ধর্ম ও রাজনীতি
নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ মেনে না নেওয়ার সিদ্ধান্ত সিঙ্গাপুরের নেতাদের
সিঙ্গাপুরের নির্বাচনী প্রচারে বিদেশি হস্তক্ষেপ মেনে নেবেন বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন দেশটির রাজনৈতিক নেতারা। দেশটির নির্বাচনে বৈদেশিক হস্তক্ষেপ বন্ধে ২০২১ সালে প্রণীত সংশ্লিষ্ট আইনের অধীনে নিজেদের এই অবস্থান তুলে ধরেন তারা।
স্থানীয় সময় শনিবার (২৬ এপ্রিল) নির্বাচনের প্রচারে অংশ নিয়ে এসব বলেন সিঙ্গাপুরের রাজনৈতিক দলগুলোর নেতারা।-খবর ব্লুমবার্গের।
এর আগে শুক্রবার (২৫ এপ্রিল) সিঙ্গাপুরের নাগরিকদের ফেসবুক থেকে বিদেশিদের বিজ্ঞাপন সরিয়ে ফেলতে সামাজিকমাধ্যমটির মূল প্রতিষ্ঠান মেটাকে নির্দেশ দেয় দেশটির সরকার।
সিঙ্গাপুরের নির্বাচন বিভাগ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘নির্বাচনকে প্রভাবিত করতে পারে, এমন সন্দেহ থেকে ওই পোস্টগুলো সরানোর নির্দেশ দেওয়া হয়েছে।’
আরও পড়ুন: তাইওয়ানে অবৈধভাবে বাস করা চীনাদের ওপর ধরপাকড়
পোস্টগুলোতে মালয়েশিয়ার একটি রক্ষণশীল ইসলামিক দল ও দেশটির প্রধান বিরোধীদলের সংশ্লিষ্টতা পাওয়া গেছে বলে জানানো হয়। এছাড়াও অস্ট্রেলিয়ার এক নাগরিকেরও সংশ্লিষ্টতা পাওয়া যায়।
সিঙ্গাপুর কর্তৃপক্ষ জানায়, ফেসবুকে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট ইন ইরাক অ্যান্ড সিরিয়ার (আইএসআইএস) প্রচারণা চালানোর অভিযোগে ২০২০ সালে ওই অস্ট্রেলীয়র সিঙ্গাপুরের নাগরিকত্ব বাতিল করা হয়েছিল।
প্রশাসনের এই সিদ্ধান্তের পর শনিবার দেশটির ক্ষমতাসীন পিপলস একশন পার্টির নির্বাচনী প্রচারকালে দলটির নেতা লরেন্স ওং বলেন, ‘মালয়েশিয়ার একটি রাজনৈতিক দলসহ আরও কিছু বিদেশি চক্র সিঙ্গাপুরের নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করার চেষ্টা করছে।’
ধর্ম আর রাজনীতিকে এক না করার জন্য সতর্ক করে তিনির বলেন, “বর্ণ কিংবা ধর্মের ওপর ভিত্তি করে কোনো প্রার্থীকে সমর্থন করার ‘খুবই ভয়াবহ’।”
একই দিনে নির্বাচনী প্রচারকালে দেশটির বিরোধীদলীয় ওয়াকার্স পার্টির নেতা প্রিতম সিং জানান, ‘তার দলও নির্বাচনে কোনো বিদেশি হস্তক্ষেপ মেনে নেবে না। সিঙ্গাপুরের যেকোনো বিষয় আমাদের একান্তই নিজস্ব ব্যাপার, অন্য কারো নয়।’
ফেসবুকে প্রার্থীদের বিষয়ে বিদেশি বটগুলোর ভুল তথ্য ছড়ানোর বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন দেশটির আরেক বিরোধীদল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান পল তাম্বুয়াহ। এ ধরনের কার্যকলাপ নির্বাচনকে প্রভাবিত করতে পারে বলে এসব প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ডিজিটাল ডেভলপমেন্ট ও ইনফরমেশন বিভাগের প্রতি আহ্বান জানান তিনি।
দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৩ মে। নির্বাচনে বৈদেশিক হস্তক্ষেপ নিয়ন্ত্রণে আইন পাশ করার পর প্রথমবারের মতো এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
২২১ দিন আগে