মাটিরাঙ্গা থানা পুলিশ অভিযানে
খাগড়াছড়িতে লুণ্ঠিত মালামালসহ ডাকাত আটক
খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থানা পুলিশের অভিযানে ডাকাতির লুণ্ঠিত মালামাল উদ্ধারসহ দুই ডাকাতকে আটক করা হয়েছে।
শনিবার (১৫ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে মাটিরাঙ্গা পৌরসভার মুসলিম পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন— মুসলিম পাড়া এলাকার সফিকুল ইসলামের ছেলে নাঈম আল সুলতান(৩১) এবং লক্ষ্মীপুর জেলার কুশাখালী ইউনিয়নের শেখ বাড়ির তছির আহম্মদের ছেলে মো. ইউসুফ প্রকাশ কালা (৩৫)।
নাঈম আল সুলতানের বিরুদ্ধে নোয়াখালীর বিভিন্ন থানায় অস্ত্র ও ডাকাতির প্রস্তুতির ৪টি মামলা এবং ইউসুফের বিরুদ্ধে নোয়াখালী ও লক্ষ্মীপুরে চুরি, ডাকাতিসহ অস্ত্র আইনে ৮টি মামলা রয়েছে।
আটকদের কাছ থেকে কোরাবারী ১টি, ঘরের দরজা ভাঙ্গার যন্ত্র ২টি, ধামা ১টি, চাকু ১টি, চাপাতি ১টিসহ ২টি হাসুয়া উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন: ঢাকা-ময়মনসিংহ রেললাইনের ক্লিপ চুরি, আটক ১
আটকদের তথ্যের ভিত্তিতে ডাকাতির মাধ্যমে লুণ্ঠন করা ৪টি মোবাইল ফোন, নগদ ৩৫ হাজার টাকা, ২টি স্বর্ণালী বর্ণের চুড়ি, ১জোড়া স্বর্ণালী বর্ণের কানের দুল উদ্ধার করেছে পুলিশ।
খাগড়াছড়ি পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল জানান, গত ৪ মার্চ মাটিরাঙ্গা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের জনৈক মোহাম্মদ মঞ্জুর ইসলামের বসত ঘরে প্রবেশ করে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে নগদ টাকাসহ বিভিন্ন মালামাল লুট করে। তার অভিযোগের ভিত্তিতে বিভিন্ন তথ্যাদি বিশ্লেষণ করে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।
পুলিশ সুপার বলেন, এছাড়াও চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তার এবং লুণ্ঠিত অবশিষ্ট মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।
৯ দিন আগে