ভাই-বোন
পাবনায় সড়ক দুর্ঘটনায় ভাই-বোনের মৃত্যু, আহত ৫
পাবনায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ভাই-বোনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন।
বুধবার (২৬ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার ঢাকা-পাবনা মহাসড়কের ধোপাঘাটা এলাকায় ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি শ্রমিক নিহত
নিহত দুই ভাই-বোন হলেন, বেড়া পৌর এলাকার শালকিপাড়ার রাজকুমার হালদারের ছেলে প্রদীপ হালদার এবং নাটোরের দিনেশের স্ত্রী শম্পা রানী।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী বলেন, অটোরিকশাটি বেড়া থেকে পাবনার দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
তিনি বলেন, এতে অটোরিকশার ৭ জন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ২ জনকে মৃত ঘোষণা করেন।
বাকিরা চিকিৎসাধীন বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের যুবক নিহত
৪ মাস আগে
চাঁপাইনবাবগঞ্জে পুকুরে ডুবে চাচাতো ভাই-বোনের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে পুকুরের পানিতে ডুবে ফারহানা ও ফাহিম আলী নামে আপন চাচাতো ভাই-বোনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৭ মে) দুপুর সাড়ে ১২টার দিকে জেলার গোমস্তাপুর উপজেলার মমিনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: মেঘনায় ডুবে যাওয়ার ২ দিন পর কিশোরের লাশ উদ্ধার
মারা যাওয়া দুই শিশু হলো- ওই গ্রামের মফিজুল ইসলামের মেয়ে ফারহানা (৪) ও দাউদ আলীর ছেলে ফাহিম আলী (৩)।
গোমস্তাপুর থানার উপপরিদর্শক (এসআই) ময়েন উদ্দিন বলেন, ফারহানা ও ফাহিম বাড়ির পাশে খেলা করার সময় অসাবধানতাবশত পুকুরে পড়ে যায়। পরিবারের সদস্যরা তাদের খোঁজাখুঁজি করে না পেয়ে পুকুরে তল্লাশি চালিয়ে দুই শিশুর লাশ উদ্ধার করে।
এসআই আরও বলেন, এদিকে পরিবারের পক্ষে কোনো অভিযোগ না থাকায় বিকেলেই লাশ বুঝিয়ে দেওয়া হয়েছে।
আরও পড়ুন: চবিতে ঘুরতে এসে ঝর্ণার পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু
কুড়িগ্রামে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
৬ মাস আগে
শিক্ষক নিয়োগ পরীক্ষা: ডিভাইস ব্যবহারে জালিয়াতি, ভাই-বোন আটক
ব্রাহ্মণবাড়িয়ায় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় কানের ভেতর ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে নকল করায় ভাই ও বোনকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (২৯ মার্চ) সকালে ব্রাহ্মণবাড়িয়া পৌর ডিগ্রি কলেজ কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে ২টি অস্ত্র-গুলি জব্দ, যুবক আটক
আটরা হলেন- জেলার বিজয়নগর উপজেলার টুকচানপুর এলাকার আব্দুল মালেকের মেয়ে রিনা আক্তার ও ছেলে আব্দুল জলিল।
কলেজ সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া পৌর ডিগ্রি কলেজ কেন্দ্রে সকাল ১০টায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা শুরু হলে রিনা আক্তার প্রায় আধা ঘণ্টা পেরোলেও না লিখে বসে ছিলেন। তখন কেন্দ্রে পরিদর্শকের সন্দেহ হলে রিনার দেহ তল্লাশি করা হয়। কানের ভেতরে লুকিয়ে রাখা খুব ছোট একটি ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়। পরে কলেজের অধ্যক্ষ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সেলিম শেখকে জানানো হয়। শিক্ষার্থীর দেওয়া তথ্য মতে পরে তার ভাইকেও আটক করা হয়। পরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুইজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সেলিম শেখ বলেন, ডিভাইসের মাধ্যমে পরীক্ষার্থী হয়তো পরীক্ষার শেষ সময়ের ১০ মিনিট আগে উত্তর লেখার চেষ্টা করতেন।
তিনি আরও বলেন, এটি একটি বিশাল চক্র। তিনি তার ভাইয়ের মাধ্যমে এই ডিভাইসটি সংগ্রহ করেন। পরে তার ভাইকেও আটক করা হয়।
তিনি বলেন, এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার মাধ্যমে এই চক্রের সঙ্গে জড়িত সবাইকে আটকের চেষ্টা করা হবে।
আরও পড়ুন: নাটোরে স্কুলছাত্রকে ডেকে নিয়ে খুন, আটক ৪
চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি গান পাউডার জব্দ, আটক ১
৭ মাস আগে
পঞ্চগড়ে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
পঞ্চগড়ের তেতুলিয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে বলে মঙ্গলবার পুলিশ জানিয়েছে।
তেতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)জাহাঙ্গীর আলম জানান, নিহতরা হলো-শালবাহান ইউনিয়নের খালপাড়া এলাকায় আব্দুল হান্নানের ছেলে মজিবর রহমান (৮) ও মেয়ে হাবিবা (৬)।
সোমবার সন্ধ্যায় বাবা আব্দুল হান্নান নতুন করে বাড়ি করার জন্য শালবাহান ইউনিয়নের খালপাড়া এলাকার একটি পুকুরের পাড় থেকে ব্যাটারিচালিত ভ্যানে করে নালাগছ এলাকায় ইট নিয়ে আসার সময় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
আরও পড়ুন: বন্যার পানিতে ডুবে সিলেটে কিশোরের মৃত্যু
ওসি জাহাঙ্গীর আলম জানান, সোমবার সন্ধ্যায় বাবা আব্দুল হান্নান নতুন করে বাড়ি করার জন্য শালবাহান ইউনিয়নের খালপাড়া এলাকার একটি পুকুরের পাড় থেকে ব্যাটারি চালিত ভ্যানে করে নালাগছ এলাকায় ইট নিয়ে যান। এই সময় তার সাথে মজিবর ও হাবিবা যায়। একপর্যায়ে তিনি মজিবর ও হাবিবাকে খালপাড়া পুকুরের পাড়ে রেখে পার্শ্ববর্তী নতুন বাজার এলাকায় যান এবং ফিরে এসে তাদের না পেয়ে পরিবারের সদস্যরাসহ অনেক খোঁজাখুঁজি করতে থাকেন। পরে স্থানীয়দের সহায়তায় পরিবারের সদস্যরা ওই পুকুরের পানিতে নেমে তাদের ডুবন্ত অবস্থায় উদ্ধার করা হয়।
আরও পড়ুন: শিশু কন্যাকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে মায়ের মৃত্যু
এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানান তিনি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফের মতে, বাংলাদেশে প্রতি বছর ১৪ হাজার শিশু পানিতে ডুবে মারা যায়।
দেশে পাঁচ বছরের কম বয়সী শিশুদের মৃত্যুর দ্বিতীয় প্রধান কারণ হচ্ছে পানিতে ডুবে যাওয়া।
২ বছর আগে
যশোরে নিজেদের ট্রলির চাকায় পিষ্ট হয়ে ভাই-বোনের মৃত্যু
যশোর সদরে নিজেদের মালবাহী ট্রলি চাকায় পিষ্ট হয়ে দুই চাচাতো ভাই-বোনের মৃত্যু হয়েছে। রবিবার সকালে সদর উপজেলার জিরাট গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো-ট্রলিচালক কামাল হোসেনের মেয়ে জাহিয়া খাতুন (৪) ও জামাল হোসেনের ছেলে আবু হুরায়রা (২)। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন।
জাহিয়া খাতুনের বাবা কামাল হোসেন বলেন, প্রতিদিনের মত বাড়ি থেকে ট্রলি নিয়ে মাটি টানার উদ্দেশ্যে বের হচ্ছিলাম। তখন খেয়াল করিনি পেছনে কেউ আছে কি না। যখন গাড়ি পেছনের দিকে নিতে যাই তখন বাঁধা অনুভব করছিল। বারবার পেছনের দিকে গাড়ি নিতে যাচ্ছিলাম। তখন না গেলে গাড়ি থেকে নেমে দেখি আমার শিশু বাচ্চা জাহিয়া আর ভাইয়ের ছেলে পিষ্ট হয়ে চাকার সঙ্গে এঁটে আছে।
কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ট্রলি যখন চালু করা হয় তখন গাড়ির ব্যাপক আওয়াজ হয়, সেই আওয়াজের মধ্যে তাদের চিৎকার শুনতে পাইনি। মৃত্যুর আগে কতই না যন্ত্রণা পেয়েছে আমাদের কলিজার টুকরারা।
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, ঘটনাটি জানার পর স্থানীয় পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পারিবারিক একটা দুর্ঘটনার শিকার হয়েছে দুই শিশু। স্বজনদের কোন অভিযোগ না থাকায় শিশু দুটির মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পড়ুন: সিরাজগঞ্জে শিশু ধর্ষণ ও হত্যা মামলা: ২ ছেলেসহ মা গ্রেপ্তার
সিরাজগঞ্জে ৭ বছরের শিশুর লাশ উদ্ধার
২ বছর আগে
চট্টগ্রামে দুই বোনকে এসিড নিক্ষেপ, ভাই-বোনের যাবজ্জীবন
চট্টগ্রামে দুই বোনের ওপর এসিড নিক্ষেপের মামলায় আপন খালাতো ভাই-বোনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদেরকে অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছর কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে।
বুধবার (১ জুন) দুপুরে চট্টগ্রামের ৫ম অতিরিক্ত মহানগর দায়রা জজ নারগিস আক্তারের আদালত এ রায় দেন।
দণ্ডিত আসামিরা হলেন, শারমিন ফারজানা লতিফ ওরফে সাকি (৩৩) ও তার ছোট ভাই মুহাম্মদ ইফতেখার লতিফ ওরফে সাদী (৩০)।
রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট তসলিম উদ্দিন বলেন, দুই বোনকে এসিড দিয়ে ঝলসে দেয়ার ঘটনায় অভিযুক্ত দুই ভাই-বোনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে ভাই সাদিকে ৫০ হাজার টাকা এবং বোন সাকিকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। অনাদায়ে আরও এক বছর কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে।
মামলার সংক্ষিপ্ত বিবরণীতে জানা যায়, ২০১০ সালের ২ অক্টোবর ভোরে চট্টগ্রাম নগরীর চকবাজার জয়নগর এলাকায় আপন দুই বোন-মুনতাহা কারিনা ও সালসাবিল তাসনিমকে লক্ষ্য করে এসিড ছুড়ে মারে। তাদেরই আপন খালাতো বোন শারমিন ফারজানা সাকি নিজের আগে বিয়ে ঠিক হওয়া এবং বোনের সৌন্দয্যে ঈর্ষান্বিত হয়ে ঘুমন্ত দুই বোন মুনতাহা কারিনা ও সালসাবিল তাসনিমকে এসিড মারে। এতে দু’বোনের শরীর এসিডে ঝলসে যায়। ঘটনার সময় দুই বোনের বয়স যথাক্রমে ২০ ও ১৬ বছর ছিল।
এ ঘটনায় ভুক্তভোগীদের বাবা আনোয়ারুল মুবিন বাদী হয়ে মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ গত ১৪ ডিসেম্বর ২০১০ সালে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রে মোট সাক্ষী ছিল ২২ জন।
পড়ুন: জানিপপের চেয়ারম্যান কলিমুল্লাহসহ ৩ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা
ঢাবিতে সংঘর্ষ: ছাত্রদল সভাপতি-সম্পাদকসহ ৩৫ জনের আগাম জামিন
২ বছর আগে
বাঁশখালীতে আগুনে পুড়ে ভাই-বোনের মৃত্যু
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নে বসতঘরে আগুন লেগে দুই শিশু মারা গেছে। সোমবার (৭ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টার দিকে উপজেলার সরল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম কাহারঘোনার আব্দুর সমদ মাঝির বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
নিহতরা হলো মিনহাজ উদ্দিন (১২) ও রুহি আক্তার (৩)। তারা ওই ইউনিয়নের মো. ইদ্রিসের সন্তান।
বাঁশখালী থানার উপপরিদর্শক (এসআই) দীপক কুমার সিংহ বলেন, সরল ইউনিয়নের এক বাড়িতে আগুনে দুই শিশু মারা যাওয়া ঘটনা শুনেছি। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে গেছে।
বাঁশখালী ফায়ার সার্ভিসের টিম লিডার নুরুল বাশার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছি। ততক্ষণে বসতঘরসহ দুই শিশু পুড়ে মারা যায়।
আরও পড়ুন: রাজধানীর বিজয়নগরে বহুতল ভবনে আগুন
চট্টগ্রামে ভবনে আগুন, দুই বোন দগ্ধ
২ বছর আগে
সাঙ্গু নদীতে নিখোঁজ ভাই-বোনের মরদেহ উদ্ধার
বান্দরবানের রোয়াংছড়ির তারাছা ইউনিয়নের বাধুরা ঝর্ণার পাশে সাঙ্গু নদীতে নিখোঁজ ভাই-বোনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বান্দরবান ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নাজমুল আলম জানান, শনিবার সকাল সাড়ে ৯টায় আদনিন (১৬) ও দুপুর ২টার দিকে আহনাফ আকিবের (২২) মরদেহ উদ্ধার করা হয়।
আকিব ও আদনিন নারায়ণগঞ্জের ফতুল্লার জহিরুল ইসলামের সন্তান।
পুলিশ ও স্থানীয়রা জানান, বান্দরবান থেকে ১০ পর্যটক নৌকাতে করে সাঙ্গু নদীর উজানে বাধুরা ঝর্ণায় বেড়াতে যায়। এ সময় বাধুরা ঝর্ণার পাশে নদীতে গোসল করতে নামলে আট জন স্রোতে ভেসে যান। স্থানীয়রা ছয় জনকে জীবিত উদ্ধার করে। এর মধ্যে হাসপাতালে নেয়ার পথে মারিয়া ইসলাম (১৯) নামে একজনের মৃত্যু হয়। ঘটনার পরপরই গত শুক্রবার পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মীরা নিখোঁজ ভাই-বোনকে উদ্ধারে কাজ শুরু করে। কিন্তু দুর্গম এলাকা ও পানি অত্যধিক ঠান্ডা হওয়ায় রাত ৮টার পর উদ্ধার কাজ বন্ধ ঘোষণা করা হয়। পরে শনিবার (২৫ ডিসেম্বর) সকালে আবারও উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস কর্মীরা।
বান্দরবানের রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মান্নান জানান, ২১ ঘণ্টার অভিযান শেষে নিখোঁজ দুই ভাই-বোনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে তিনি জানান।
আরও পড়ুন: সাঙ্গু নদীতে ডুবে পর্যটকের মৃত্যু, ভাইবোন নিখোঁজ
পদ্মা নদী থেকে অর্ধ গলিত লাশ উদ্ধার
২ বছর আগে
সিরাজগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ভাই-বোনের মৃত্যু
সিরাজগঞ্জের কামারখন্দায় ঘরের মধ্যে বিদ্যুৎস্পৃষ্টে ভাই-বোনের মৃত্যু হয়েছে।
উপজেলার চর দোগাছী গ্রামে সোমবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে।
মৃতরা হলো- ওই গ্রামের মো. মোকলেছুর রহমানের মেয়ে মোছা. মুন্নী খাতুন (১৪) ও ছেলে আবু তালহা (৫)।
আরও পড়ুন: সেচ পাম্পের সুইচে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম রাকিবুল হুদা জানান, মোকলেছুর রহমানের ঘরে স্টিলের তৈরি আলমারির কোন স্থানে বিদ্যুতের তার লেগে বিদ্যুতায়িত হয়েছিল। বিষয়টি বাড়ির কেউ টের পায়নি। এ অবস্থায় মোকলেছুর রহমানের শিশু সন্তান আবু তালহা সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওই আলমারিতে স্পর্শ করলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এ সময় তাকে উদ্ধার করতে গিয়ে মেয়ে মুন্নী খাতুনও বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে পরিবারের লোকজন তাদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: শেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১
৩ বছর আগে
মানিকগঞ্জে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু
মানিকগঞ্জ পৌর এলাকার উত্তর সেওতায় বুধবার পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা গেছে ভাই-বোন।
৪ বছর আগে