আট বছর
আট বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, চা দোকানি গ্রেপ্তার
ফেনীর ফুলগাজীতে ৮ বছরের এক শিশু শিক্ষার্থীকে খাবারের লোভ দেখিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে নুরুল ইসলাম নামে এক চা দোকানিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার নুরুল ইসলাম (৫৫) সদর উপজেলার গোসাইপুর গ্রামের ফকির বাড়ির বাসিন্দা।
শিশুটির পরিবার সূত্রে জানান যায়, ৩ মার্চ ওই ছাত্রী মাদরাসায় যায়। সকাল সাড়ে ১০টায় ক্লাসের বিরতিতে টিফিন কিনতে পাশের চা দোকানে যায়। চা দোকানি নুরুল তাকে খাবার খাওয়ানোর কথা বলে দোকানের ভেতরে নিয়ে নিপীড়ন চালায়।
একপর্যায়ে নুরুল শিশুটিকে যৌন নিপীড়ন করলে শিশুটি চিৎকার করে। এ সময় নুরুল শিশুটিকে ছেড়ে দেয়। দুপুরে শিশুটি বাড়িতে ফিরে তার মাকে বিষয়টি জানায়।
আরও পড়ুন: ধর্ষণের শিকার চিকিৎসাধীন শিশুটি চোখের পাতা নেড়েছে: প্রেস উইং
সোমবার (১০ মার্চ) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানন ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওয়াহিদ পারভেজ।
সোমবার ফুলগাজী থানার পরিদর্শক (তদন্ত) নুরুল ইসলাম বলেন, ‘রবিবার আট বছর বয়সী ওই শিশুর মা থানায় মামলা করেন। রাতেই আসামিকে গ্রেপ্তার করা হয়।’
২৭০ দিন আগে