কবরস্থন
সাঁওতালদের কবরস্থান-পুকুর দখলের অভিযোগ, চেয়ারম্যানের গ্রেপ্তার দাবি
গাইবান্ধার গোবিন্দগঞ্জে আদিবাসীদের কবরস্থান ও সরকারি খাস পুকুর দখলের অভিযোগে ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলামকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানিয়েছে সাঁওতাল সম্প্রদায়।
রবিবার (২৩ মার্চ) দুপুরে বিক্ষোভ কর্মসুচি পালন করে সাঁওতালদের সংগঠন মানঝি পরিষদ।
এ সময় বক্তব্য দেন— ফিলিমন বাস্কে, বৃটিশ সরেন, প্রিসিলা মুর্মু, অঞ্জলী মুর্মু, আনিসুর রহমান, জুলিয়াস সরেনসহ অন্যরা।
বক্তারা বলেন, রাজাহার ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম ও তার বাহিনীর অত্যাচারে সাঁওতালরা অতিষ্ঠ হয়ে উঠেছে। একের এক দাঙ্গা-হাঙ্গামা, বাড়িঘরে অগ্নিসংযোগ, জমি, পুকুর ও সাঁওতালদের কবরস্থান দখলের ঘটনা নতুন নয়।
পরে আজ (রবিবার) তারা রাজাহার ইউপি চেয়ারম্যাকে গ্রেপ্তার ও কবরস্থান দখলমুক্ত করার দাবি জানিয়ে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানার কাছে স্মারকলিপি প্রদান করেন।
২৫৬ দিন আগে