ডুবে যাওয়া
ডুবে যাওয়ার ৬ ঘণ্টা পর শিশুর লাশ উদ্ধার
লালমনিরহাটের সদরে পুকুরে ডুবে যাওয়ার ৬ ঘণ্টা পর মিরাজ (৯) নামে একটি শিশুর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরিরা।
শুক্রবার (২৫ এপ্রিল) লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কিসামত নগরবন্দ এলাকার বালারদিঘি নামক একটি পুকুরে এ ঘটনা ঘটে।
শিশু মিরাজ ওই এলাকার গোলাম মোস্তফার একমাত্র ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর ১২টার দিকে মিরাজ তার দাদা আফজাল হোসেনের সঙ্গে বালারদিঘি পুকুরে গরুর ঘাস ধোয়ার জন্য যায়। ঘাস ধুয়ে দাদা বাড়ি ফিরলেও মিরাজ পুকুরের কিনারায় পানি নিয়ে খেলতে থাকে। পরে দাদা ফিরে এসে মিরাজকে না পেয়ে পুকুরে ডুবে যাওয়ার আশঙ্কা করেন। তার চিৎকারে স্থানীয়রা ছুটে আসে এবং থানা ও ফায়ার সার্ভিসে খবর দেয়।
পুকুরের গভীরতা ৩০ থেকে ৩৫ ফুট হওয়ায় রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে দুপুর আড়াইটার দিকে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ সাড়ে ৪ থেকে ৫ ঘণ্টার চেষ্টার পর তারা মিরাজের লাশ উদ্ধার করতে সক্ষম হন।
আরও পড়ুন: হাসপাতালের টয়লেট থেকে নবজাতকের লাশ উদ্ধার
ইউনিয়ন পরিষদের সদস্য সাইদুল ইসলাম, যিনি মিরাজের দাদা, ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মিরাজ আমার নাতি। সে আমার সঙ্গে পুকুরে গিয়েছিল। আমি ঘাস নিয়ে বাড়ি ফিরলেও সে ফিরে আসেনি।
ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্য আসাদ জানান, পুকুরের পানির গভীরতার কারণে উদ্ধার কাজে সমস্যা ছিল। তবুও আমরা অভিযান চালিয়ে শিশুটির লাশ উদ্ধার করেছি।’
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরনবী বলেন, ‘প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের সাক্ষ্যের ভিত্তিতে লাশ বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
২২৩ দিন আগে