় বেলজিয়াম। পরবর্তী সময়ে হাঙ্গেরির একটি দর্শকশূন্য স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়।
গত ৬ নভেম্বর রাতে প্যারিসের পার্ক দে প্রান্স স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স লিগে পিএসজি-আতলেতিকো মাদ্রিদ ম্যাচের আগে গ্যালারি থেকে ফিলিস্তিনপন্থিদের বিশাল ব্যানার প্রদর্শন করতে দেখা যায়। পরের দিন রাতে নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামে ইউরোপা লিগের চতুর্থ রাউন্ডের ম্যাচের পর ইসরায়েলি ক্লাব মাকাবি তেল আবিবের সমর্থকদের ওপর হামলা হয়।
একই ঘটনা দেখা গেছে ফ্রান্সে নেশন্স লিগের ম্যাচ আয়োজনের আগেও। বৃহস্পতিবার রাতে ফ্রান্স-ইসরায়েল ম্যাচের আগে বিক্ষোভে উত্তাল ছিল পুরো প্যারিস শহর।
আরও পড়ুন: ফ্রান্স-ইসরায়েল ম্যাচের আগে বিক্ষোভে উত্তাল প্যারিস
সাম্প্রতিক এসব ঘটনার পরিপ্রেক্ষিতে কারও কারও মধ্যে প্রশ্ন দেখা দিতে পারে যে, মধ্যপ্রাচ্যের দেশ হওয়া সত্ত্বেও কেন ইউরোপের প্রতিযোগিতায় খেলে ইসরায়েল ও তার ক্লাবগুলো।
এর উত্তর পেতে আমাদের ঢুঁ মারতে হবে ইতিহাসের পাতায়।
ইসরায়েল প্রতিষ্ঠার বছর ১৯৪৮ সালে দেশটির জাতীয় ফুটবল দল গঠন হয়। এর আগে ১৯২৯ সাল থেকেই ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশনের (পিএফএ) ব্যানারে ফিফার প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আসছিলেন ইহুদি খেলোয়াড়রা। সে সময় আরব, ইহুদি, এমনকি ব্রিটিশ শাসনামলে ওই অঞ্চলে কর্মরত ব্রিটিশ পুলিশ ও সেনাদের ক্লাবগুলোও পিএফএর অধীনে ফুটবল প্রতিযোগিতায় অংশ নিত।
জাতীয় দল গঠনের পর এশিয়ান ফুটবল কনফেডারেশন বা এএফসির একেবারে শুরুর দিকে আয়োজিত কয়েকটি এশিয়ান কাপেও অংশ নেয় ইসরায়েল। ১৯৫৬ সালে এশিয়ান কাপের প্রথম আসরসহ ১৯৬০, ১৯৬৪ ও ১৯৬৮ সালের আসরে অংশ নেয় ইসরায়েল জাতীয় ফুটবল দল। এর মধ্যে ১৯৬৪ সালে আয়োজক দেশ হিসেবে এশিয়ান কাপের শিরোপা জেতে দেশটি।
১৯৭৩ সালের শেষের দিকে মিসর ও সিরিয়ার সঙ্গে ইসরায়েলের ইয়ম কিপুর যুদ্ধের অবসানের পর পরিস্থিতি পাল্টে যেতে থেকে। আরব দেশগুলোর সঙ্গে তাদের দীর্ঘদিনের রাজনৈতিক বিরোধ ফুটবলের ময়দানেও ছাপ ফেলে। সে সময় প্রতিবেশী দেশগুলো ইসরায়েলের সঙ্গে খেলতে অস্বীকৃতি জানায়।
এর পরিপ্রেক্ষিতে ১৯৭৪ সালে কুয়েতের তদবিরে আরব দেশগুলো ইসরায়েলকে এএফসি থেকে বহিষ্কারের পক্ষে ভোট দিলে আন্তর্জাতিক ফুটবল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে দেশটি।
আরব লিগ থেকে বহিষ্কৃত হয়ে দেশের ফুটবল বাঁচাতে বিকল্প খুঁজতে থাকে ইসরায়েল। এশিয়া থেকে বের হয়ে ১৯৭৮ বিশ্বকাপে অংশগ্রহণের জন্য ওশেনিক ফুটবল ফেডারেশনে (ওএফসি) যুক্ত হওয়ার চেষ্টা করে দেশটি।
পরে সদস্য দেশ না হয়েও উয়েফার বিশেষ অনুগ্রহে ইউরোপের দেশগুলোর সঙ্গে বিশ্বকাপ বাছাইয়ে প্রতিযোগিতা করার সুযোগ পায় ইসরায়েল। ১৯৮২ সালে উয়েফা এবং তার পরের দুটি বিশ্বকাপ বাছাইয়ে ওএফসির অধীনে খেলে তারা।
আরও পড়ুন: নেদারল্যান্ডসে ইসরায়েলি ফুটবল সমর্থকদের ওপর হামলা
পরবর্তী সময়ে ক্রীড়াক্ষেত্রে একটি কৌশলগত সমাধানের অংশ হিসেবে ১৯৯১ সালে ইসরায়েলি ক্লাবগুলোকে ইউরোপীয় প্রতিযোগিতায় খেলার সুযোগ দেয় উয়েফা। এরপর ১৯৯৪ সালে ইসরায়েলকে সদস্য হিসেবে স্বীকৃতি দেয় ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। তার পর থেকে স্থায়ীভাবে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ (ইউরো) ও নেশন্স লিগের মতো প্রতিযোগিতায় ইসরায়েল এবং চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগে অংশগ্রহণ করে চলেছে দেশটির ক্লাবগুলো।
ইউরোপের এলিট ফুটবলে খেললেও গাজায় এক বছরের বেশি সময় ধরে চলমান সংকটের কারণে বিশ্বব্যাপী ব্যাপক সমালোচনার মুখে পড়েছে ইসরায়েল। দেশটির বিভিন্ন ক্লাব ও সমর্থকদের প্রতি ক্ষোভ থেকে মাঝেমধ্যেই উত্তেজনা ছড়াচ্ছে বিশ্বের বিভিন্ন প্রান্তে। বিষয়টি কেবল ক্রীড়া ক্ষেত্রে নয়, শিক্ষা রাজনীতিসহ ছড়িয়ে পড়েছে বিভিন্ন অঙ্গনে।
অবশ্য ফুটবলকে কেন্দ্র করে ইহুদিদের রাজনৈতিক সক্রিয়তার অভিযোগও ওঠে প্রায়ই। সবশেষ গত রাতে অনুষ্ঠিত ফ্রান্স-ইসরায়েল ম্যাচের আগেও এমন ঘটনার কথা জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
ম্যাচের আগে প্যারিসে একটি জমকালো অনুষ্ঠানের আয়োজন করে ইসরায়েলের সমর্থনকারী ফ্রান্সের উগ্র ডানপন্থি ইহুদিরা। ফ্রান্সে বসবাসকারী ইহুদিদের সংগঠিত করতে মূলত ‘ইসরায়েল ইজ ফরেভার’ নামের একটি ইসরায়েলপন্থি সংগঠন ওই অনুষ্ঠানের আয়োজন করে।
ফিলিস্তিনে আগ্রাসন চলাকালে ইসরায়েলি সামরিক বাহিনীর জন্য তহবিল সংগ্রহও অনুষ্ঠানের উদ্দেশ্যে ছিল বলে খবর পাওয়া যায়।
উল্লেখ্য, ফুটবলে ১৯৬৪ সালের এশিয়ান কাপ জয়ই ইসরায়েলের এ যাবতকালের সবচেয়ে বড় অর্জন। উয়েফার কোনো প্রতিযোগিতায় এখন পর্যন্ত উল্লেখযোগ্য কিছু করে দেখাতে পারেনি তারা।
উয়েফায় যোগ দেওয়ার পর থেকে ২০০৮ সালে ফিফা র্যাঙ্কিংয়ে সর্বোচ্চ ১৫তম অবস্থানে উঠেছিল ইসরায়েল। এ র্যাঙ্কিংয়ে তাদের বর্তমান অবস্থান ৮১তম।
৩ সপ্তাহ আগে
গাজায় এক বছরের যুদ্ধে ৪৩ হাজার ফিলিস্তিনি নিহত
গাজায় এক বছর ধরে চলা যুদ্ধে নিহত ফিলিস্তিনির সংখ্যা ৪৩ হাজার ছাড়িয়েছে। নিহতদের অর্ধেকেরও বেশি নারী ও শিশু।
সোমবার (২৮ অক্টোবর) গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত দুই দিনে গাজার হাসপাতালে আসা ৯৬ জনের মৃত্যু হয়েছে।
তবে ইসরায়েলি সেনারা গাজার উত্তরাঞ্চলে অভিযান অব্যাহত রেখেছে। চলমান যুদ্ধে এক সপ্তাহের মধ্যে একটি হাসপাতালেও অভিযান চালিয়েছে সেনারা।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, শুক্রবার বেইত লাহিয়ার কামাল আদওয়ান হাসপাতালে অভিযান চালিয়ে ১০০ সন্দেহভাজন হামাস সদস্যকে আটক করেছেন তারা।
আরও পড়ুন: গাজার স্কুলে ইসরায়েলি বোমা হামলায় ১৭ ফিলিস্তিনি নিহত
এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অভিযোগ করেছে, হাসপাতালের ৪৪ জন পুরুষ কর্মীকে আটক করেছে ইসরায়েল। ফিলিস্তিনি মেডিকেল কর্মকর্তারা জানিয়েছেন, অভিযানে প্রায় ২০০ রোগীর চিকিৎসা দেওয়া হাসপাতালটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
এক বছর ধরে চলা যুদ্ধে ইসরায়েল গাজার বেশ কয়েকটি হাসপাতালে অভিযান চালিয়ে বলেছে যে হামাস এবং অন্যান্য সশস্ত্র গোষ্ঠী সামরিক উদ্দেশ্যে এগুলো ব্যবহার করে।
ফিলিস্তিনি চিকিৎসা কর্মকর্তারা এসব অভিযোগ অস্বীকার করে সামরিক বাহিনীর বিরুদ্ধে অভিযোগ করেছেন যে, তারা (ইসরায়েলি বাহিনী) বেসামরিক নাগরিকদের বেপরোয়াভাবে বিপদে ফেলেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ইসরায়েলি সামরিক কর্মকর্তা জানিয়েছেন, কামাল আদওয়ান হাসপাতালের আশপাশে প্রচণ্ড লড়াই চলছিল, যদিও হাসপাতালের ভেতরে ছিল না এবং হাসপাতালের ভেতরে অস্ত্র পাওয়া গেছে।
ওই কর্মকর্তা বলেন, কয়েকজন হামাস সদস্য চিকিৎসকের ছদ্মবেশে থাকায় স্বাস্থ্যকর্মীকে আটক ও তল্লাশি করা হয়েছে।
ওই কর্মকর্তার মতে, সামরিক বাহিনী অভিযানের আগের সপ্তাহগুলোতে ৮৮ জন রোগী ও চিকিৎসা কর্মীকে অন্য হাসপাতালে স্থানান্তরিত করতে আন্তর্জাতিক সংস্থাগুলোকে সহায়তা করেছে। চিকিৎসা সুবিধা চালু রাখতে অভিযানের সময়ই সেনারা আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছ থেকে ৩০ হাজার লিটার জ্বালানি ও চিকিৎসা সামগ্রী নিয়ে এসেছে।
ইসরায়েলি সামরিক বাহিনী ফিলিস্তিনিদের উত্তর গাজা খালি করার আহ্বান জানিয়েছে। তারা তিন সপ্তাহেরও বেশি সময় ধরে বড় ধরনের আক্রমণ চালাচ্ছে ওই এলাকাটিতে। গাজার উত্তরাঞ্চলীয় শহর জাবালিয়ায় অভিযান 'আরও কয়েক সপ্তাহ' চলবে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।
চলতি মাসের শুরুর দিকে জাতিসংঘ জানিয়ে, গাজার উত্তরাঞ্চলে এখনও অন্তত চার লাখ মানুষ অবস্থান করছে এবং গত এক মাসে উত্তরাঞ্চলে মানবিক ত্রাণ পৌঁছানোর পরিমাণ কমে যাওয়ায় খাদ্য সংকটে পড়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ৪৩ হাজার ২০ জন নিহত ও ১ লাখ ১ হাজার ১১০ জন আহত হয়েছেন। হতাহতদেরকে যোদ্ধা ও বেসামরিক নাগরিক হিসেবে পৃথকভাবে উল্লেখ করা হয়নি।
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে হামাস নেতৃত্বাধীন যোদ্ধাদের অভিযানে ১ হাজার ২০০ মানুষের মৃত্যু হয় এবং ২৫০ জনকে অপহরণ করে গাজায় নিয়ে যায়। এরপরই ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ শুরু হয়।
আরও পড়ুন: গাজায় ইসরায়েলি বোমা হামলায় ৭৩ ফিলিস্তিনির মৃত্যু
১ মাস আগে
গাজায় শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, যুদ্ধবিরতি আলোচনা পুনরায় শুরুর ইঙ্গিত ব্লিংকেনের
মধ্য গাজা উপত্যকায় বাস্তুচ্যুতদের আশ্রয় নেওয়া একটি স্কুলে ইসরায়েলি হামলায় কমপক্ষে ১৭ জন নিহত হয়েছে, যাদের প্রায় সবাই নারী ও শিশু।
বৃহস্পতিবার নুসেইরাত শরণার্থী শিবিরে চালানো এই হামলায় আরও ৪২ জন আহত হয়েছেন।
আওদা হাসপাতালের রেকর্ড অনুযায়ী, নিহতদের মধ্যে ১৮ বছরের কম বয়সী ১৩ শিশু এবং তিনজন নারী রয়েছেন।
কোনো প্রমাণ ছাড়াই ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, তারা স্কুলের ভেতরে হামাস সেনাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে।
আরও পড়ুন: সিনওয়ারের মৃত্যুর খবর নিশ্চিত করল হামাস
সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি স্কুলে তৈরি আশ্রয়কেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েল। তাদের দাবি তারা বেসামরিক নাগরিকদের মধ্যে লুকিয়ে থাকা হামাস সেনাদের লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে। তবে এসব হামলায় প্রায়ই নারী ও শিশু নিহত হয়।
এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, ইসরায়েল হামাসকে 'কার্যকরভাবে ধ্বংস' করার লক্ষ্য অর্জন করেছে এবং যুদ্ধবিরতি ও ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিষয়ে আলোচনা শিগগিরই আবার শুরু হবে।
ইসরায়েল ও হামাসের মধ্যে প্রধান মধ্যস্থতাকারী হিসেবে কাজ করা ব্লিংকেন কাতারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, আলোচকরা এই আলোচনা আবারও শুরু করবেন।
ইসরায়েল-হামাস যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ওই অঞ্চলে ১১ বারের মতো সফরে গিয়েছেন ব্লিংকেন।
তিনি বলেন, 'আমাদের দেখতে হবে হামাস এতে জড়িত হতে প্রস্তুত কি না।’
লেবাননের সম্প্রচারমাধ্যম আল মায়াদিনকে হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা ওসামা হামদান জানান, তাদের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। কায়রোর মধ্যস্থতাকারীদের কাছ থেকে যুদ্ধবিরতি আলোচনা আবারও শুরু হওয়ার বিষয়টি সম্পর্কে শুনেছেন হামাস প্রতিনিধিরা। তবে গাজায় আক্রমণ বন্ধের পাশাপাশি ওই অঞ্চল থেকে সামরিক বাহিনী প্রত্যাহার করবে ইসরায়েল- এমন শর্তেই জোর দিচ্ছে হামাস।
গত সপ্তাহে গাজায় ইসরায়েলি বাহিনী হামাসের শীর্ষ নেতা ইয়াহিয়া সিনওয়ারকে হত্যা করার পর যুদ্ধবিরতি নিয়ে আলোচনা আবারও শুরু হবে এমন আশা করেছিল যুক্তরাষ্ট্র কিন্তু হামাস-ইসরায়েল দুই পক্ষই নিজেদের শর্তের অবস্থানে অনড়।
আরও পড়ুন: লেবাননে বাড়ছে বেসামরিক মানুষের মৃত্যু ও বাস্তুচ্যুতি
এদিকে অবরুদ্ধ উত্তর গাজায় দুই সপ্তাহেরও বেশি সময় ধরে ইসরায়েলের টানা বিমান ও স্থল আক্রমণে বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্যকর্মীরা।
সাম্প্রতিক দিনগুলোতে গাজার উত্তরাঞ্চলে শত শত মানুষ নিহত হয়েছে এবং হাজার হাজার মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়েছে। সামরিক বাহিনী বলছে, তারা উত্তরাঞ্চলে পুনরায় সংগঠিত হওয়া হামাস যোদ্ধাদের বিরুদ্ধে লড়াই করছে।
বুধবার এক ভিডিও বার্তায় উত্তরের কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক ড. হোসাম আবু সাফিয়েহ বলেছেন, নিবিড় পরিচর্যা কেন্দ্রে বা নবজাতক বিভাগে থাকা ১৪ শিশুসহ প্রায় ১৫০ জন আহত ব্যক্তিকে সেখানে চিকিৎসা দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, গাজার উত্তরাঞ্চলে এখন যা ঘটছে তার মূল্য দিতে হচ্ছে সবাইকে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, যুদ্ধের কারণে গাজায় স্বাস্থ্য ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। ৩৯টি হাসপাতালের মধ্যে মাত্র ১৬টি হাসপাতাল আংশিকভাবে কাজ করছে।
চিকিৎসা সরঞ্জামের ঘাটতির পাশাপাশি বিদ্যুৎ বিভ্রাট, খাবার ও পানির সংকট পরিস্থিতি আরও বিপর্যস্ত করে দিয়েছে বলে জানান হাসপাতালে চিকিৎসাধীনরা।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামাস-ইসরায়েল সংঘাতে এ পর্যন্ত ৪২ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের মধ্যে অর্ধেকেরও বেশি নারী ও শিশু। বাস্তুচ্যুত হয়েছে গাজার ৯০ শতাংশ মানুষ।
আরও পড়ুন: গাজায় যুদ্ধবিরতি নিয়ে কাতারে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল
১ মাস আগে
গাজায় মসজিদ ও স্কুলে বোমা হামলা, নিহত ২৪
মধ্য গাজায় একটি মসজিদ ও একটি স্কুলে ইসরায়েলের বোমা হামলায় অন্তত ২৪ ফিলিস্তিনি নিহত ও ৯৩ জন আহত হয়েছে।
হামাস পরিচালিত গাজার সরকারি গণমাধ্যম কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, আল-আকসা শহীদ হাসপাতাল ও ইবনে রুশদ স্কুল সংলগ্ন আল-আকসা শহীদ মসজিদে বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।
রবিবার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে জানায়, দেইর আল বালাহ এলাকায় 'ইবনে রুশদ' স্কুল নামে পরিচিত একটি কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের ভেতরে থাকা হামাস জঙ্গিদের ওপর 'সুনির্দিষ্টভাবে হামলা' চালিয়েছে ইসরায়েলি বিমান বাহিনী।
আরও পড়ুন: গাজার শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় নিহত ১২
এতে আরও বলা হয়, দেইর আল বালাহ এলাকায় 'শুহাদা আল-আকসা' মসজিদ নামে পরিচিত একটি কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের মধ্যে তৎপরতা চালানো হামাস জঙ্গিদের ওপর বিমান বাহিনী 'সুনির্দিষ্টভাবে হামলা' চালিয়েছে।
গত বছরের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে অতর্কিত হামলা চালায় হামাস। ১২০০ জনের মৃত্যু হয়। ২৫০ জনকে জিম্মি করে নেয় হামাস। এ হামলার পরপরই গাজায় অব্যাহত হামলা চালিয়ে আসছে ইসরায়েল।
শনিবার এক বিবৃতিতে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়, গত বছরের ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪১ হাজার ৮২৫ জনে দাঁড়িয়েছে।
এই সংঘাতের বর্ষপূর্তির একদিন আগেই মসজিদ আর স্কুল লক্ষ্য করে হামলা চালালো ইসরায়েল।
আরও পড়ুন: গাজার মধ্যাঞ্চলে ইসরায়েলি বোমা হামলায় নিহত ৮
২ মাস আগে
গাজায় অব্যাহত নৃশংসতা ও মৃত্যু নিয়ে গভীর উদ্বেগ ঢাকার, অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান
অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের দখলদারিত্বকে অবৈধ ঘোষণা করে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) সাম্প্রতিক পরামর্শক মতামতকে সমর্থন করে জাতিসংঘ সাধারণ পরিষদের চলমান দশম বিশেষ জরুরি অধিবেশনে একটি প্রস্তাব গৃহীত হয়েছে।
ফিলিস্তিনের উত্থাপিত এই প্রস্তাবটিতে বাংলাদেশসহ ৫৩টি দেশ কো-স্পন্সর হয়।
ভোটাভুটির মাধ্যমে প্রস্তাবের পক্ষে-বিপক্ষে সমর্থন নেওয়া হয়। ১২৪টি দেশ প্রস্তাবের পক্ষে ও ১৪টি দেশ বিপক্ষে এবং ৪৩টি দেশ ভোটদানে বিরত ছিল। কো-স্পন্সর হওয়ায় বাংলাদেশের ভোট ফিলিস্তিনের পক্ষে যায়। পক্ষে ভোট পড়ে।
আন্তর্জাতিক বিচার আদালতের সাম্প্রতিক পরামর্শমূলক মতামতের আলোকে, রেজ্যুলেশনটিতে ইসরায়েলকে ফিলিস্তিন ভূখণ্ডে বেআইনি উপস্থিতি বন্ধ করা এবং এর প্রথম পদক্ষেপ হিসাবে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান বন্ধ করার আহ্বান জানানো হয়েছে।
এছাড়াও প্রস্তাবে আরও বলা হয়েছে অধিকৃত ফিলিস্তিন ভূখণ্ডে ইসরায়েলের অন্যায় কাজের কারণে যে সব ক্ষয়ক্ষতি হয়েছে তা পূরণে একটি আন্তর্জাতিক মেকানিজম প্রতিষ্ঠা করতে হবে।
আরও পড়ুন: ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলের দখলদারিত্ব বন্ধের প্রস্তাব বিবেচনা করছে জাতিসংঘ
এই রেজ্যুলেশন বাস্তবায়নের ওপর প্রতিবেদন দিতে জাতিসংঘ মহাসচিবকে অনুরোধ জানানো হয়।
প্রস্তাবটিতে বেসামরিক নাগরিকদের সুরক্ষাবিষয়ক চতুর্থ জেনেভা কনভেনশনের আলোকে ইসরায়েল দ্বারা সংঘটিত নৃশংস অপরাধের জন্য জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বানও জানানো হয়।
রেজ্যুলেশনটির মাধ্যমে আগামী এক বছরের মধ্যে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার উপায় খুঁজে বের করার লক্ষ্যে জাতিসংঘ সাধারণ পরিষদ কর্তৃক একটি আন্তর্জাতিক সম্মেলন করার সিদ্ধান্ত গৃহীত হয়।
মূলত, দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধান বাস্তবায়নের মাধ্যমে মধ্যপ্রাচ্য সংকট নিরসনে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে রেজ্যুলেশনটি।
এই প্রস্তাবটি নিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের বিশেষ জরুরি অধিবেশন চলাকালে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মোহাম্মদ আবদুল মুহিত বাংলাদেশের অবস্থান তুলে ধরে বক্তব্য রাখেন।
আন্তর্জাতিক বিচার আদালতের এই সিদ্ধান্তকে ঐতিহাসিক বর্ণনা করে এটিকে স্বাগত জানান রাষ্ট্রদূত মুহিত। সব সদস্য রাষ্ট্রকে এটি মেনে চলার আহ্বান জানান তিনি।
গাজায় চলমান নৃশংসতা এবং হাজার হাজার বেসামরিক ফিলিস্তিনির মৃত্যু নিয়ে বাংলাদেশের গভীর উদ্বেগ প্রকাশ করে রাষ্ট্রদূত মুহিত জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গৃহীত রেজ্যুলেশন ২৭২৮-এর আলোকে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানান।
১৯৬৭ সালের পূর্বের সীমানা অনুযায়ী দ্বি-রাষ্ট্র ভিত্তিক সমাধানের মাধ্যমে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠাই মধ্যপ্রাচ্যে টেকসই শান্তি অর্জনের একমাত্র পথ বলে উল্লেখ করেন রাষ্ট্রদূত মুহিত।
এছাড়াও অধিকৃত ফিলিস্তিন ভূখণ্ডে ইসরায়েলের অবৈধ দখলদারিত্ব এবং গণহত্যার মতো অপরাধের জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে আন্তর্জাতিক বিচার আদালত ও আন্তর্জাতিক অপরাধ আদালতের ভূমিকার প্রশংসা করেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি।
গাজায় গুরুতর মানবিক ও মানবাধিকার পরিস্থিতি সম্পর্কে জাতিসংঘ মহাসচিব ও জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই-কমিশনারের প্রদত্ত বিবৃতিরও প্রশংসা করেন রাষ্ট্রদূত মুহিত।
আরও পড়ুন: বিশ্ব নেতাদের গাজা সফরের আহ্বান জানালেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট
২ মাস আগে
গাজায় ইসরায়েলি বোমার আঘাতে নিহত ১৫
গাজার সুজাইয়া এলাকায় বাস্তুচ্যুতদের আশ্রয় নেওয়া একটি স্কুলে ইসরায়েলি বোমা হামলায় অন্তত ১৫ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে।
ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, বৃহস্পতিবার দালাল মুঘরাবি স্কুলে এ হামলা চালায় ইসরায়েলি বিমান বাহিনী।
নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে বলে জানিয়েছে ওয়াফা।
এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে বলেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইসরায়েলি বিমান বাহিনী দালাল মুঘরাবি স্কুলের একটি কম্পাউন্ডের ভিতরে অবস্থানরত ‘সন্ত্রাসীদের’ ওপর হামলা চালিয়েছে।
আইডিএফ বিবৃতিতে আরও বলেছে, স্কুল প্রাঙ্গনটি আস্তানা হিসেবে ব্যবহার করছিল হামাস। ইসরায়েল রাষ্ট্রের বিরুদ্ধে সন্ত্রাসী হামলার পরিকল্পনা করছিল তারা।
বেসামরিক নাগরিকদের ক্ষতি হওয়ার ঝুঁকি কমাতে এই অভিযানের আগে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছিল বলে জানায় আইডিএফ।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ইসরায়েলের দক্ষিণাঞ্চলে অতর্কিত হামলা চালানোর পর থেকে গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে বড় আকারের অভিযান শুরু করে ইসরায়েল।
বৃহস্পতিবার গাজাভিত্তিক স্বাস্থ্য কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় এই উপত্যকায় ৩৫ জন নিহত ও ৫৫ জন আহত হয়েছে। মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৯ হাজার ৪৮০ জনে এবং আহত ৯১ হাজার ১২৮ জন।
৪ মাস আগে