পোষা বিড়াল
পোষা বিড়াল হত্যা: আসামি ধরতে পরোয়ানা জারি
পোষা বিড়াল হত্যা মামলায় আসামি আকবর হোসেন শিবলুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
রবিবার (২৩ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াক এ আদেশ দেন।
আকবর হোসেন রাজধানীর মোহাম্মদপুর এরাকার মুক্তিযোদ্ধা টাওয়ারের বাসিন্দা।
বাদীপক্ষের আইনজীবী জাকির হোসেন জানান, গত ৫ ফেব্রুয়ারি পিপলস ফর এনিম্যাল ওয়েলফেয়ারের পক্ষে নাফিসা নওরীন চৌধুরী এ মামলার আবেদন করেন। শুনানি শেষে আদালত অভিযোগের বিষয়ে মোহাম্মদপুর থানা পুলিশকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। এরপর মোহাম্মদপুর থানা পুলিশ আকবর হোসেন শিবলুকে অভিযুক্ত করে প্রতিবেদন দাখিল করে।
তিনি বলেন, ‘তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল করলে আদালত তা গ্রহণ করে আজ (রবিবার) আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।’
আরও পড়ুন: ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় যুবককে মারধর, মোটরসাইকেলে আগুন
মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ১ ফেব্রুয়ারি দুপুরের দিকে মোহাম্মদপুরের মুক্তিযোদ্ধা টাওয়ারের নবম তলার মনসুর নামে এক ব্যক্তির বিড়াল হারিয়ে যায়।
পরে ভবনের সিসিটিভি ফুটেজে দেখা যায়, আসামি আকবর হোসেন শিবলু বিড়ালটিকে ফুটবলের মতো লাথি মারছেন। লাথির আঘাতে বিড়ালটির নিথর দেহ পড়ে থাকার পরও পা দিয়ে পাড়া দিয়ে মৃত্যু নিশ্চিত করতে দেখা যায় তাকে।
৭ দিন আগে