তৎপরতায়
বিআরটিএ টহল টিমের তৎপরতায় স্বস্তির ঈদযাত্রা
সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) টহল টিমের তৎপরতার কারণে এবারের ঈদযাত্রায় বাড়তি ভাড়া আদায়ের ঘটনা কম ঘটেছে। রবিবার (৩০ মার্চ) সরেজমিনে মহাখালী বাসস্ট্যান্ডে গিয়ে এমন দৃশ্য দেখা গেছে।
সাধারণ ঈদ এলেই যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ শোনা যায়। বিভিন্নভাবে ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের। কিন্তু এবারের ঈদযাত্রা ছিল কিছুটা স্বস্তির।
আরও পড়ুন: ঈদযাত্রায় গাজীপুরে যাত্রীদের ঢল, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ
ঈদযাত্রার শেষ দিনে মহাখালী বাস টার্মিনাল ঘুরে দেখা গেছে, সেখানে ঘরমুখো মানুষের চাপ ছিল না। টার্মিনালে এসেই লোকজন নিজেদের গন্তব্যের বাস পেয়ে যাচ্ছেন।
দুপুর সাড়ে ১২টায় কথা হয় নওগাঁগামী শাহ ফতেহ আলী বাসের যাত্রী সামিহা মৌয়ের (৩৩) সঙ্গে। তিনি বলেন, ‘বগুড়ার ভাড়া সাড়ে ৫০০ হলেও আমাকে নওগাঁর ভাড়া ৬৮০ দিয়ে যেতে হচ্ছে। এটাই নাকি নিয়ম করা হয়েছে।’
তিনি বলেন, ‘দুপুর দেড়টায় আমার বাস ছাড়বে। কতক্ষণ অপেক্ষা করতে হয় জানি না। আগে যেহেতু টিকিট কাটিনি, ভোগান্তি হলে আর কি করবো!’
ঢাকা-ময়মনসিংহ রুটে সারিবদ্ধ হয়ে রানিং টিকিট কাটছেন যাত্রীরা। তাদের মধ্যে ওবায়দুর রহমান (৪৫) নামের একজন বলেন, ‘এখন ভাড়া ঠিক নিচ্ছে। এসি ৪০০, নন-এসি ৩১০। শুনেছি, বাড়তি ভাড়া আদায়ের জন্য জরিমানা করা হয়েছে। এখন সমস্যা হচ্ছে না।’
গেল ২৪ মার্চ থেকে শুরু হওয়া ঈদযাত্রায় রাজধানীর বাস টার্মিনাল ও রেলস্টেশনগুলোতে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন বাহিনীর সদস্যদের তৎপরতা ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে, বাস টার্মিনালগুলোতে অনিয়ম ও অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) বিভিন্ন অভিযান চালিয়েছে।
বিআরটিএ’র ভ্রাম্যমাণ আদালত নিয়মিত অভিযান চালিয়ে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে জরিমানা করেছে। বরাবরের মতো সংস্থাটির টহল টিম ঢাকার প্রতিটি বাস টার্মিনালে উপস্থিত ছিল। যে কারণে বেশিরভাগ বাস নির্ধারিত সময়েই যাত্রী নিয়ে গন্তব্যের উদ্দেশে রওনা হয়েছে।
যাত্রীদের মুখ থেকেও সেই বিবরণ পাওয়া গেছে। মোহাম্মদ পাকন নামের টহল টিমের এক সদস্য বলেন, ‘সকালে ঢাকা-ময়মনসিংহ রোডের ইউনাইটেড বাসে বাড়তি ভাড়ার অভিযোগ করেন এক যাত্রী। সঙ্গে সঙ্গে আমরা ৫ হাজার টাকা জরিমানা করি। কেউ অভিযোগ করলে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে আমাদের টিম প্রস্তুত।’
ঢাকা-সিরাজগঞ্জগামী এসআই পরিবহনের একজন ব্যবস্থাপক বলেন, ‘সিরাজগঞ্জের নির্ধারিত ভাড়া ৩৭০ টাকা। বাড়তি ভাড়া আদায়ের কোনো সুযোগ নেই। আমরা যেটা ভাড়া, সেটাই নিচ্ছি।’
মহাখালী ট্রাফিফ পুলিশের সদস্য রনজিৎ রায় বলেন, ‘আজ কমসংখ্যক মানুষ বাড়ি যাচ্ছেন। কিছু কর্মজীবী যারা একদিন আগে ছুটি পেয়েছেন, তারা যাচ্ছেন। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমাদের দুটি কন্ট্রোল রুম দায়িত্ব পালন করছে।’
আরও পড়ুন: ঈদযাত্রায় ঢাকার গণপরিবহনে ৮৩২ কোটির অধিক অতিরিক্ত ভাড়া আদায়: যাত্রী কল্যাণ সমিতি
৫ দিন আগে