অভ্যুত্থান-পরবর্তী পরিস্থিতি
পুলিশকে এখনও পুনর্গঠন করা যায়নি: স্বরাষ্ট্র উপদেষ্টা
অভ্যুত্থান-পরবর্তী পরিস্থিতিতে পুলিশকে এখনও পুনর্গঠন করা সম্ভব হয়নি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। এ বিষয়ে সরকার কাজ করছে বলে তিনি জানিয়েছেন।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে সিলেটের বিমানবন্দর থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
এ সময় তিনি বলেন, ‘গণ-অভ্যুত্থানের পর পুলিশকে এখনও পুনর্গঠন করা যায়নি। ৫ আগস্টের সময় অনেক গাড়ি, থানা পুড়েছে। এখনও তাদের একটি গাড়িও কিনে দেওয়া যায়নি। অর্থ বরাদ্দ পেলে এই ব্যবস্থার আরও উন্নয়ন করা হবে।’
তবে আইনশৃঙ্খলা পরিস্থিতির আগের চেয়ে অনেক উন্নতি হয়েছে বলে মত দেন তিনি। এ বছর রমজানে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো ছিল বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, ‘মব জাস্টিসকে পুলিশ আর ভয় পাচ্ছে না; বেশিরভাগ আসামিই ধরা পড়ছে।’
আরও পড়ুন: দেশে জঙ্গিবাদের উত্থানের শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
এ সময় আইন নিজের হাতে তুলে না নেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান তিনি। আইন নিজের হাতে তুলে নিতে চাইলেই পুলিশ অ্যাকশন নেবে বলেও তিনি সতর্ক করেন।
উপদেষ্টা আরও বলেন, ‘অভ্যুত্থানের সময় লুট হওয়া অস্ত্রের এখনও সব উদ্ধার করা সম্ভব হয়নি; এ ব্যাপারে সরকার কাজ করছে। লুট হওয়া অস্ত্র বাইরে থাকলে নিরাপত্তার হুমকি থাকবে।’
শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি ‘এ ব্যাপারে নতুন কোন আপডেট নেই’ বলে জানান।
আজ (বৃহস্পতিবার) সকালে স্বল্প সময়ের নোটিশে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) এয়ারপোর্ট থানা পরিদর্শনে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় তাকে লাল গালিচা অভ্যর্থনা জানানো হয়। তবে থানায় এমন আয়োজনে ক্ষোভ প্রকাশ করে তিনি।
২১ দিন আগে