শিয়ালের মাংস
প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রি, ফেনীতে যুবকের ৬ মাসের জেল
ফেনীতে প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রি করায় এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
শনিবার (৩ মে) সন্ধ্যায় শহরের রাজাঝির দিঘীর পশ্চিম পাড়ে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন ফেনী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার।
দণ্ডপ্রাপ্ত যুবকের নাম ওসমান গনি। তিনি ফেনীর দাগনভূঞা উপজেলার দক্ষিণ জায়লস্কর গ্রামের বাসিন্দা।
আরও পড়ুন: খুলনায় ৩০ টাকায় প্রতি প্যাকেট ‘কুকুরের মাংসের বিরিয়ানি’ বিক্রি, গ্রেপ্তার ৪
ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রয় করা হচ্ছে—এমন খবর পেয়ে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে। এ সময় পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১-তে অভিযুক্ত ওসমান গনিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
খবর পেয়ে উৎসুক জনতা বিপুল সংখ্যায় ঘটনাস্থলে ভিড় জমায়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার বলেন, অভিযুক্তকে ছয় মাসের কারাদণ্ড দিয়ে ফেনী জেলা কারাগারে পাঠানো হয়েছে। বন্যপ্রাণী নিধন থেকে বিরত থাকতে এ সময় তিনি সবার প্রতি আহ্বান জানান।
২১৫ দিন আগে