নালায় শিশু নিখোঁজ
চট্টগ্রামে রিকশা উল্টে নালায় শিশু নিখোঁজ
চট্টগ্রাম মহানগরীর চকবাজার এলাকায় ব্যাটারিচালিত রিকশা নালায় পড়ে ছয় মাস বয়সী এক শিশু নিখোঁজ হয়েছে।
শুক্রবার (১৮ এপ্রিল) রাতে চকবাজারের কাপাসগোলা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অটোরিকশায় থাকা ওই শিশুর মাকে উদ্ধার করেছে স্থানীয়রা।
ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা জানান, ব্যাটারিচালিত রিকশা নালায় পড়ে যাওয়ার পর দুই যাত্রীকে স্থানীয়রা উদ্ধার করেছে। ছয় মাসের এক শিশু নিখোঁজ আছে। তাকে উদ্ধারের চেষ্টা চলছে। তবে, রাত সাড়ে ১০টা পর্যন্ত শিশুটির খোঁজ মেলেনি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সহকারী পরিচালক আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এদিকে ঘটনার খবর পেয়ে দ্রত সেখানে যান মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি উদ্ধার অভিযানে নির্দেশনা দেন।
মেয়র বলেন, শিশুটিকে উদ্ধারই প্রধান কাজ। ফায়ার সার্ভিস, ডুবুরি দল ও চসিকের পরিচ্ছন্নকর্মীরা কাজ করছেন। রিকশাযাত্রী মায়ের কোল থেকে ছয় মাসের শিশু নালায় ছিটকে পড়ে নিখোঁজ হয়ে যায়। তখন পানিতে স্রোত ছিল।
২৩০ দিন আগে