মালামাল লুট
সাভারে দুর্ধর্ষ ডাকাতি, স্বর্ণালঙ্কারসহ কোটি টাকার মালামাল লুট
সাভারের আশুলিয়ায় একটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। অস্ত্রের মুখে বাড়ির সবাইকে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ কোটি টাকার জিনিসপত্র লুটে নিয়ে গেছে ডাকাত দল।
সোমবার (২২ জানুয়ারি) রাত ৪টার দিকে উপজেলার ইয়ারপুর ইউনিয়নের নিশিচিন্তপুর এলাকার মান্নান মোল্ল্যার বাড়িতে এ দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে।
ডাকাতি হওয়া বাড়ির মালিক মান্নান জানান,ভোরে দোতলা ডুপ্লেক্স বাড়ির জানালার গ্রিল কেটে একদল মুখোশধারী ডাকাত প্রবেশ করে বাড়ির সবাইকে রুমে নিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করেন। এসময় তারা বাড়ির আলমারী ভেঙে নগদ ২৮ লক্ষ টাকা ৭০ ভরি স্বর্ণালঙ্কারসহ মূল্যবান মালামাল লুটে নিয়ে যায়।
আরও পড়ুন: ঢাকার উত্তরায় গাড়ি থেকে সোয়া ১১ কোটি টাকা ডাকাতি
এলাকার বাসিন্দা সৈয়দ আলী জানান, ডাকাতদল পালিয়ে যাবার সময় তাদের ১০ থেকে ১২জনকে দৌড়ে বাড়ির দক্ষিণ দিকে যেতে দেখেছেন এবং চিৎকার করেছেন।
সকালে খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও এখন পর্যন্ত ডাকাতি হওয়া মালামাল উদ্ধার ও এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি। এ ঘটনার পর ওই এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।
এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ বলেন,ডাকাতদের আটকের চেষ্টা চলছে। পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।
আরও পড়ুন: ফরিদপুরে ডাকাতিকালে এলাকাবাসীর গণধোলাইয়ে আহত ২
১১ মাস আগে
নড়াইলে আ.লীগ নেতার বাড়িতে ডাকাতি, ৪০ লাখ টাকার মালামাল লুট
নড়াইলে জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. হাসানুজ্জামানের বাসায় ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। সোমবার গভীর রাত পৌনে ৪টা থেকে ৫টার মধ্যে তার বাসার গ্রিল কেটে ডাকাতদল ডাকাতি করে।
মো. হাসানুজ্জামান বলেন, ‘রাত ৪টার সময় ৮/১০ জনের ডাকাতদল আমার বাসায় ঢুকে আমার ও আমার স্ত্রীর হাত পা বেধে স্বর্ণালঙ্কার, নগদ টাকা,ডলার, বিদেশি ঘড়ি, বন্ধুক,পিস্তল ও গুলি নিয়ে যায়। এতে আমার আনুমানিক ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে। ডাকাতদের মুখে মুখোশ ও মাস্ক পরা ছিলো। তাদের ভাষা আমাদের এলাকার আঞ্চলিক ভাষা।’
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) (ক্রাইম) মো. কামররুজ্জামান বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি।
আমরা আশা করছি অচিরেই ডাকাতদের আইনের আওতায় আনতে পারবো।
আরও পড়ুন: পণ্যের বাজার, সরবরাহ চেইন নিয়ন্ত্রণ করে টাকা লুটপাট করছে আ.লীগ সিন্ডিকেট: বিএনপি
সরকার জনগণের টাকা লুটপাটের জন্য পাতাল রেল প্রকল্প শুরু করেছে: বিএনপি
১ বছর আগে
রাজধানীতে দুর্ধর্ষ চুরি, ১০ লাখেরও বেশি টাকার মালামাল লুট
রাজধানীর প্রাণকেন্দ্র মতিঝিলে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার ভোরে মেসার্স হারুণ টায়ার এন্ড ব্যাটারি এন্টারপ্রাইজ নামের দোকানে এই চুরির ঘটনা ঘটে।
লুটকারীরা এ সময় প্রায় ১০ লাখেরও বেশি টাকার মালামাল লুট করে। এই ঘটনায় মতিঝিল থানায় মামলা হয়েছে।
আরও পড়ুন: রাজধানীতে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ খুন
জানতে চাইলে মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসির আরাফাত খান বলেন, এই ঘটনায় নিয়মিত মামলা হয়েছে। তদন্তকারী দল সিসি ফুটেজ সংগ্রহ করে লুটকারীদের গ্রেপ্তার ও মালামাল উদ্ধারের চেষ্টা করছে।
সিসি ফুটেজ পর্যালোচনায় দেখা যায়, বুধবার ভোর তিনটা ৩৫ মিনিটের দিকে লুটকারীরা দোকানের সার্টার ভেঙ্গে প্রবেশ করে। প্রায় আধঘন্টা ধরে তারা দোকানে বিভিন্ন সরঞ্জাম একটি সাদা রংয়ের পিকআপ ভ্যানে তুলে নিয়ে চলে নিয়ে যায়।
দোকানের ম্যানেজার বাহার উদ্দিন জসিম জানান, প্রায় ৫০ পিস বিভিন্ন ধরন ও সাইজের টায়ার, ৬ পিস ব্যাটারি, ক্যাশ বাক্স ভেঙ্গে নগদ তিন লাখ ৬ হাজার টাকা নিয়ে গেছে চোরের সংঘবদ্ধ দলটি।
গত এক মাসে রাজধানীর বারিধারা ও বনশ্রী এলাকার টায়ার ও ব্যাটারির দোকান থেকে এ ধরনের বেশ কয়েকটি চুরির ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
আরও পড়ুন: রাজধানীর উত্তরা থেকে মহাখালী পর্যন্ত যানজট, যাত্রী দুর্ভোগ চরমে
রাজধানীতে দেড় কোটি টাকার ইয়াবাসহ আটক ২
২ বছর আগে
বাগেরহাটে বাড়িতে ঢুকে অচেতন করে মালামাল লুট
বাগেরহাট, ২৪ ফেব্রুয়ারি (ইউএনবি)-চিতলমারী উপজেলার খড়মখালী গ্রামে বাবু মণ্ডলের বাড়িতে রবিবার রাতে দুর্বৃত্তরা নারী-শিশুসহ পাঁচজনকে অচেতন করে বাড়ির মালামাল লুট করে নিয়েছে।
৪ বছর আগে