১৬ দিন
ঈদ উপলক্ষে ১৬ দিনের ছুটিতে যাচ্ছে জাবি
আসন্ন ঈদুল ফিতর ও স্বাধীনতা দিবস মিলিয়ে মোট ১৬ দিনের ছুটি ঘোষণা করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)।
মঙ্গলবার (১৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. এ বি এম আজিজুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তির তথ্য অনুসারে, পবিত্র রমজান, স্বাধীনতা ও জাতীয় দিবস, জুমাতুল বিদা, শবে কদর এবং ঈদুল ফিতর উপলক্ষে আগামী ২৩ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত মোট ১৬ দিন ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের যাবতীয় অফিস কার্যক্রম বন্ধ থাকবে ২৬ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত মোট ১২ দিন।
অধ্যাপক ড. আজিজুর রহমান জানান, আগামী ২৫ মার্চ হবে বিশ্ববিদ্যালয়ের শেষ কর্মদিবস। এরপর বুধবার (২৬ মার্চ) স্বাধীনতা দিবসের ছুটির মাধ্যমে অফিস বন্ধ হয়ে আগামী ৭ এপ্রিল সোমবার থেকে পুনরায় অফিস কার্যক্রম শুরু হবে।
আরও পড়ুন: জুলাই গণ-অভ্যুত্থানে জাবিতে হামলা: ২৮৯ শিক্ষার্থী বহিষ্কার, ৯ শিক্ষক সাময়িক বরখাস্ত
তিনি বলেন, ‘তবে শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা আগামী বৃহস্পতিবার (২০ মার্চ) পর্যন্ত চলবে। এরপর ছুটি শুরু হবে। এ কারণে ৭ এপ্রিল পর্যন্ত ক্লাস পরীক্ষা-বন্ধ থাকবে।’
গত ২ মার্চ রমজান মাস শুরু হয়। সেই হিসেবে চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী ৩১ মার্চ বা ১ এপ্রিল দেশে ঈদ উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
৫ দিন আগে