১৫ পুলিশ সদস্য
লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় ১৫ পুলিশ সদস্য আহত
লালমনিরহাটে বেপরোয়া গতিতে চলা একটি ট্রাক পুলিশবাহী ভ্যানে ধাক্কা দিয়েছে। এতে ভ্যানে থাকা ১৫ পুলিশ সদস্য আহত হয়েছেন। সোমবার (৭ এপ্রিল) সকাল ১০টার দিকে হাড়িভাঙ্গা মাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাকচালক সোহানকে আটক করেছে পুলিশ।
আহত পুলিশ সদস্যরা হলেন— এসআই রফিকুল ইসলাম, এসআই আবু বক্কর, এএসআই মহেশ, নায়েক শাখাওয়াত, নায়েক রাহিনুল, কনস্টেবল সাইফুল, মানিক, সবুজ ও মোজাম্মেল, নয়ন, জাফর (গাড়ি চালক), লুৎফর, শাহাদাৎ, ইলিয়াস, মোস্তফা। তারা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
আরও পড়ুন: ঈদযাত্রায় সড়কে নিহত ২৪৯, আহত দুই সহস্রাধিক
স্থানীয়রা জানায়, লালমনিরহাট পুলিশ লাইন্স থেকে ১৫ জন পুলিশ সদস্যকে নিয়ে একটি ভ্যান সিন্দুরমতি মেলার উদ্দেশ্যে যাওয়ার সময় শহরের হাড়িভাঙ্গা মাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ভ্যানে থাকা ১৫ জন পুলিশ সদস্য হন।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরনবী বলেন, ‘এ ঘটনায় ট্রাকের চালককে আটক করা হয়েছে।’
২৫ দিন আগে