ডক্টরস অ্যাসোসিয়েশিন অব বাংলাদেশ
ড্যাবের কেন্দ্রীয় কমিটি ভেঙে দিয়েছে বিএনপি
দলের চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশিন অব বাংলাদেশের (ড্যাব) কেন্দ্রীয় কমিটি ভেঙে দিয়েছে বিএনপি।
সোমবার (২৪ মার্চ) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ ও সাধারণ সম্পাদক ডা. মো. আব্দুস সালামের নেতৃত্বাধীন ড্যাবের কেন্দ্রীয় কমিটি ভেঙ্গে দেওয়া হয়েছে। আসন্ন ড্যাব কাউন্সিলের জন্য ১২ সদস্যের একটি প্রস্ততি কমিটি গঠন করা হয়েছে।
আহ্বায়ক কমিটির মেয়াদ চলতি বছরের ২৫ মে পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। আগামী ৪৫ দিনের মধ্যে নবগঠিত প্রস্তুতি কমিটিকে কাউন্সিলের দায়িত্ব দেওয়া হয়েছে।
আরও পড়ুন: ঈদযাত্রায় ভোগান্তি ছাড়াই ভ্রমণ করছেন যাত্রীরা
১২ সদস্যের প্রস্তুতি কমিটির সদস্যরা হলেন—বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জবিউল্লাহ, বিজন কান্তি সরকার, অধ্যাপক মামুন আহমেদ, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য লুৎফর রহমান, বিএনপির শিক্ষা সম্পাদক অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, সহকারী দপ্তর সম্পাদক এসএম রফিকুল ইসলাম, পারভেজ রেজা কাকন এবং বিলুপ্ত কমিটির সদস্য শাহ মোহাম্মদ আমান উল্লাহ, এরফান আহমেদ সোহেল এবং মোস্তফা আজিজ সুমন।
উল্লেখ্য, অধ্যাপক ডা. হারুন আল রশিদ ও ডা. মো. আব্দুস সালামের নেতৃত্বাধীন ড্যাবের কেন্দ্রীয় কমিটি ২০১৯ সালের ২৬ মে থেকে দায়িত্ব পালন করে আসছিল।
৮ দিন আগে