নিয়ন্ত্রণ
চট্টগ্রামের মতি টাওয়ারে আগুন, এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
চট্টগ্রাম মহানগরীর চকবাজারের মতি টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
শনিবার (২৫ মার্চ) সকাল পৌনে ১০টার দিকে চকবাজার থানার মতি টাওয়ারের নিচ তলায় একটি টেইলার্সের দোকানে আগুন লাগে।
আরও পড়ুন : চট্টগ্রামে হানিফ পরিবহনের বাসে আগুন
চন্দনপুরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শহীদুল ইসলাম জানান, মতি টাওয়ারে অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমাদের দুইটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
এতে কোনো হতাহতের খবর খবর পাওয়া যায়নি। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক জানা যায়নি বলে জানান তিনি।
আরও পড়ুন : বান্দরবানে আগুনে পুড়ল ৩০টি দোকান ও ১৫টি ঘর
নারায়ণগঞ্জে আগুনে আরও একজনের মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ২
পিরোজপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সঙ্গে নসিমনের সংঘর্ষ, নিহত ৫
পিরোজপুর সদরে নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সঙ্গে সংঘর্ষ হওয়ায় পাঁচজন নিহত হয়েছে।
শুক্রবার (১৭ মার্চ) বিকাল ৫ টার দিকে উপজেলার মঠবাড়িয়া-পিরোজপুর সড়কের শংকরপাশা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. জা. মো. মাসুদুজ্জামান।
নিহতরা হলেন- শাহিন মল্লিক (১৮) বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার চন্দ্রা এলাকার আল-আমিন মল্লিকের পুত্র, ইয়াসিন মিনা (২২) বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার চোমরা এলাকার আবুল হোসেন মিনার পুত্র এবং বাগেরহাটে জেলার কচুয়া উপজেলার মো. বাদশা (১৭), শাহিন মোল্লা (২০) ও সাব্বির হোসেন (২১)।
আরও পড়ুন: রাঙ্গামাটিতে পিকনিকের বাস উল্টে নিহত ২, আহত ২০
হাসপাতালে চিকিৎসাধীন আহত সিরাজুল ইসলাম শিমলু জানান, বাগেরহাট জেলার কচুয়া উপজেলার সাইনবোর্ড এলাকা থেকে একটি বিয়ে বাড়িতে ক্যাটারিং সার্ভিস (খাবার পরিবেশন) করার জন্য তারা নসিমন গাড়িতে করে ১৮ জন পিরোজপুরের ভান্ডারিয়া এলাকায় যাচ্ছিল।
তিনি আরও বলেন, তাদের বহন করা নসিমন গাড়িটি পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা এলাকায় এলে ডান পাশের চাকাটি ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক দিয়ে আসা একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে করে ঘটনাস্থলে দুইজন মারা যায় এবং হাসপাতালে নিয়ে আসলে আরেকজন মারা যায়। এছাড়া গুরুতর আহত কয়েকজনকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসতাপালে পাঠানো হলে এদের মধ্যে গুরুতর আহত শাহিন মোল্লা ও সাব্বির হোসেন চিকিৎসাধীন অবস্থায় সেখানেই মারা যায়।
পিরোজপুর জেলা হাসপাতালের চিকিৎসক ডা. মো. রফিকুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় কয়েকজন হাসপাতালে নিয়ে আসলে তাদের মধ্যে একজন মারা যায় এবং গুরুতর আহত দুইজনকে উন্নত চিকিৎসার জন্য খুমেক হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা প্রদান করা হচ্ছে।
ওসি জানান, এ ঘটনায় তিন নিহতদের লাশ উদ্ধার করেছে পুলিশ। দুর্ঘটনায় শিকার নসিমন ও বাস আটক করা হয়েছে।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক্টর খাদে পড়ে নিহত ২
সীতাকুণ্ডে তুলার গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
চট্টগ্রামের সীতাকুণ্ডের ছোট কুমিরায় একটি কন্টেইনার ডিপোর সামনে তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ছোট কুমিরার ন্যামসন কন্টেইনার ডিপোর পাশে ওই তুলার গুদামে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যায়।
আরও পড়ুন: সীতাকুণ্ডে জাহাজ ভাঙা কারখানায় অগ্নিদগ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শফিকুল ইসলাম বলেন, সকাল ১০টা ২৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি স্টেশনের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। দুপুর ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
কুমিরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সুলতান মাহমুদ বলেন, তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে জানা যায়নি।
এর আগে, গত ৪ মার্চ সীতাকুণ্ড উপজেলার কদমরসুল এলাকায় সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের পর আগুন লাগার ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ছয়জন নিহত ও ৩৩ জন আহত হয়।
আরও পড়ুন: সীতাকুণ্ডে বিস্ফোরণ: সীমা অক্সিজেন প্লান্টের ৩ মালিকসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা
বায়ুদূষণ নিয়ন্ত্রণে ২ সপ্তাহের মধ্যে ঢাকাসহ ৫ জেলার অবৈধ ইটভাটা উচ্ছেদের নির্দেশ
বায়ুদূষণ নিয়ন্ত্রণে ঢাকাসহ পাঁচ জেলার সব অবৈধ ইটভাটা দুই সপ্তাহের মধ্যে উচ্ছেদের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি কেএম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদেশে আদালত ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ ও গাজীপুর জেলায় থাকা অবৈধ ইটভাটা উচ্ছেদ করে দুই সপ্তাহের মধ্যে পরিবেশ অধিদপ্তরের ডিজিকে প্রতিবেদন দিতে নির্দেশ দেন।
আদালতে পরিবেশ অধিদপ্তরের পক্ষে ছিলেন আইনজীবী আমাতুল করিম।
আবেদনের পক্ষে আইনজীবী ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আব্দুল্লাহ আল মাহমুদ বাশার।
আরও পড়ুন: কুড়িগ্রামে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
এর আগে বায়ু দূষণরোধে ৯ দফা নির্দেশনা দিয়ে ২০২০ সালে রায় দেন উচ্চ আদালত।
৯ দফা নির্দেশনায় বলা হয়:
১. ঢাকা শহরের মধ্যে বালি বা মাটি বহনকারী ট্রাকগুলোকে ঢেকে পরিবহণ করতে হবে।
২. যেসব জায়গায় নির্মাণকাজ চলছে সেসব জায়গার কনট্রাকটররা তা ঢেকে রাখবে।
৩. এছাড়া ঢাকার সড়কগুলোতে পানি ছিটানোর যে নির্দেশ ছিল, সে নির্দেশ অনুযায়ী যেসব জায়গায় এখনও পানি ছিটানো হচ্ছে না, সেসব এলাকায় পানি ছিটানোর ব্যবস্থা নিতে হবে।
৪. সড়কের মেগা প্রজেক্টের নির্মাণ কাজ এবং কার্পেটিং যেসব কাজ চলছে, যেসব কাজ যেন আইন-কানুন এবং চুক্তির টার্মস অ্যান্ড কন্ডিশন মেনে করা হয় সেটা নিশ্চিত করার নির্দেশ।
৫. যেসব গাড়ি কালো ধোঁয়া ছাড়ে সেগুলো জব্দ করতে বলা হয়েছে।
৬. সড়ক পরিবহন আইন-২০১৮ অনুযায়ী রাস্তায় চলাচলকারী গাড়ির ইকোনোমিক লাইফ নির্ধারণ করতে হবে এবং যেসব গাড়ি পুরাতন হয়ে গেছে সেগুলো চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপের নির্দেশ।
৭. যেসব ইটভাটা লাইসেন্সবিহীনভাবে চলছে, সেগুলোর মধ্যে যেগুলো এখনও বন্ধ করা হয়নি, সেগুলো বন্ধ করে প্রতিবেদন দাখিলের নির্দেশ।
৮. পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়া টায়ার পোড়ানো এবং ব্যাটারি রিসাইকিলিং বন্ধের নির্দেশ।
৯.মার্কেট এবং দোকানের বর্জ্য প্যাকেট করে রাখতে এবং তা মার্কেট ও দোকান বন্ধের পরে সিটি কর্পোরেশনকে ওই বর্জ্য অপসারণ করার নির্দেশ।
আরও পড়ুন: অবৈধভাবে চলছে ৬০ ভাগ ইটভাটা: মন্ত্রী
এই ৯ দফা নির্দেশনা বাস্তবায়নের নির্দেশনা চেয়ে গত ৩০ জানুয়ারি সোমবার হাইকোর্টে আবেদন করেন আইনজীবী মনজিল মোরসেদ।
গত ৩১ জানুয়ারি উচ্চ আদালতের নির্দেশনা অনুসারে ঢাকার বায়ু দূষণে কি পদক্ষেপ নেয়া হয়েছে তা জানাতে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।
সেই আদেশ অনুযায়ী গত ৫ ফেব্রুয়ারি রবিবার (২৬ ফেব্রুয়ারি) পরিবেশ অধিদপ্তরের প্রতিবেদন দাখিল করা হয়।
ওই প্রতিবেদন দেখে বায়ু দুষণ রোধে আদেশ বাস্তবায়নে দুই সপ্তাহ সময় দেন।
এছাড়া আইনজীবী মনজিল মোরসেদ বলেন, আজকে যে প্রতিবেদন দিয়েছে সেটাতে আদালত বলছেন যথেষ্ঠ নয়। কয়েকটা গাড়ির কালো ধোঁয়া নিয়ন্ত্রণে ব্যবস্থা নিয়েছে। কিন্তু অবৈধ ইটভাটার উচ্ছেদে ব্যবস্থা নেয়নি।
তিনি বলেন, তাই দুই সপ্তাহের মধ্যে ঢাকার আশেপাশের পাঁচ জেলায় অবৈধ ইটাভাটা বন্ধ করে পরিবেশ অধিদপ্তরকে প্রতিবেদন দিতে বলেছেন। সিটি করপোরেশনকে বলেছেন পর্যাপ্ত পানি ছিটাতে।
তিনি আরও বলেন, ঢাকা শহরের মধ্যে বালি বা মাটি বহনকারী ট্রাকগুলোকে ঢেকে পরিবহন করা, যে সব জায়গায় নির্মাণকাজ চলছে সেসব জায়গার ঢেকে রাখাসহ আদালতের আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।
আরও পড়ুন: অবৈধ ইটভাটার বিরুদ্ধে ডিসিদের ব্যবস্থা নেয়ার আহ্বান
চাঁদপুরের কলেজ গেট সংলগ্ন দোকানের আগুন নিয়ন্ত্রণে
চাঁদপুর সরকারি কলেজ গেইট সংলগ্ন দোকানগুলোতে আগুন লেগে চারটি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। আশেপাশের ১৫টি দোকান আংশিক ক্ষতিগ্রস্থ হয়। এ সময় অন্তত ২০ জন আহতের খবর পাওয়া যায়। এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
বুধবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে এই ঘটনা ঘটে।
একটি দোকানের আবু তাহের নামের এক যুবক জানান, সিটি হার্ডওয়্যার দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে বৈদ্যুতিক শর্ট সাকির্ট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পাশাপাশি দোকান হওয়ায় আগুন দ্রুত তিন দিকে ছড়িয়ে যায়।
আরও পড়ুন: চট্টগ্রামের ভিআইপি টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে
চাঁদপুর ফায়ার স্টেশনের উপ-সহকারী পরিচালক শাহিদুল ইসলাম জানান, আগুনে চারটি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে যায় এবং এক ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে। ফলে বাকি দোকান ও পাশের একটি আটতলা ভবন রক্ষা পায়।
তিনি আরও বলেন, কোনো প্রাণহানিও হয়নি। তদন্তের পর আগুনের সূত্রপাতের সঠিক কারণ জানা যাবে।
ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ২০ লাখ টাকা বলে দাবি করেন ক্ষতিগ্রস্থ দোকানী করিম ভূঁইয়াসহ অন্যান্যরা।
আরও পড়ুন: বসতঘরে আগুন লেগে বৃদ্ধার মৃত্যু
চট্টগ্রামের পাহাড়তলী কাঁচাবাজারে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী কাঁচাবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।
শনিবার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা ১৫ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুন লাগার খবর পেয়ে নগরীর বিভিন্ন স্টেশন থেকে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
ফায়ার সার্ভিসের চট্টগ্রাম বিভাগীয় উপ-সহকারী পরিচালক আবদুল হামিদ আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘রাত ১২টা ১৫ মিনিটে পাহাড়তলী কাঁচা বাজারে আগুন লাগার ঘটনাটি ঘটে। বর্তমানে আমাদের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুন লাগার প্রাথমিক কারণ এখনই বলা যাচ্ছে না।’
এদিকে রাত পৌনে ২টার দিকে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর সহযোগিতায় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানিয়েছে ব্যবসায়ীরা।
আরও পড়ুন: মতলবে আগুনে পুড়ল ৪ দোকান, আহত ৬
মোংলা ইপিজেডের আগুন ২৪ ঘণ্টা পর পুরোপুরি নিয়ন্ত্রণে
রাজধানীর গেন্ডারিয়ার আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর গেন্ডারিয়ায় ১০টি দোকান ও একটি রিকশা গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
রবিবার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের মিডিয়া সেলের গুদাম পরিদর্শক আনোয়ারুল ইসলাম জানান, ভোর ৪টা ২০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে ভোর সাড়ে ৪টার দিকে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।
সূত্রাপুর ও পোস্তগোলা ফায়ার স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ভোর ৫টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি বলেও জানান তিনি।
আরও পড়ুন: কালুখালীতে আগুনে পুড়ে দুই শিশুর মৃত্যু
সিরাজগঞ্জে শীতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ বৃদ্ধার মৃত্যু
কুড়িগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে পিকনিকের বাড়িতে পড়ল ট্রাক, প্রাণ গেল শিশুর
কুড়িগ্রাম সদরে গাছ বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে একটি বাড়ির ঘরের ওপর পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে, এসময় আহত হয়েছে আরও তিনজন।
রবিবার (৮ জানুয়ারি) রাত ১০টার দিকে সদরের যাত্রাপুর ইউনিয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু মুসা মিয়া (১০) সদরের যাত্রাপুর ইউনিয়নের নেওয়ানী পাড়া এলাকার শফিকুল ইসলামের ছেলে।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় দুই ইজিবাইকের সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৭
স্থানীয়রা জানান, শিমুল গাছ বোঝাই একটি ট্রাক সদরের পাঁচগাছী ইউনিয়ন থেকে কুড়িগ্রাম যাওয়ার পথে যাত্রাপুর ইউনিয়ন পরিষদের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে একটি ঘরের ওপর উঠে যায়। সেই ঘরেই ঘুমাচ্ছিলেন মুসা নামের ওই শিশু। পরে মুমূর্ষু অবস্থায় শিশুটি তাৎক্ষনিকভাবে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
সদরের যাত্রাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল গফুর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, একটি গাছ বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ইউনিয়ন পরিষদের সামনে একটি বাড়ির ওপর পড়ে যায়। এতে ঘটনাস্থলে এক শিশুর মৃত্যু হয়।
ওই বাড়িতে আশেপাশের লোকজন মিলে পিকনিকের আয়োজন ছিল। পিকনিকের কারণে বাড়ির লোকজন বাহিরে ছিল। না হলে হতাহতের ঘটনা আরও বাড়তো।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ শাহারিয়ার জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন: ধান কাটা মেশিনে প্রাণ গেল শিশুর
জমির সীমানা নিয়ে বিরোধের জেরে প্রাণ গেল শিশুর, গ্রেপ্তার ৪
চট্টগ্রামে ইস্টার্ন ব্যাংকের আগুন নিয়ন্ত্রণে
চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানার ইস্টার্ন ব্যাংক হালিশহরে শাখায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। শুক্রবার দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসছে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস চট্টগ্রাম বিভাগের উপপরিচালক আনিছুর রহমান।
আরও পড়ুন: চট্টগ্রামে কার্টন কারখানার আগুন নিয়ন্ত্রণে
এর আগে দুপুর ১২টার দিকে হালিশহর এক্সেস রোড সংলগ্ন ইস্টার্ন ব্যাংক ভবনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের উপপরিচালক আনিছুর রহমান বলেন, 'আজ দুপুর সাড়ে ১২টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করে। দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।’
তবে তাৎক্ষণিকভাবে আগুনের ক্ষয়ক্ষতি জানাতে পারেন নি তিনি।
আরও পড়ুন: গাজীপুরে কাপড়ের মার্কেটের আগুন নিয়ন্ত্রণে
ঢাকা বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে ২ তেলবাহী ট্রাকের আগুন নিয়ন্ত্রণে
গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
গাজীপুর মহানগরের দেউলিয়াবাড়ি এলাকায় একটি ঝুটের গোডাউনে আগুন লেগেছে। যা দেড় ঘণ্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে।
বুধবার সকাল সাড়ে ৭টার সময় আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।
নগরের ডিবিএল ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মিরাজুল ইসলাম জানান, বুধবার সকাল সাড়ে ৭ টার দিকে স্থানীয় লোকজন দেউলিয়াবাড়ি এলাকার ঝুট গোডাউনে আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ডিবিএলের এক ইউনিট ও জয়দেবপুরের দুই ইউনিটসহ মোট তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। দ্রুত সময়ের মধ্যে নিয়ন্ত্রণে আসবে বলে জানান তিনি।
উল্লেখ্য, দেড় ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি আরও জানান, আগুন কীভাবে লেগেছে তা জানা যায়নি।
আরও পড়ুন: গাজীপুরে কাপড়ের মার্কেটের আগুন নিয়ন্ত্রণে
গাইবান্ধায় পাটের গুদামে আগুন, ২ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
বাংলামোটরে সেন্টমার্টিন পরিবহনের বাসে আগুন