শিকারি পাখি
চুয়াডাঙ্গায় শিকারি পাখি ও পাখি ধরার ফাঁদসহ আটক ১
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার চিৎলা গ্রামে শিকারি পাখি ও পাখি ধরার ফাঁদসহ এক ব্যক্তিকে আটক করেছে বন বিভাগ ও পরিবেশবাদী সংগঠনের সদস্যরা।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুর ৩টার দিকে চিৎলা সরকারি প্রাথমিক বিদ্যালয়পাড়ায় ছাত্তার মোল্লার ছেলে মো. আব্দুস ছালাম পাচুর (৫৫) বাড়িতে এই অভিযান পরিচালনা করা হয়।
দুই মাস ধরে তার বিরুদ্ধে দেশীয় তিলা ঘুঘু ও অন্যান্য পাখি শিকারের অভিযোগ উঠে আসছিল। অভিযোগ ছিল, তিনি পাঁচটি শিকারি পাখি ব্যবহার করে নিয়মিতভাবে পাখি শিকার করেন।
বিষয়টি স্থানীয় পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সংগঠন মানবতার জন্য এবং বন বিভাগকে জানানো হয়।
এরপরও তাকে একাধিকবার নিষেধ করা হলেও শিকার বন্ধ না করায় উপজেলা প্রশাসনের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এইচ তাসফিকুর রহমান। সঙ্গে ছিলেন উপজেলা বন কর্মকর্তা মো. মিজানুর রহমান, মানবতার জন্য সংগঠনের সভাপতি আহসান হাবীব শিপলু ও সাধারণ সম্পাদক শাহিন সরকার।
২২৪ দিন আগে