৪০ পেট্রল বোমা
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৯৯ ককটেল ও ৪০ পেট্রল বোমা উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চকপাড়া সীমান্ত এলাকা থেকে ৯৯টি ককটেল ও ৪০টি পেট্রল বোমা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুর দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুটি প্লাস্টিকের ক্যারেটের ভেতর রাখা ককটেল ও পেট্রোল বোমাগুলো উদ্ধার করা হয়।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানার সভাস্থলে ককটেল, এলাকায় উত্তেজনা
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ৫৯ বিজিবি ব্যাটালিয়ন সদরে দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ তথ্যে জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া।
তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি চৌকস দল কয়লাবাড়ি ট্রাক টার্মিনালে অভিযান চালালে দুই জন ব্যক্তি বিজিবির উপস্থিতি টের পেয়ে দুটি প্লাস্টিকের ক্যারেট ফেলে পালিয়ে যান। পরে সেখান থেকে ৯৯টি তাজা ককটেল ও ৪০টি পেট্রোল বোমা উদ্ধার করা হয়।’
২২৪ দিন আগে