মীমাংসা
জামালপুরে ৫ বছরের শিশু ধর্ষণ, মীমাংসা করতে ধর্ষকের চাচার ‘চাপ’
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় মোবাইলে উচ্চ শব্দে গান বাজিয়ে পাঁচ বছরের একটি শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক কিশোরের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে মামলা হলেও তা তুলে নিয়ে বিষয়টি পারিবারিকভাবে মীমাংসা করে নিতে ধর্ষকের চাচা ওই পরিবারটিকে চাপ দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে।
সোমবার (১০ মার্চ) উপজেলার চর পরতাবাজু গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় গতকাল রাতেই শিশুটির মা বাদী হয়ে মাদারগঞ্জ থানায় একটি মামলা করেন। মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ অভিযুক্তকে এখনও গ্রেপ্তার করতে পারেনি।
ভুক্তভোগীর বাবা শাহীন ও চাচা সামিউল এই প্রতিবেদককের কাছে অভিযোগ করে বলেন, ‘ধর্ষকের চাচা আব্দুর রহিম ড্রাইভার ঘটনাটি নিজেদের মধ্যে আপস-মীমাংসা করে নিতে চাপ দিচ্ছেন।’
মামলার বিবরণ থেকে জানা যায়, ১৫ বছর বয়সী ওই কিশোর ভুক্তোভোগীর প্রতিবেশী। তার বাবার নাম রবিউল ইসলাম। ভুক্তভোগী শিশুটিকে ছেলেটি ভাতিজি হিসেবে সম্বোধন করত এবং তাদের বাড়িতে তার যাতায়াত ছিল।
আরও পড়ুন: সিএমএইচে লাইফ সাপোর্টে মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশুটি
সোমবার দুপুরে শিশুটির মা সাংসারিক কাজে বাড়ির বাইরে যাওয়ার সুযোগে অভিযুক্ত ওই বাড়িতে গিয়ে ফুসলিয়ে শিশুটিকে তাদের বাড়িতে নিয়ে যায়। কাজ সেরে দুপুর ২টার দিকে বাড়ি ফিরে শিশুটির মা মেয়েকে না পেয়ে তার খেলার সঙ্গী অভিযুক্তের ছোট বোনের সঙ্গে খেলতে গিয়ে থাকতে পারে ভেবে তাদের বাড়িতে যায়। একপর্যায়ে তিনি অভিযুক্তের ঘরে মোবাইলে গানের শব্দ শুনে তার ঘরে প্রবেশ করে তার মেয়েটির সঙ্গে কিশোরকে আপত্তিকর অবস্থায় দেখতে পান। এ সময় মেয়েকে উদ্ধারের জন্য তার মা চিৎকার করে উঠলে ছেলেটি পালিয়ে যায়।
১০-১২ দিন আগেও ওই কিশোর শিশুটিকে তাদের গোয়াল ঘরে দুপুর বেলায় ধর্ষণের চেষ্টা করে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল-মামুন বলেন, ‘আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। শিশুটিকে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।’
২৪ দিন আগে