পাপমুক্তি
দুর্গাসাগরে পুণ্যার্থীদের ঢল, পাপমুক্তির জন্য পুণ্যস্নান
বাংলাদেশের বিভিন্ন জেলায় সনাতন সম্প্রদায়ের স্নান উৎসব অনুষ্ঠিত হয়েছে। অষ্টমী তিথিতে স্নানের মধ্যদিয়ে হিন্দুদের বিগত দিনের পাপমোচন হয়ে পূর্ণতা লাভ করে বলে ভক্তদের বিশ্বাস।
শনিবার (৫ এপ্রিল) অশোকাষ্টমী। এদিন পাপ মুক্তির জন্য পুণ্যস্নানের রেওয়াজ চলছে শত বছর ধরে।
এই দিনে বরিশালের বাবুগঞ্জের উপজেলার মাধবপাশা ইউনিয়নের ঐতিহ্যবাহী দুর্গাসাগরে নামে ভক্তদের ঢল। সকাল থেকেই দুর্গাসাগরে এ উৎসব পালন করেন ভক্তরা।
আরও পড়ুন: কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদে সনাতন ধর্মাবলম্বীদের পুণ্যস্নান উৎসবে ঢল
প্রতিবছর চৈত্র মাসের অষ্টমী তিথিতে দুর্গাসাগরে পুণ্যস্নানে আসেন হিন্দু ধর্মাবলম্বীরা। পূন্যার্থীদের বিশ্বাস, অশোকাষ্টমীর তিথিতে এই দিঘীর জলে স্নান করলে পাপমোচন ও মোক্ষ লাভ হয়।
পুণ্যস্নান উপলক্ষে দুর্গাসাগর দিঘির পাশেই একদিনের মেলার আয়োজন করা হয়েছে। মেলায় হরেক রকমের খাবারসহ বসেছে হস্ত ও কুটিরশিল্প এবং ভোগ্য পণ্যের অর্ধশতাধিক পসরা।
এ ছাড়াও পুণ্যস্নান উপলক্ষে আগত হিন্দু ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিতে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
চন্দ্রদ্বীপের রাজবংশের চতুর্দশ রাজা শিব নারায়ণের মৃত্যুর সময় তার স্ত্রী দুর্গাবতী (রানী) গর্ভবতী ছিলেন। তার মৃত্যুর পর তার পুত্র পঞ্চদশ রাজা জয় নারায়ণ জন্মগ্রহণ করেন।
২৪৩ দিন আগে