হাজী
হাজীদের হয়রানি দূর করে সেবার মান বাড়ানো হবে: হাব সভাপতি
হাজীদের হয়রানি দূর করতে ও সেবার মান বাড়াতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন হজ এজেন্সি মালিকদের সংগঠন হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার।
শনিবার (৮ মার্চ) হাব কার্যালয়ে রিলিজিয়াস রিপোর্টার্স ফোরামের (আরআরএফ) নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন তিনি।
হাব সভাপতি বলেন, ‘এখন থেকে হাব কারও লেজুড়বৃত্তি করবে না। আমরা সরকারের সঙ্গে কাজ করব, কিন্তু সরকারের কোনো লেজুড়বৃত্তি করব না।’
হজযাত্রীদের স্বার্থই আগে দেখা হবে বলে আশ্বস্ত করে তিনি বলেন, ‘অতীতে যেসব অনিয়ম-দুর্নীতি হয়েছে সেসব থেকে বেরিয়ে আসা হবে।’
আরও পড়ুন: ‘হজ ম্যানেজমেন্ট সেন্টার’ চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার
প্রয়োজনে নিজেই সৌদি যাবেন উল্লেখ করে গোলাম সরওয়ার বলেন, ‘হাজীদের সেবা দেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করব। আশা করি, এ নিয়ে সম্মানিত হজযাত্রীদের জন্য আতঙ্কের কোনো কারণ নাই।’
তিনি জানান, ‘সৌদি থেকে প্রতিটি এজেন্সির জন্য ১ হাজার কোটা নির্ধারণ করে দেওয়ার কারণে ১ হাজার ৩০০ এজেন্সির মধ্যে মাত্র ৭০টি এজেন্সি কাজ করছে। আর বাকিরা কাজ করছে সাব-এজেন্সি হিসেবে।’
প্রতি বছরই হজে যাওয়ার সময় শেষ মুহূর্তে ও মক্কা-মদিনায় গিয়ে হজ যাত্রীদের বিভিন্ন হয়রানির শিকার হতে হয়—এমন প্রশ্নের জবাব গোলাম সরওয়ার বলেন, ‘দেশের ভেতরের হয়রানির জন্য মূলত কিছু মধ্যসত্ত্বভোগী দায়ী। এজেন্সিগুলো কিন্তু আসলে এসব কাজ করে না।’
এ সময় হাব মহাসচিব ফরিদ আহমেদ মজুমদারসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। এ ছাড়াও আরআরএফের সভাপতি ওবায়দুল্লাহ বাদল, সেক্রেটারি, কামরুজ্জামান বাবলু, সহসভাপতি মুহসিনুল কবির লেবু, মো. মিয়া হোসেন, অর্থসম্পাদক শাহ আলম নুর, সাবেক সভাপতি শামসুল ইসলাম ও ফয়েজ উল্লাহ ভুইয়া, সদস্য আহমেদ জামাল, ছলিমুল্লাহ মেজবা ও জাহাঙ্গীর আলম আনসারী উপস্থিত ছিলেন।
২৭১ দিন আগে