সড়কে দুর্ঘটনা
পদ্মা সেতুতে দুর্ঘটনায় নিহত ২, পৌনে ২ ঘণ্টা পর যান চলাচল শুরু
পদ্মা সেতুর মাওয়া প্রান্তের ঢাকামুখী একটি ট্রাকের পেছনে দ্রুতগতির একটি বাসের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১২ জন।
শুক্রবার (১৩ জুন) রাত ১১টার দিকে এই দুর্ঘটনায় পদ্মা সেতুর ঢাকামুখী লেন প্রায় পৌনে দুই ঘণ্টা বন্ধ ছিল। এর ফলে ফিরতি ঈদযাত্রার শেষ মুহূর্তে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
দুর্ঘটনায় ট্রাক থেকে সেতুর ওপর কেমিক্যাল ছড়িয়ে পড়ে সড়ক পিচ্ছিল হয়ে যায়। ফলে যান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় যান চলাচল বন্ধ রাখা হয়। পরে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে সড়ক পরিষ্কার করে এবং দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক রেকার দিয়ে সরিয়ে নেওয়ার পর রাত পৌনে ১টার দিকে যান চলাচল শুরু হয়।
আরও পড়ুন: দিনাজপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৫
নিহত একজন খুলনার বাসিন্দা রাকিব জামাদ্দার। অপরজনের পরিচায় জানা যায়নি। আহতদের ঢাকা ও স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সফিকুল ইসলাম জানান, পদ্মা সেতুর থেকে নামার সময় অ্যাপ্রোচের ২ নম্বর খুঁটির কাছে ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস সামনে থাকা ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দিলে বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট উদ্ধার কাজে অংশ নেয়।
১৭৪ দিন আগে
চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কে দুর্ঘটনায় নিহত ৫
চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কে পিকআপ ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। এতে আহতে হয়েছেন আরও ১জন।
শনিবার (২৬ এপ্রিল) বেলা ১১টার দিকে কাউখালী উপজেলার রাবার বাগান এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
আরও পড়ুন: চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩
ঘটনাস্থলেই সিএনজি অটোরিকশাচালকসহ ৫ জন নিহত ও ১ জন আহত হওয়ার খবর নিশ্চিত করেছেন কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম সোহাগ।
তিনি জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে। লাশ উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হবে বলে জানান তিনি।
২২৩ দিন আগে