মাটি ব্যবসায়ী
গাজীপুরে ডাকাতের হামলায় মাটি ব্যবসায়ী নিহত
গাজীপুরে কালিয়াকৈরে ডাকাত দলের হামলায় সজিব হোসেন নামে একজন মাটি ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় রয়েল নামে আরও একজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২0 মার্চ) রাত ৯টার দিকে বড়ইবাড়ি-হাটুরিয়া চালা আঞ্চলিক সড়কে ঘটনাটি ঘটে। এ সময় দুই ডাকাতকে পিটিয়ে পুলিশে সোপর্দ করা হয়।
সজিব হোসেন (৩৮) উপজেলার বোয়ালী ইউনিয়নের গাভচালা গ্রামের বাসিন্দা এবং ইটভাটায় মাটি সরবরাহের ব্যবসা করতেন।
আরও পড়ুন: গুলশানে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত
স্থানীয়রা জানান, সজিব ও রয়েল মোটরসাইকেলকরে চালা বাজারে যাওয়ার পথে একদল ডাকাত তাদের গতিরোধ করে। এ সময় তারা মোটরসাইকেল ফেলে পালানোর চেষ্টা করেন। এক পর্যায়ে ডাকাতদলের সদস্যরা তাদের ওপর হামলা করে। তাদের হামলায় ঘটনাস্থলেই সজিব নিহত হন ও রয়েল আহত হন। পরে রয়েলের চিৎকারে স্থানীয়রা দুই ডাকাতকে আটক করে পিটিয়ে পুলিশে সোপর্দ করে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, ‘লাশ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’ এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান ওসি রিয়াদ মাহমুদ।
৯ দিন আগে