পালালো
পুলিশ ফাঁড়ির জানালার রড ভেঙে পালালো আসামি
দিনাজপুরে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে আটকের কয়েকঘণ্টা পরেই পুলিশ ফাঁড়ির জানালার রড ভেঙে পালিয়েছেন এক আসামি। পালানোর পর থেকে এ পর্যন্ত ওই আসামির আর কোনো হদিস পাওয়া যায়নি।
রবিবার (২৩ মার্চ) দিনাজপুরের নবাবগঞ্জের আফতাবগঞ্জ পুলিশ ফাঁড়িতে এ ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন বিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মঞ্জুরুল ইসলাম।
পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে অভিযান চালিয়ে গতকাল (রবিবার) ভোরের দিকে নবাবগঞ্জের কুশদহ ইউনিয়নের কাজীপাড়ায় ৩ বোতল ফেনসিডিল সিরাপসহ রয়েল (৩৫) নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে রয়েলকে আফতাবগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রে (আইসি ফাঁড়ি) হস্তান্তর করে যৌথ বাহিনী।
এসময় তদন্ত কেন্দ্রের একটি কক্ষে তালাবদ্ধ করে রাখা হয় তাকে। থানায় হস্তান্তরের আগে কক্ষের জানালার রড় ভেঙ্গে কোনো এক সময় রয়েল পালিয়ে গেছেন বলে জানায় পুলিশ।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় আদালত চত্বর থেকে হাতকড়া ভেঙে আসামি পালালো!
ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক সিরাজুল ইসলাম জানান, কক্ষের দরজায় তালা দিয়ে অন্য কাজে ব্যস্ত ছিলেন অন্যরা। এ সুযোগে কোনো এক সময় পালিয়ে গেছেন আসামি রয়েল।
এএসপি মঞ্জুরুল ইসলাম জানান, ওই পুলিশ কেন্দ্রে কোনো হাজতখানা নেই। পুরাতন ভবনের একটি কক্ষে রয়েলকে বন্দি করে রাখা হয়েছিল।
ভবনটির নড়বড়ে রড টেনে খুলেই আসামি পালিয়েছেন বলে ধারণা করছেন তারা। তাকে আবারও গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে বলে জানান এএসপি। দ্রুতই ওই আসামি ধরা পড়বেন বলে আশাবাদী পুলিশ।
২৫ দিন আগে