নিয়ন্ত্রণ
নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সরকারের উদ্যোম কম: রিজভী
নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে বলে সরকারের সমালোচনা করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অন্তর্বর্তী সরকার বিপ্লবের মধ্যে গঠিত হয়েছে। এই সরকারকে মানুষের প্রত্যাশা পূরণ করতে হবে। সেই প্রত্যাশা পূরণে ঘাটতি থাকলে, রাজনৈতিক দলগুলো জনগণের চিন্তা অনুযায়ী কথা বলবে।
রাজধানীর মোহাম্মদপুরের সূচনা কমিউনিটি সেন্টারের সামনে রবিবার (১৫ ডিসেম্বর) দুপুরে জাতীয়তাবাদী কৃষকদল মহানগর উত্তরের শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ‘সরকার এখনো দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে পারেনি। রাস্তায় রাস্তায় এখনও গাড়িতে চাঁদাবাজি চলছে। বিএনপি এসব বন্ধের চেষ্টা করতে পারে, কিন্তু বন্ধ করতে পারবে না। এর দায়িত্ব সরকারের।’
আরও পড়ুন: সংস্কার নিয়ে রাজনৈতিক দলকে জড়িয়ে উপদেষ্টা রিজওয়ানার বক্তব্য 'ভুল ও বিভ্রান্তিকর': রিজভী
তিনি বলেন, ‘রাস্তার মোড়ে মোড়ে চাঁদাবাজদের ধরুন। এগুলো বন্ধ করলেই দাম কমে আসবে। আমরা বলছি না যে সরকারের কোনো লোক এটা করছে। কিন্তু শক্তিশালী প্রশাসনিক নির্দেশনা থাকলে রাস্তায় রাস্তায় চাঁদাবাজি হতো না।’
এই বিএনপি নেতা বলেন, ‘সরকার এসব প্রতিহত করার চেষ্টা করলেও উদ্যম কম। মানুষকে এই পরিস্থিতি যদি আগের আমলের চেয়ে স্বস্তি দিতে না পারে তাহলে মানুষ হতাশ হবে।’
‘অগ্রগতি যে একেবারে হয়নি আমরা তা বলছি না। আমরা এখন বক্তৃতা করে বাসায় যেতে পারছি আমাদের এখন পুলিশ ধরছে না, গোয়েন্দা পুলিশ খুঁজছে না, হ্যাঁ এটা হয়েছে।’
‘রাজনৈতিক দলগুলো ৫০ বছরেও কিছু করতে পারেনি, বর্তমান সরকার সেগুলো করছে’– একজন উপদেষ্টার এমন বক্তব্যের সমালোচনা করে এ সময় তিনি বলেন, ‘উপদেষ্টার এমন বক্তব্য ফখরুদ্দিন-মঈনউদ্দিনের কাজের মতো। রাষ্ট্র সংস্কারের বিষয় দ্রুত নির্বাচিত সরকারের ওপর ছেড়ে না দিলে এ সরকারের প্রতি মানুষের সমর্থন কমতে থাকবে।’
আরও পড়ুন: প্রতিবেশী দেশে গণতন্ত্র চায় না ভারত: রিজভী
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, দপ্তর সম্পাদক মো. শফিকুল ইসলাম, প্রচার সম্পাদক শামসুর রহমান শামসহ মহানগর উত্তরের বিভিন্ন পর্যায়ের নেতারা।
২ দিন আগে
নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক মাদরাসার ভেতরে, ১২ শিক্ষার্থী আহত
লালমনিরহাটে চলন্ত ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মাদরাসার দেয়াল ভেঙে ভেতরে ঢুকে পড়ায় ১২ জন শিক্ষার্থী আহত হয়েছে।
আহতদের মধ্যে ৩ থেকে ৪ জনের অবস্থা খুবই আশঙ্কাজনক। তাদেরকে লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আরও পড়ুন: কুষ্টিয়ায় বজ্রপাতে ৪ জনের মৃত্যু, আহত ৫
বুধবার (৯ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে সদর উপজেলার হাড়িভাঙা তালিমুল ইনসান হাফেজিয়া ও কওমি মাদরাসায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাতে একটি ট্রাক লালমনিরহাট যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো পথে গিয়ে মাদরাসার ওয়ালে ধাক্কা দেয়।
এতে মাদরাসার দেয়াল ভেঙে ঘুমন্ত ১২ শিক্ষার্থী আহত হয়। এদের মধ্যে মোরসালিন (১২), নোমানসহ (১১) ৩ থেকে ৪ অবস্থা আশঙ্কাজনক।
লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের বলেন, ট্রাকটি আটক করা হলেও মাদরাসা কর্তৃপক্ষ কোনো অভিযোগ দেয়নি। তবে অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: সেপ্টেম্বরে ৩৯২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৬, আহত ৮১৩
২ মাস আগে
দুর্গাপূজা: নিয়ন্ত্রণ কক্ষ খুলেছে ধর্ম মন্ত্রণালয়
দুর্গাপূজা উদযাপনের সময় আইনশৃঙ্খলা বিঘ্নিত হলে তা জানানোর জন্য নিয়ন্ত্রণ কক্ষ খুলেছে ধর্ম মন্ত্রণালয়।
আরও পড়ুন: পদ্মা ব্যাংক থেকে ১২৬ কোটি ৯৫ লাখ টাকা উদ্ধারে মন্ত্রণালয়ের সহায়তা চাইল জীবন বীমা
মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দিকের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ থেকে নিয়ন্ত্রণ কক্ষের কার্যক্রম শুরু হয়েছে, চলবে ১৪ অক্টোবর পর্যন্ত।
পূজয় কোনো প্রকার আইনশৃঙ্খলা বিঘ্ন ঘটলে ০১৭৬৬৮৪৩৮০৯ মোবাইল নম্বরে কল করে নিয়ন্ত্রণ কক্ষে অবহিত করা যাবে।রবে। এছাড়া সচিবালয়ের ৬ নম্বর ভবনের ১৪ তলায় ১৪২৪ নম্বর কক্ষেও সরাসরি তথ্য পাওয়া যাবে।
আরও পড়ুন: ১ সিনিয়র সচিবসহ ২ সচিব ওএসডি, ২ মন্ত্রণালয়ে নতুন সচিব
২ মাস আগে
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্যে আবারও মূল নীতি হার বাড়ালো বাংলাদেশ ব্যাংক
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে মূল নীতি হার (রেপো রেট) ৫০ বেসিস পয়েন্ট বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করেছে কেন্দ্রীয় কার্যালয়। এটি ২৫ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।
আরও পড়ুন: 'গ্লোবাল ইয়ুথ ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যাওয়ার্ড-২০২৪' পেল বাংলাদেশ ব্যাংক
কেন্দ্রীয় ব্যাংক একই সময়ে স্ট্যান্ডিং ল্যান্ডিং ফ্যাসিলিটি (এসএলএফ) এবং স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি (এসডিএফ) যথাক্রমে ৫০ বেসিস পয়েন্ট বাড়িয়ে ১১ শতাংশ এবং ৮ শতাংশ করেছে।
পলিসি রেট বাড়লে ব্যাংক থেকে ঋণ নেওয়া ব্যয়বহুল হয়ে উঠবে। জনগণকে ব্যয় সংকোচন ও চাহিদা কমাতে বাধ্য করবে। এর ফলে পরবর্তীতে মুদ্রাস্ফীতি হ্রাস পাবে।
গত ২৫ অগস্ট পলিসি রেট ৫০ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৯ শতাংশ করে দেয় কেন্দ্রীয় ব্যাংক।
মাস তিনেক আগে গত ৮ মে শেষবার পলিসি রেট ৫০ বেসিস পয়েন্ট বাড়িয়ে সাড়ে ৮ শতাংশ করেছিল বিগত সরকার।
সে সময় আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পরামর্শের সঙ্গে সামঞ্জস্য রেখে মূল্যস্ফীতি কমার কোনো লক্ষণ না থাকায় সুদের হার বাড়ানো হয়, যা গত বছরের মার্চ থেকে ৯ শতাংশের বেশি ছিল।
আরও পড়ুন: বিলাসবহুল পণ্য আমদানিতে শতভাগ নগদ মার্জিন নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক
১২ মাস পর ২০২৩-২৪ অর্থবছরে গড় মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৯ দশমিক ৭৩ শতাংশে। গত জুলাইয়ে ভোক্তা মূল্যস্ফীতি হয়েছে ১১ দশমিক ৬৬ শতাংশ, যা ২০১০-১১ অর্থবছরের পর সর্বোচ্চ। ফলে মানুষের ক্রয়ক্ষমতা আরও খারাপ হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর ২০২৫ সালের মার্চ বা এপ্রিলের মধ্যে মূল্যস্ফীতি ৬-৭ শতাংশের মধ্যে রাখার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন।
আরও পড়ুন: নগদ অর্থ উত্তোলনের সীমা তুলে নিল বাংলাদেশ ব্যাংক
২ মাস আগে
২০ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি নারায়ণগঞ্জের গাজী টায়ার কারখানার আগুন
নারায়ণগঞ্জের রূপগঞ্জের রূপসী এলাকায় গাজী টায়ার তৈরির কারখানায় লাগা আগুন ২০ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিস। আশঙ্কা করা হচ্ছে ভিতরে শত শত কর্মী আটকে থাকতে পারে।
সোমবার (২৬ আগস্ট) বিকাল ৫টা পর্যন্ত ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
আরও পড়ুন: মাশরাফি ও জেলা আওয়ামী লীগ সভাপতির বাড়িতে আগুন
স্থানীয়রা জানান, রবিবার গাজীকে নারায়ণগঞ্জের আদালত ছয় দিনের রিমান্ড মঞ্জুর করার পর রূপগঞ্জের রূপসি এলাকায় শত শত মানুষ কারখানার ভেতরে প্রবেশ করে মেশিনপত্র ও আসবাবপত্রসহ বিভিন্ন সামগ্রী লুটপাট করে নিয়ে যেতে শুরু করে। এক পর্যায়ে ভবনের নীচতলায় দূর্বৃত্তরা আগুন ধরিয়ে দিলে আগুন ছয় তলা পর্যন্ত ছড়িয়ে যায়। এতে ভেতরে আটকে পড়া অনেকেই আর বের হতে পারেননি। তবে কারখানার ভেতরে ৪০০ থেকে ৫০০ মানুষ আটকা পড়ে থাকতে পারে। তারা জীবিত আছেন কিনা কেউ নিশ্চিত করে বলতে পারছে না।
তবে এখন পর্যন্ত নিখোঁজ থাকা ১৬০ জনকে উদ্ধারের জন্য তালিকা করেছেন তাদের পরিবার।
ফায়ার সার্ভিস কতৃপক্ষ বলছেন, ভবনটির ভেতরে প্লাস্টিক, রাবার ও কেমিক্যালসহ দাহ্য পদার্থ থাকায় আগুন নিয়ন্ত্রণে দীর্ঘ সময় লাগছে।
ফায়ার সার্ভিসের পরিচালক (প্রশিক্ষক) লেফটেন্যান্ট কর্নেল রেজাউল করিম বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে আমাদের ১২টি ইউনিট কাজ করছে।’
আরও পড়ুন: ১২ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি নারায়ণগঞ্জে টায়ার কারখানার আগুন
তিনি বলেন, ‘আমরা টিটিএল মেশিন দিয়ে ওপর থেকে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছি। কিন্তু ভবনটির ভেতরে দাহ্য পদার্থ মজুদ খাকায় এগুলো জ্বলে শেষ না হওয়া পর্যন্ত নেভানো খুবই দুঃসাধ্য ব্যাপার।’
তিনি আরও বলেন, ‘আমরা আগুন নিয়ন্ত্রনে বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা ভবনের ভেতর থেকে ১৪ জনকে জীবিত উদ্ধার করেছি। তবে কি পরিমান মানুষ আটকা আছে সেটি এখন বলা সম্ভব হচ্ছে না।’
উল্লেখ্য, রবিবার (২৫ আগস্ট) রাত সাড়ে ১০টায় রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকায় স্থানীয় সাবেক সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীর মালিকানাধীন গাজী টায়ার কারখানার ছয়তলা ভবনে এই অগ্নিকাণ্ড ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডেমরা, কাঁচপুর, আদমজী ইপিজেড ও কাঞ্চন ফায়ার স্টেশনের মোট ১২টি ইউনিট রবিবার রাত ১০টা থেকে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করে। পরে টিটিএল মেশিন দিয়ে ওপর থেকে পানি দিয়ে আগুন নেভানোর কাজ শুরু করা হয়।
আরও পড়ুন: বিয়ানীবাজার থানাসহ বিভিন্ন স্থাপনায় আগুন, নিহত ৩
৩ মাস আগে
মুন্সীগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত
, ২৫ আগস্ট (ইউএনবি)-
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
রবিবার (২৫ আগস্ট) দুপুরে উপজেলার রাউৎভোগ সেতুর ওপরে এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: জৈন্তাপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
সোহান শেখ (২১) উপজেলার যশলং গ্রামের বড় বাড়ির আবু বক্কর শেখের ছেলে।
স্থানীয়রা জানায়, সোহান মোটরসাইকেলে করে কালিবাড়ি বাজার থেকে বাড়ৈপাড়া যাওয়ার সময় রাউৎভোগ সেতুর ওপরে নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিংয়ের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মারা যায় সোহান।
টঙ্গীবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) (তদন্ত) শফি উদ্দিন বলেন, ‘সেতুর রেলিংয়ের সঙ্গে মোটরসাইকেল ধাক্কা লেগে সোহানের মৃত্যু হয়েছে। কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।’
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশা-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২
৩ মাস আগে
নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ট্রাকের ধাক্কা, চালকের মৃত্যু
ফেনীর দেবীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় চালক মো. মোস্তফা (৫০) নিহত হয়েছেন।
রবিবার (৩০ জুন) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঘটনাটি ঘটে।
নিহত মোস্তফা মাদারীপুরের কালকিনি উপজেলার এনায়েতনগর ইউনিয়নের মুহুরদীচর গ্রামের বাসিন্দা।
আরও পড়ুন: ২ অটোরিকশার সংঘর্ষে প্রসূতির মৃত্যু, বেঁচে গেল নবজাতক
পুলিশ জানায়, পণ্যবাহী একটি ট্রাকটি (ঢাকা মেট্রো-ট ১১-৮৪০৪) ঢাকা থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দেবীপুর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে সজোরে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে মোস্তফা গুরুতর আহত হন।
খবর পেয়ে মহিপাল হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থল থেকে চালককে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরিবারকে খবর দেওয়া হয়েছে। স্বজনরা এলে অন্যান্য আইনি প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে। চালকের সহকারী পলাতক। ট্রাকটি উদ্ধার করে হাইওয়ে থানার পুলিশের হেফাজতে রাখা হয়েছে।
আরও পড়ুন: রিকশায় বোরকা পেঁচিয়ে মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু
পুকুরে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু
৫ মাস আগে
নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ট্রাকের ধাক্কা, চালকের সহকারী নিহত
হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মোরসালিন ইসলাম (২০) নামে চালকের সহকারী নিহত হয়েছেন।
এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
শনিবার (২৯ জুন) সকাল দিকে সিরাজগঞ্জের সলংগা থানার হরিনচড়া বাজার এলাকায় ঘটনাটি ঘটে।
মোরসালিন চাঁপাইনবাবগঞ্জের বালিয়াডাঙ্গা গ্রামের তাইজুল ইসলামের ছেলে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ ওয়াদুদ বলেন, সিমেন্ট বোঝাই একটি ট্রাক ঢাকা থেকে রাজশাহীতে যাচ্ছিল। ট্রাকটি হরিনচড়া বাজার এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই চালকের সহকারী নিহত হন।
তিনি আরও বলেন, এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। নিহতের লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।
আরও পড়ুন: সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের যুবক নিহত
সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি শ্রমিক নিহত
৫ মাস আগে
মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে যুবক নিহত
চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাকা রাস্তার ওপর ছিটকে পড়ে মোখসেদুজ্জামান নামে এ যুবক নিহত হয়েছেন।
শনিবার (২২ জুন) সকাল পৌনে ১১টার দিকে জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর চিনিয়াতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: নড়াইলে মোটরসাইকেলের বেপরোয়া গতিতে প্রাণ গেল কিশোরের
নিহত মোখসেদুজ্জামান (১৮) একই এলাকার আসাদুর রহমানের ছেলে।
গোমস্তাপর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী যোবায়ের আহমেদ বলেন, মোখসেদুজ্জামান রহনপুর থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। এ সময় চিনিয়াতলা প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাকা রাস্তার ওপর ছিটকে পড়ে তিনি আহত হন। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: ঈদে মোটরসাইকেলে চড়ে বাড়ি ফেরার পথে প্রাণ গেল দুই ভাইয়ের
৫ মাস আগে
রোহিঙ্গা ক্যাম্পের আগুন নিয়ন্ত্রণে, পুড়ল ২ শতাধিক ঘর
কক্সবাজারের উখিয়া উপজেলায় পালংখালী ইউনিয়নের ১৩ নম্বর তানজিমারখোলা রোহিঙ্গা ক্যাম্পের আগুন নিয়ন্ত্রণে এসেছে।
এ আগুনের ঘটনায় প্রায় দুই শতাধিক ঘর পুড়ে ছাই হয়ে গেছে। তবে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।
আরও পড়ুন: গাজীপুরে আগুনে পুড়ে গেছে ১৮টি ঘর
শনিবার (১ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে আগুনের সুত্রপাত হয় এবং দুপুর ১টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
উখিয়া ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক কামাল হোসেন বলেন, রোহিঙ্গা ক্যাম্পে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুনে কিছু ঘর ও বেশ কিছু দোকানপাট পুড়ে গেছে।
অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ সামছু-দ্দৌজা নয়ন বলেন, দুই শতাধিক ঘর ও এনজিও সংস্থার কেন্দ্র পুড়ে গেছে। হতাহতের কোনো খবর এ পর্যন্ত পাওয়া যায়নি। ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়া হবে।
৮ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. আমির জাফর বলেন, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে সেটি বের করার চেষ্টা চলছে। এটি কি দুর্ঘটনা না কি, পরিকল্পিত সেটাও তদন্ত করা হবে।
আরও পড়ুন: উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ফের আগুন
সুন্দরবনে আগুন: তদন্ত কমিটির প্রতিবেদন দাখিল
৬ মাস আগে