প্রবর্তনার ভবন
মোহাম্মদপুরে প্রবর্তনার ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ
রাজধানীর মোহাম্মদপুরে একটি ভবনে দুর্বৃত্তরা পেট্রোল বোমা নিক্ষেপ করেছে। শুক্রবার (৭ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে সৈয়দ রোডের ‘প্রবর্তনা’র ভবনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটে।
তবে হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ভবনটিতে কবি ও লেখক ফরহাদ মজহার এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তারের ব্যবসায়িক সংগঠন ‘প্রবর্তনা’ অবস্থিত।
আরও পড়ুন: বোমা হামলার হুমকি: তল্লাশি শেষ না হওয়া পর্যন্ত বন্ধ ইমিগ্রেশন
মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান জানান, প্রবর্তনের প্রতিষ্ঠানটি একটি দুতলা ভবনের নিচ তলায় অবস্থিত। দোতলায় রেস্টুরেন্ট। পেট্রোল বোমা নিক্ষেপের টার্গেট কোন প্রতিষ্ঠান ছিল এবং দুষ্কৃতিকারীদের উদ্দেশ্য কি এটা প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া যায়নি।
তিনি বলেন, এ ঘটনায় সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে।
পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, ঘটনাস্থল থেকে পেট্রোল বোমার বোতল উদ্ধার করা হয়েছে। পুলিশের বেশ কয়েকটি টিম ইতোমধ্যে দুষ্কৃতিকারীদের শনাক্ত এবং গ্রেপ্তারের চেষ্টা করছে।
২৭২ দিন আগে