১৭ কৃষক
আগুনে পুড়ল ১৭ কৃষকের ২৫ বিঘা পাকা গমের খেত
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় আগুনে পুড়ল ১৭ জন কৃষকের ২৫ বিঘা পাকা গমের খেত। সোমবার (৩১ মার্চ) ঈদুল ফিতরের দিন বিকালে রাণীশংকৈল উপজেলার নন্দুয়ার ইউনিয়নের দক্ষিণ বনগাঁও গ্রামের গম খেতে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বনগাঁও গ্রামের আফজাল হোসেনের ছেলে সাব্বির তার পাকা গম জমি থেকে কেটে বাড়ি নিয়ে যায়। ঘটনার দিন জমিতে পড়ে থাকা পরিত্যক্ত গমের ডাটা ছাই করে জমিতে সার হিসাবে ব্যবহারের জন্য আগুন জ্বালিয়ে দেয়।
আর তখনই ঘটে বিপত্তি। খরা আবহাওয়া ও হালকা বাতাসে সেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। ফলে পাশে থাকা ১৭ জন কৃষককের প্রায় ২০ থেকে ২৫ বিঘা পাকা গমের খেতে আগুন ছড়িয়ে পড়লে এক ঘণ্টার মধ্যে সব পুরে ছাই হয়ে যায়।
ঈদ আনন্দের পরিবর্তে কৃষকদের পরিবারে বিরাজ করছে ফসল হারানোর শোক।
আরও পড়ুন: বরিশালে আগুনে পুড়ল যাত্রীবাহী লঞ্চ
পরে ফায়ার সার্ভিসের একটি দল স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও কৃষক ফিরোজ আলম, আব্বাস আলী, গোলাম রব্বানী, কামরুজ্জামান ও আব্দুল হালিমসহ ১৭ জনের ২০ থেকে ২৫ বিঘা জমির সব গম পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত কৃষক ফিরোজ আলম বলেন, ‘হাড়ভাঙা পরিশ্রম করে ফসল ঘরে তুলবো কিন্তু একজনের ভুলের কারণে সব শেষ হয়ে গেল।’
৩৪ দিন আগে