নিষিদ্ধ ছাত্রলীগ
নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার
রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ১০ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) দুপুর ও রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেছে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)।
গ্রেপ্তার হওয়া আসামিরা হলেন—ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক সাব্বির আহমদ নির্ঝর (২৮), মহানগর উত্তর ছাত্রলীগের পরিবেশ বিষয়ক উপ-সম্পাদক কামরুল আহসান নিশাদ (২৮), শাহবাগ থানার ২০ নং ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল ওরফে কালু (২৫), ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাকিল হোসেন ওরফে জীবন (৩০), মোহাম্মদপুর থানার ২৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ওহিদ এম আর রহমান (৫০), আওয়ামী সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শামীম শাহরিয়ার (৫৮), ডেমরা থানার পাইটি ইউনিট আওয়ামী লীগের সভাপতি ইলিয়াস কাঞ্চন (৬৪), ৩৩ নং বংশাল ইউনিট যুবলীগের সভাপতি মোহাম্মদ হোসেন মাছুম (৫৮), ঢাকা মহানগর উত্তর ২৭ নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুল হাসান রতন (৩৪) ও উত্তর বাড্ডা এলাকার ছাত্রলীগ কর্মী রবিন দেওয়ান (২৯)।
ডিবি সূত্রে জানা যায়, শনিবার সকাল ১০টায় উত্তর বাড্ডা এলাকা থেকে রবিন দেওয়ানকে ও দুপুর ১টায় মিরপুর-১০ এলাকা থেকে সাব্বির আহমদ নির্ঝরকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া দুপুর ১২টায় ফুলবাড়িয়ার আনন্দ বাজার থেকে ইব্রাহিম খলিল ওরফে কালুকে এবং সন্ধ্যা ৬টায় উত্তরা দিয়াবাড়ী এলাকা থেকে কামরুল আহসান নিশাদকে গ্রেপ্তার করা হয়েছে।
আরও পড়ুন: খুলনায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল
একই দিন সন্ধ্যা ৭টায় রাজধানীর মতিঝিল এলাকা থেকে শাকিল হোসেন ওরফে জীবনকে এবং রাত ১১টা ৫৫ মিনিটে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে ওহিদ এম আর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার রাত ১২টা ৪৫ মিনিটে বংশাল এলাকা থেকে মোহাম্মদ হোসেন মাছুমকে এবং রাত ১টায় মগবাজার এলাকা থেকে হাবিবুল হাসান রতনকে গ্রেপ্তার করা হয়েছে।
ডিবি সূত্রে আরও জানা যায়, শনিবার রাত পৌনে ১২টায় মগবাজার এলাকা থেকে শামীম শাহরিয়ারকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে ১১টা ৫০ মিনিটে যাত্রাবাড়ী এলাকা থেকে ইলিয়াস কাঞ্চনকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগে উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, গ্রেপ্তারকৃতরা আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত বলে দাবি করেছে। তারা নানাভাবে সংঘবদ্ধ হয়ে রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলে অংশগ্রহণের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
১১ দিন আগে
নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি শোভনের বাবা গ্রেপ্তার
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি শোভনের বাবা নুরুন্নবী চৌধুরী খোকনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি সাবেক উপজেলা চেয়ারম্যান ছিলেন।
বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যার দিকে ভুরুঙ্গামারী উপজেলায় তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, জুলাই-আগস্ট ছাত্র জনতার উপর হামলা ঘটনায় এজাহারভুক্ত আসামি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান নূরন্নবী চৌধুরী খোকন। ঘটনার পর থেকে আত্মগোপনে ছিলেন তিনি। পুলিশ অভিযান চালিয়ে তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।
ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, আগামীকাল শুক্রবার আসামিকে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হবে।
৪৯ দিন আগে