আনসার কমান্ডার
টাঙ্গাইলে ট্রাকচাপায় আনসার কমান্ডার নিহত
টাঙ্গাইলের দেলদুয়ারে ট্রাকচাপায় মোহাম্মদ শফিউল্লাহ মিয়া (৪৭) নামে এক আনসার কমান্ডার নিহত হয়েছেন। শুক্রবার (৪ এপ্রিল) ভোরে টাঙ্গাইলের দেলদুয়ারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শফিউল্লাহ মৌলভীপাড়া গ্রামের মরহুম হাবিবুল্লাহর ছেলে এবং একজন আনসার কমান্ডার।
তিনি কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের প্লাটুন কমান্ডার (পিসি) হিসেবে কর্মরত ছিলেন।
আরও পড়ুন: খুলনায় ইউপি চেয়ারম্যানকে লক্ষ্য করে হাতবোমা নিক্ষেপ
দেলদুয়ার থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী বলেন, ‘শফিউল্লাহ ঈদের ছুটিতে বাড়িতে এসেছিলেন। ভোরে হাঁটতে বেরিয়েছিলেন তিনি। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক বৈদ্যুতিক খুঁটিতে আছড়ে পড়ে এবং তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন শফিউল্লাহ।’
তিনি আরও বলেন, ‘ট্রাকটি আটক করলেও এর চালক ও হেলপার পালিয়ে যায়।’
২৯ দিন আগে