বলী খেলা
জব্বারের বলি খেলায় এবারের চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ
চট্টগ্রামের ঐতিহ্যবাহী আবদুল জব্বারের বলী খেলার এবারের আসরে চ্যাম্পিয়ান হয়েছেন কুমিল্লার বাঘা শীরফ। রানার-আপ হয়েছে কুমিল্লারই আরেক প্রতিযোগী রাশেদ।
শুক্রবার (২৫ এপ্রিল) চট্টগ্রামে লালদীঘির ময়দানে বলী খেলার ১১৬তম আসর অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজ বিকেল চারটার দিকে বেলুন উড়িয়ে খেলার উদ্বোধন করেন।
উদ্বোধনী আয়োজনে সংক্ষিপ্ত বক্তব্য দেন সিএমপি কমিশনার হাসিব আজিজ। তিনি জব্বারের বলী খেলাকে চট্টগ্রামের ঐতিহ্য ও সংস্কৃতির অনন্য পরিচায়ক হিসেবে উল্লেখ করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
বলী খেলা ঘিরে বৃহস্পতিবার থেকেই লালদিঘীর ময়দান ও আশপাশের এলাকায় জমে ওঠে বৈশাখী মেলা। বলী খেলার সঙ্গে মিশে গেছে মেলার নানা রঙয়ের ছোঁয়া, যা উৎসবের আনন্দকে আরও বাড়িয়ে দেয়।
এবারের বলী খেলায় ১২০ জন নিবন্ধন করলেও শেষ পর্যন্ত ৮০ জন অংশ নেন।
২২৩ দিন আগে