চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়ক
চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কে দুর্ঘটনায় নিহত ৫
চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কে পিকআপ ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। এতে আহতে হয়েছেন আরও ১জন।
শনিবার (২৬ এপ্রিল) বেলা ১১টার দিকে কাউখালী উপজেলার রাবার বাগান এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
আরও পড়ুন: চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩
ঘটনাস্থলেই সিএনজি অটোরিকশাচালকসহ ৫ জন নিহত ও ১ জন আহত হওয়ার খবর নিশ্চিত করেছেন কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম সোহাগ।
তিনি জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে। লাশ উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হবে বলে জানান তিনি।
২২৩ দিন আগে