এসইউএফ মুকরেমা রেজা
কোকোর শাশুড়ি এসইউএফ মুকরেমা রেজা মারা গেছেন
খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর শাশুড়ি এসইউএফ মুকরেমা রেজা ইন্তেকাল করেছেন।
শনিবার (৫ এপ্রিল) দিবাগত রাত ৩টা ৪৫ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।
পরিবার সূত্র জানায়, ভোর ৩টা ৪৫ মিনিটে তিনি মারা যান। গত এক সাপ্তাহ আগে নানা জটিলতা নিয়ে তিনি এই হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
হাসপাতালে মায়ের ভর্তির খবর পেয়ে ঈদের আগের দিন ৩০ মার্চ লন্ডন থেকে ঢাকায় আসেন তার মেয়ে কোকোর সহধর্মিনী সৈয়দ শামিলা রহমান সিঁথি।
মালয়েশিয়ার হৃদরোগে আক্রান্ত হয়ে ২০১৫ সালে কোকো মারা যাওয়ার পর মেয়ে জাহিয়া রহমান ও জাফিয়া রহমানকে নিয়ে লন্ডনে থাকেন সিঁথি।
আরও পড়ুন: একুশে পদকপ্রাপ্ত লোকশিল্পী সুষমা দাশ আর নেই
পরিবারের সদস্যরা জানান, মরহুমার নামাজের জানাজা বাদ আসর পুরাতন বনানী ডিওএইচএস মাঠে অনুষ্ঠিত হবে। এরপর তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে।
মৃত্যুকালে মরহুমা মুকরেমা রেজা দুই ছেলে এবং এক মেয়ে রেখে গেছেন।
মুকরেমা রেজার স্বামী এইচ এম হাসান রেজা ২০১৭ সালে মারা যান। তিনি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ সাবেক ডিআইটি‘র প্রকৌশলী ছিলেন।
এক শোকবার্তায় মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
২৬ দিন আগে