আশুলিয়ায়
আশুলিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা গ্রেপ্তার
ঢাকার আশুলিয়ায় ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে উঠেছে। এ ঘটনায় কিশোরীর সৎ বাবা শাবলু মাতাব্বরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ মার্চ) শাবলু মাতাব্বরকে গ্রেপ্তার করে পুলিশ। শাবলু মাতাব্বর ফরিদপুর জেলার দরগা বাজার নাছিরাবাদ এলাকার মৃত রফিক মাতাব্বরের ছেলে।
পুলিশ জানায়, ওই কিশোরীর মা একজন পোশাক শ্রমিক। পাঁচ বছর আগে তার মায়ের সঙ্গে শাবলু মাতাব্বরের বিয়ে হয়। এটা তার মায়ের দ্বিতীয় সংসার।
শাবলু মাতাব্বর কোনো কাজ না করে বাসায় সন্তানদের দেখাশোনা করতেন। সেই সুযোগে তার স্ত্রীর অনুপস্থিতিতে ওই কিশোরীকে একাধিকবার ধর্ষণ করেন শাবলু।
আরও পড়ুন: এনায়েতনগর ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান গ্রেপ্তার
এক পর্যায়ে ওই কিশোরী ঘটনাটি মাকে জানালে মা বাদী হয়ে আশুলিয়া থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর তাকে গ্রেপ্তার করে পুলিশ।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) (তদন্ত) কামাল হোসেন বলেন, ‘ওই কিশোরীর স্বাস্থ্য পরীক্ষা জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।’
২৫ দিন আগে