কুড়িগ্রামের চিলমারী
ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে নেমে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার
কুড়িগ্রামের চিলমারীর ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে নেমে নিখোঁজ হওয়ার দুই ঘণ্টা পর লিটন মিয়া (২৯) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছেন স্থানীয়রা।
মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলার চিলমারী ইউনিয়নের কড়াইবরিশাল চর এলাকায় ব্রহ্মপুত্র নদে এ ঘটনাটি ঘটে। এর আগে নৌকা থেকে পড়ে নিখোঁজ হওয়ার ঘটনা ঘটে।
লিটন মিয়া উপজেলার রমনা মডেল ইউনিয়নের রমনা ব্যাপারী এলাকার সুন্দর আলীর ছেলে।
আরও পড়ুন: নিখোঁজের একদিন পর ডাকাতিয়া নদীতে ভেসে উঠল কলেজছাত্রের লাশ
স্থানীয়রা জানান, সুন্দর আলী ও তার ছেলে লিটন ভোরে ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে যান। বেলা ১১টার দিকে লিটন নৌকার সামনে দাঁড়িয়ে জাল টানার সময় পড়ে যান। স্রোতে সে আর ওপরে না ওঠায় সুন্দর আশপাশের জেলের নৌকাকে ডাকতে শুরু করেন। পরে তারা এসে জাল টানাসহ দেশীয় প্রযুক্তি ব্যবহার করে খোঁজ শুরু করেন। প্রায় দুই ঘণ্টা পর লিটনের লাশ উদ্ধার করা হয়।
চিলমারী নৌ-পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবীর বলেন, ‘এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা নথিভুক্ত করা হবে।’
২২০ দিন আগে