কালনী এক্সপ্রেস
গাছের সঙ্গে ট্রেনের ধাক্কা, অল্পের জন্য রক্ষা পেল কালনী এক্সপ্রেস
ঢাকাগামী আন্তঃনগর কালনী এক্সপ্রেস মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের সংরক্ষিত বনাঞ্চল অতিক্রমের সময় রেললাইনের ওপর পড়া একটি গাছের সঙ্গে ধাক্কা খায়।
বৃহস্পতিবার (২৯ মে) সকাল ৮টার দিকে এই ঘটনা ঘটে। এতে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় ট্রেনটি। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বন বিভাগ সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাতে ঝড়ো হাওয়ায় গাছটি রেললাইনের ওপর পড়ে। সকাল ৮টার দিকে কালনী এক্সপ্রেস ঘটনাস্থলে পৌঁছালে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ট্রেনের ইঞ্জিনের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হলেও চালকের দক্ষতার কারণে বিপর্যয় এড়ানো সম্ভব হয়। পরে অভিযান চালিয়ে গাছ অপসারণ করে এবং সকাল ৯টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
আরও পড়ুন: ট্রেনের নিচে কাটা পরে অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু
ভানুগাছ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার গৌড় প্রসন দাস পলাশ বলেন, "লাউয়াছড়া বনের শ্রীমঙ্গল-ভানুগাছ সেকশনে হেলে পড়া গাছের সঙ্গে আন্তঃনগর ট্রেন কালনী এক্সপ্রেসের ধাক্কা লাগে।"
"এতে ইঞ্জিনের সামান্য ক্ষতি হয়েছে। তবে বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি। লাউয়াছড়া বনের মধ্যে দুই পাশে ঘন গাছপালা থাকায় এই ধরনের গাছ পড়ে যাওয়ার ঘটনা নতুন নয়। এছাড়া স্থানীয় প্রশাসন ও রেল কর্তৃপক্ষ দুর্ঘটনা রোধে আগাম সতর্কতা এবং নিয়মিত পর্যবেক্ষণের ওপর জোর দিচ্ছে।"
১৯১ দিন আগে
ভাটেরায় ১১ বগি ফেলে বরমচাল গেল কালনী এক্সপ্রেস
সিলেট থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনের হুক ভেঙে ১১টি বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। মৌলভীবাজারের কুলাউড়া রেলওয়ে সেকশনের ভাটেরায় বগি বিচ্ছিন্ন হলেও বিষয়টি ধরা পড়ে বরমচাল স্টেশনে পৌঁছালে।
রবিবার (১৩ এপ্রিল) সকাল ৭টার দিকে ভাটেরা রেলস্টেশনের কাছে এ ঘটনা ঘটে। ঘটনার প্রায় ৩ ঘণ্টা পর বগি সংযুক্ত করে ঢাকার উদ্দেশে রওনা দেয় ট্রেনটি।
এ ঘটনায় কোনা হতাহতের খবর পাওয়া যায়নি।
আরও পড়ুন: নাটোরে ৭ ঘণ্টার ব্যবধানে দুটি ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত
বরমচাল রেলস্টেশন মাস্টার রজত কুমার রায় বলেন, ‘সকালে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেন ভাটেরা রেলস্টেশনের কাছে পৌঁছালে চলন্ত অবস্থায় পিছনের হুক ভেঙে ১১টি বগি বিচ্ছিন্ন হয়ে যায়। এ অবস্থায় ট্রেনের ইঞ্জিন ২টি বগি নিয়ে সাড়ে ৭টার দিকে বরমচাল স্টেশনে প্রবেশ করলে বিষয়টি ধরা পড়ে। পরে ট্রেনের ইঞ্জিন বরমচাল থেকে ভাটেরা রেলস্টেশনের কাছে গিয়ে বগিগুলোকে পুনরায় সংযুক্ত করে প্রায় ৩ ঘণ্টা পর সকাল ৯টার দিকে ট্রেনটি ঢাকার উদ্দেশে আবারও যাত্রা শুরু করে। এ ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।’
২৩৭ দিন আগে