হাসিনার সচিব
হাসিনার সচিব ও আমলাদের অপসারণে বিক্ষোভ
ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার আমলের সচিব ও আমলাদের অপসারণের দাবিতে রাজধানীর খামারবাড়িতে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করছেন শিক্ষার্থীরা।
রবিবার (১৬ মার্চ) দুপুরে এই বিক্ষোভ শুরু হয়েছে। এই প্রতিবেদন লেখার সময়ও বিক্ষোভ চলছে।
এতে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়সহ (শেকৃবি) বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ফ্যাসিবাদবিরোধী শিক্ষার্থীরা অংশ নিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশসহ নিরাপত্তা বাহিনীর সদস্যরা উপস্থিত হয়েছে।
শেকৃবির শিক্ষার্থী রাহাত হোসেন বলেন, ‘স্বৈরাচারী শেখ হাসিনার আমলে আমলারা খামার বাড়িতে বসে ফ্যাসিস্ট হাসিনার জন্য কাজ করতেন। তারা এখনো বহাল তবিয়তে থেকে দায়িত্ব পালন করছেন, যা আমাদের দেশের জন্য কল্যাণকর না।’
আরও পড়ুন: গাজীপুরে ঈদ বোনাসসহ বিভিন্ন দাবিতে শ্রমিক বিক্ষোভ, সড়ক অবরোধ
১ দিন আগে